For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন কী বাত : বাজেটের আগে দেশজুড়ে কৃষক আন্দোলনের মাঝে মোদী কোন বার্তা দিলেন

  • |
Google Oneindia Bengali News

২০২১ সালের প্রথম 'মন কী বাত' অনুষ্ঠান আজ। একদিকে রাত পোহালেই বাজেট, অন্যদিকে কৃষক আন্দোলন নতুন করে সমস্যা তৈরি করছে মোদী সরকারের জন্য। এমন এক পরিস্থিতির মাঝে বছরের প্রথম মন কী বাত অনুষ্ঠানে মোদী দিলেন বড় বার্তা।

মন কী বাত : বাজেটের আগে দেশজুড়ে কৃষক আন্দোলনের মাঝে মোদী কোন বার্তা দিলেন

  • যখন মন কি বাত অনুষ্ঠানে হাজির হই, তখন মনে হয়, আপনাদের মধ্যে আছি। এক মাস কেটে গেল দেখতে দেখতে। একাধিক উৎসবের মধ্যে দিয়ে কেটে গেল একটা মাস।

  • বিভিন্ন উৎসবের মধ্যে যে বড় ঘটনাটি ঘটল , তা হল পদ্মপুরস্কার। এবার পদ্মপুরষ্কারের মধ্যে তাঁরাই রয়েছেন, যাঁরা দেশের বহু মানুষের জীবন বদলে দিয়েছেন।

  • আমাদের ক্রিকেট টিম বহু চ্যালেঞ্জ কাটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়েছে।
  • দিল্লিতে তেরঙ্গার অপমান দেখে দেশ দুখী হয়েছে বলে বার্তা দেন মোদী। দেশকে এবার সংকল্প নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে হলেও তিনি বক্তব্য রাখেন। সাফ জানান, উন্নয়নের দিকে এগিয়ে যেতে সকলে মিলে পদক্ষেপ নিতে হবে।
  • করোনার বিরুদ্ধে ভারতের লড়াইয়ে বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণ নিয়ে প্রশংসার বার্তা মোদীর। ক্রিকেটারদের কঠোর চেষ্টা দেশকে অনুপ্রাণিত করতে পারে। ব্রাজিলের রাষ্ট্রপতিও এই বিষয়ে টুইট করেছেন বলে মোদী বক্তব্য রাখেন।
  • সংকটের সবসময় দুনিয়ার সেবা এই কারণেই দেশ করতে পারছে, কারণ ভারত আত্ননির্ভর মেডিসিনের ক্ষেত্রে।
  • যতটা ভারত সক্ষম হবে, ততটাই দুনিয়ার সেবা করা হবে।
  • ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রসঙ্গ তুলে মোদী বলেন, স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিকে আগামী প্র়জন্মের কাছে তুলে ধরে তাঁদের অনুপ্রেরণা দিতে হবে।
  • ভারতের প্রেরিত ভ্যাকসিনকে 'সঞ্জিবনী বুটি' বলে ব্রাজিলিয় প্রেসিডেন্টের ব্যাখ্যার প্রসঙ্গ তুলে মোদীর বার্তা রামায়ণের ঘটনা ছড়িয়ে পড়ার ঘটনা ভারতীয় সংস্কৃতির একটি বড় দিক।
  • সবজি মান্ডি থেকে বিদ্যুৎ উৎপাদন ও নোংরা নালা থেকে পরিশ্রুত জল দিয়ে কৃষিকাজের চেষ্টার এক একটি ঘটনা তুলে ধরে মোদী ভূয়সী প্রশংসা করেন।
  • ভারতীয় মহিলাদের উন্নয়ন নিয়ে মোদী বলেন, দেশের গ্রামের মহিলাদের নিয়ে সেভাবে কথা হয়না। এই প্রসঙ্গে তিনি মধ্যপ্রদেশের এক মহিলার কথা বলেন।
  • এক ভিডিওতে পিংলায় সইমুদ্দিনের রামায়ণ নিয়ে আঁকা একটি ছবি বহু টাকায় বিক্রি হয়েছে । যা গ্রামে খুশির জোয়ার এনেছে। সরকারের এক উদ্যোগে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়ায় 'ইনক্রিডেবল ইন্ডিয়ার গেটওয়ে' অনুষ্ঠানে বাংলার প্রচুর শিল্পী যোগ দিয়েছেন।

English summary
Narendra Modi's Mann ki Baat 2021 January episode amid Farmer protest and budget session
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X