For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাঙ্ক ব্যালেন্স থেকে মোট সম্পত্তির হিসাব এবার প্রকাশ্যে এল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পদের পরিমাণ ২ কোটি টাকার কিছু বেশি। সম্প্রতি প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত তথ্যে তা জানানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পদের পরিমাণ ২ কোটি টাকার কিছু বেশি। সম্প্রতি প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত তথ্যে তা জানানো হয়েছে। হাতে নগদ রয়েছে ৫০ হাজার টাকার কিছু কম। ব্যাঙ্কে রয়েছে ১ কোটি টাকার কিছু বেশি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পত্তি কত জানেন

বিভিন্ন জায়গায় মোদীর বিনিয়োগের পরিমাণ ২ টাকার টাকার বেশি ও সোনা রয়েছে ১ লক্ষ টাকার বেশি। এছাড়া একটি বিল্ডিংয়ের এক চতুর্থাংশ শেয়ার রয়েছে মোদীর নামে। তার মূল্য ১ কোটি টাকার কাছাকাছি। এই রেসিডেন্সিয়াল বিল্ডিংটি ২০০২ সালে ১.৩০ লক্ষ টাকার বিনিময়ে মোদী কিনেছিলেন। প্রধানমন্ত্রীর কোনও ঋণ নেই। এমনকী বাইক বা গাড়িও নেই।

আরও স্পষ্ট করে বলতে গেলে মোদীর হাতে নগদ রয়েছে ৪৮ হাজার ৯৪৪ টাকা। একটি এসবিআই শাখায় রয়েছে ১১ লক্ষ ২৯ হাজার ৬৯০ টাকা। আর একটি এসবিআই অ্যাকাউন্টে রয়েছে ১ কোটি ৭ লক্ষ ৯৬ হাজার ২৮৮ টাকা।

প্রধানমন্ত্রীর বন্ড রয়েছে ২০ হাজার টাকার, এনএসসি সার্টিফিকেট রয়েছে ৫ লক্ষ ১৮ হাজার ২৩৫ টাকার। ও জীবন বীমা রয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ২৮১ টাকার। এছাড়া সোনার চারটি আংটি রয়েছে যার মূল্য ১ লক্ষ ৩৮ হাজার ৬০ টাকা।

প্রধানমন্ত্রীর দফতর রুটিন মোতাবেক এই তথ্য সামনে এনেছে। এবছরের ৩১ মার্চ পর্যন্ত সময় ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পরিমাণ সম্পদ রয়েছে বলে জানানো হয়েছে।

English summary
Narendra Modi's latest declaration of assets released by the PMO
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X