For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদীর নাগরিকত্বের প্রমাণ কী! জমা পড়ল আরটিআই আবেদন

মোদীর নাগরিকত্বের প্রমাণ কী! জমা পড়ল আরটিআই আবেদন

  • |
Google Oneindia Bengali News

'কাগজ' দেখানো হবে না, নাগরিকত্ব ইস্যুতে এমন দাবি তুলে গোটা দেশের একটা অংশ সরব হয়েছে নরেন্দ্র মোদী সরকারের বিরোধিতায়। প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরী হতেই গোটা দেশের বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক দল সহ বহু মানুষ বিরোধিতার রাস্তায় নামেন। এরপর এনপিআর আসে ক্যানভাসে। যা ঘিরেও উঠে আসে নাগরিকত্ব ইস্যু। আর এই প্রেক্ষাপটে গোটা দেশ আপাতত নাগরিকত্ব নথি নিয়ে ব্যস্ত। এমন পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর নাগরিকত্ব প্রমাণ চেয়ে জমা পড়েছে আরটিআইয়ের একটি আবেদন।

মোদীর ভারতীয় হওয়ার প্রমাণ কী?

মোদীর ভারতীয় হওয়ার প্রমাণ কী?

এই আবেদন কেরলের ত্রিশূরের বাসিন্দা জোশ কাল্লুভিত্তিলের। তিনি সেখানের চালাক্কুডি এলাকার বাসিন্দা। আর তাঁর প্রশ্ন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভারতের নাগরিক, তার প্রমাণ কোথায়? আর সেই প্রমাণ চেয়েই তিনি এবার একটি আরটিআই ফাইল করেছেন।

কেরল সরকার নাগরিকত্ব সংশোধনী ইস্যু নিয়ে অনড় অবস্থানে

কেরল সরকার নাগরিকত্ব সংশোধনী ইস্যু নিয়ে অনড় অবস্থানে

প্রসঙ্গত, জোশ কালুভিত্তির এলাকা কেরল বহুকাল ধরে বাম শাসিত। আর সেখানের সরকার সাফ বার্তায় জানিয়ে দিয়েছে যে , কেরলে এনপিআর প্রক্রিয়া হবে না। কোনও সরকারী কর্মী যদি এই প্রক্রিয়ায় সাহায্য করেন ,তাহলে তাঁর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। এমনকি সিএএ-ও কেরলে লাগু হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে বিধানসভায় এক প্রস্তাব পাশ করে।

 নাগরিকত্ব ইস্যুতে আইন ঘিরে বিরোধীদের প্রচার

নাগরিকত্ব ইস্যুতে আইন ঘিরে বিরোধীদের প্রচার

এর আগে ,একাধিক বামপন্থী ব্যক্তিত্ব নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে গিয়ে প্রচার শুরু করেন। তাঁরা বারবার দাবি তোলেন যে কোনও মতেই 'কাগজ' দেখানো হবে না এই সংক্রান্ত বিষয়ে। কোনও মতেই নাগরিকত্ব নিয়ে যেন সমর্থকরা নথি প্রকাশ না করেন, তার জাবি তোলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। লেখিকা অরুন্ধতী রায় দাবি তোলেন , কেই নাগরিকত্ব নিয়ে নথি চাইতে আসলে, 'রঙ্গা-বিল্লা এই সমস্ত নাম দিয়ে যেন নথি প্রকাশ করা হয়।'

ঋণশোধে ফরাসি দ্বীপে বিজয় মালিয়ার ভগ্নপ্রায় বিশাল ম্যানশন বিক্রির প্রস্তাব ব্যাঙ্কের ঋণশোধে ফরাসি দ্বীপে বিজয় মালিয়ার ভগ্নপ্রায় বিশাল ম্যানশন বিক্রির প্রস্তাব ব্যাঙ্কের

English summary
Narendra Modi's Citizenship proof demanded in RTI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X