২০১৯ লোকসভা নির্বাচনে ইস্যুর লড়াইয়ে কে এগিয়ে মোদী না রাহুল, একনজরে সমীক্ষা
ফার্স্ট পোস্ট দ্য ন্যাশনাল সার্ভে ট্রাস্ট ২০১৯-এর সমীক্ষা প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে রেখেছে নরেন্দ্র মোদীকে। কিন্তু প্রধান প্রধান ইস্যুর সমাধানে কোন দল এগিয়ে রয়েছে বর্তমান পরিস্থিতিতে। তা নিয়েও সমীক্ষা চালিয়েছিল এই সংস্থা। দ্রবমূল্য বৃদ্ধি থেকে আইনশৃঙ্খলা, দুর্নীতি থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কোন দল এগিয়ে, তা দেখিয়েছে এই সমীক্ষা রিপোর্ট।

মোট ১২টি ইস্যুকে সামনে রাখা হয়েছিল জনমত নিরীক্ষণের জন্য। সেই ইস্যুভিত্তিক জনমতে মোদীর দলই এগিয়ে রয়েছে। রাহুল গান্ধীর দল অনেক পিছিয়ে রয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যা রুখতে মোদী দলকে এগিয়ে রেখেছে ৪৪ শতাংশ মানুষ। আর কংগ্রেসকে এগিয়ে রেখেছে ১৮ শতাংশ মানুষ। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ক্ষেত্রেও একই ইঙ্গিত মিলেছে।
আইনশৃঙ্খলার ক্ষেত্রে মোদীর দলকে এগিয়ে রেখেছে ৩৮ শতাংশ মানুষ। আর কংগ্রেসকে এগিয়ে রেখেছে ১৯ শতাংশ মানুষ। কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে ৩৯ শতাংশের আস্থা বিজেপি তথা এনডিএর উপর। আর কংগ্রেসের উপর আস্থা ১৯ শতাংশের।
দুর্নীতি, পরিকাঠামো, সম্পদের শূন্যতা সমাধানেও মোদীর দল রাহুলের দলকে টেক্কা দিয়েছে ৩৮-১৯ শতাংশে। অসাম্য, সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী মূল্যের শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতেতেও বিজেপি এগিয়ে ৩৯-১৯ শতাংশ মানুষের জনমতের নিরিখে।