For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদীর ৭০ তম জন্মদিন: বিজেপির কর্মসূচিতে 'সেবা সপ্তাহ' ঘিরে কী কী চলছে

  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদীর জন্মদিনে রাশিয়ার রাষ্ট্রনেতা ভ্লাদিমির পুতিন থেকে নেপালের প্রধানমন্ত্রী ওলি , সকলেই সকাল থেকে শুভেচ্ছা জানাচ্ছেন। শুভেচ্ছা বার্তা গিয়েছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের তরফেও। এদিকে, নরেন্দ্র মোদীর জন্মদিবসের সপ্তাহকে সেবা সপ্তাহ হিসাবে পালন করার ডাক আগেই দিয়ে রেখেছিল বিজেপি। সেই মতো বিজেপির কর্মসূচি ঘিরে কী কী উঠে আসছে দেখা যাক।

 অক্সিমিটার থেকে স্যানিটাইজার বিতরণ

অক্সিমিটার থেকে স্যানিটাইজার বিতরণ

গোয়াতে বিজেপির পক্ষ থেকে একটি বিশেষ সভা আয়োজন করে
, সেখানে অসক্সিমিটার, স্যানিটাইজার, ফেস শিল্ড বিতরণের কাজ চলছে। এর আগেই বিজেপির কেন্দ্রীয় নেনৃত্ব মোদীর ৭০ তম জন্মদিবসকে সেবা দিবস হিসাবে ঘোষণা করে। আর এই দিনে বিশেষ কর্মসূচি গ্রহণের বার্তা দেয়।

 ৭০ কেজি লাড্ডু

৭০ কেজি লাড্ডু

৭০ তম জন্মদিন , তাই ৭০ কেজি লাড্ডু। তামিলনাড়ুর কোয়েম্বাট্যুরের মন্দিরে এই ৭০ কেজি লাড্ডু দিয়ে পুজো দেন বিজেপি কর্মীরা। তারপর তা বিলি করেন। এছাড়াও সাফাইয়ের কাজে নেমে মোদীর দেখানো পথে এদিন তাঁর জন্মদিন পালন করছে দক্ষিণ ভারতের এই রাজ্য।

বিজেপির বিশেষ আয়োজন

বিজেপির বিশেষ আয়োজন

করোনা কাল চললেও, বিজেপি মোদীর জন্মদিনের উৎসব পালনে পিছপা হবে না। জানা গিয়েছে , ১৭ সেপ্টেম্বর মোদীর জন্মদিন উজ্জাপনে ৭০ টি আলাদা আলাদা অনুষ্ঠান আয়োজিত হবে । কারণ মোদী এবছর ৭০ তম জন্মদিন পালন করছেন।

 করোনা আক্রান্ত নেত্রীর ভার্চুয়াল সভা

করোনা আক্রান্ত নেত্রীর ভার্চুয়াল সভা

এদিকে, করোনায় আক্রান্ত হলেও , বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি এদিন ভার্চুয়াল সভায় যোগ দেবেন। আপাতত করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ থাকলেও এই বিজেপি নেত্রী মোদীর জন্মদিন উপলক্ষ্য়ে পূর্ব কর্মসূচি মতোই নিজের কাজ করবেন বলে খবর। জানা যাচ্ছে সারা দেশ থেকে বিজেপি কর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মোদীর জন্মদিনকে সেবা দিবস হিসাবে পালন করছেন।

English summary
Narendra Modi's Birthday , BJP celebrates Seva diwas with 70 kg laddoo to Oximeter distribution
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X