For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর সম্পত্তি কত, তাঁর স্ত্রীর সম্পত্তিই বা কত , বিস্তারিত জেনে নিন

২০১৬-১৭-তে প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২৭ লাখ টাকার মতো। এখনও পর্যন্ত মোদী মন্ত্রিসভার ৭৮ জন মন্ত্রীর মধ্যে মাত্র ১৬ জন মন্ত্রী তাঁদের সম্পত্তির তালিকা দাখিল করেছেন।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

২০১৬-১৭-তে প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২৭ লাখ টাকার মতো। এখনও পর্যন্ত মোদী মন্ত্রিসভার ৭৮ জন মন্ত্রীর মধ্যে মাত্র ১৬ জন মন্ত্রী তাঁদের সম্পত্তির তালিকা দাখিল করেছেন।

মোদীর সম্পত্তি কত, তাঁর স্ত্রীর সম্পত্তিই বা কত , বিস্তারিত জেনে নিন

স্বেচ্ছায় নিজেদের সম্পত্তির তালিকা ঘোষণার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার সময়সীমা ছিল ৩১ অগাস্ট। এখনও পর্যন্ত মাত্র ১৬ জন মন্ত্রী তাঁদের সম্পত্তির তালিকা দাখিল করেছেন।

গত এক বছরে প্রধানমন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি পেয়েছে সামান্যই। ৩১ মার্চ শেষ হওয়া আর্থিক বছরে প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ দুকোটি টাকার কিছু বেশি। ২০১৪-১৫ সালে যা ছিল ১.৪১ কোটি এবং ২০১৫-১৬ সালে ছিল ১.৭৩ কোটি টাকা।

এই মুহূর্তে হাতে নগদে রয়েছে ১.৪৯ লক্ষ টাকা। গত আর্থিক বছরে ফিক্সড ডিপোজিটে বৃদ্ধি পেয়েছে ৩৯ লক্ষ টাকা। তবে সেভিংস অ্যাকাউন্টে টাকার পরিমাণ কমেছে। ২.০৯ লক্ষ টাকা থেকে হয়েছে ১.৩৩ লক্ষ টাকা।
২০১৫-১৬-তে প্রধানমন্ত্রী বইয়ের জন্য ১২.৩৫ কোটি টাকা রয়্যালটি বাবদ পেলেও, গত আর্থিক বছরে তা আর হয়নি। গয়নার পরিমাণ ( ৪৫ গ্রামের সোনার আংটি) একই আছে। তবে মোদীর স্ত্রী যশোদা বেনের সম্পত্তির পরিমাণের জায়গায় লেখা রয়েছে 'অজ্ঞাত'।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী একেবারে প্রথমের দিকে তাঁর সম্পত্তির পরিমাণ জানিয়ে দিলেও, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, রেলমন্ত্রী পীযূষ গোয়েল, আইনমন্ত্রী রবিশঙ্করপ্রসাদ, সার মন্ত্রী অনন্ত কুমার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানির মতো হেভিওয়েট মন্ত্রীর সম্পত্তির পরিমাণ এখনও সাধারণ মানুষের সামনে আসেনি।

যে সব মন্ত্রী তাঁদের সম্পত্তির পরিমাণ ঘোষণা করেছেন তাঁদের বেশির ভাগই জানিয়েছেন, তাঁরা গয়নায় বিনিয়োগ করেছেন। অরুণ জেটলি জানিয়েছেন তিনি এবং তাঁর স্ত্রীর ১.৫ কোটি টাকার গয়না আছে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, তাঁর গয়না রয়েছে ২৭ লাখের। অন্যদিকে, সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গডকরির সোনা ও রুপোর গয়নার পরিমাণ ৫২ লক্ষ টাকার।

পেশায় চিকিৎসক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, তাঁর ক্লিনিকের সম্পত্তি মাত্র ৯৩৯৯ টাকার। অন্যদিকে ক্রেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, দক্ষিণ দিল্লিতে তাঁর পরিবারের একটি পেট্রোল পাম্প রয়েছে।

অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অশোক গজপতি রাজু জানিয়েছেন, তাঁর ১৯৮২-র মডেলের একটি জিপ রয়েছে, যার মূল্য ১৫০০০ টাকা এবং ১.৩০ লক্ষ টাকার ন্যানো রয়েছে। তাঁরই অপর ক্যাবিনেট সদস্য সদানন্দ গৌড়া জানিয়েছেন, তাঁর একটি লাইসেন্সড অস্ত্র রয়েছে।

English summary
Only 16 out of the 78 ministers adhered to the deadline set by Prime Minister Narendra Modi to declare their assets. As per the declaration made by Modi, his assets grew by around Rs. 27 lakh in 2016-17.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X