For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশকে শক্তিশালী করতে মোদীর লক্ষ্য ১৮! লাতুরের সভা থেকে জানালেন আবেদন

প্রথমবারের ভোটারদের বিজেপির প্রতি উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, নতুন ভোটাররা যদি বিজেপিকে বেছে নেয়, তাহলে দেশ আরওশক্তিশালী হবে।

  • |
Google Oneindia Bengali News

প্রথমবারের ভোটারদের বিজেপির প্রতি উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, নতুন ভোটাররা যদি বিজেপিকে বেছে নেয়, তাহলে দেশ আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নতুন ভোটারদের বলেন, তোমরা কি চাও না তোমাদের প্রথম ভোট দেশে গরিবদের মাথা গোঁজার ঠাই করে দিক। তোমরা কি চাও না তোমাদের প্রথম ভোট কৃষকদের কাছে সেচের সুবিধা পৌঁছে দিক। প্রধানমন্ত্রী এসবই করেন মহারাষ্ট্রের লাতুরে ।

দেশকে শক্তিশালী করতে মোদীর লক্ষ্য ১৮! লাতুরের সভা থেকে জানালেন আবেদন

প্রধানমন্ত্রী এদিন ভোট চাইতে গিয়ে পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মহম্মদের ক্যাম্পে হানার কথা বলেন। নতুন ভোটারদের বলেন, তারা কি চায় না তাদের ভোট বালাকোটে বিমান হামলায় অংশ নেওয়া বায়ুসেনার পাইলয়দের সম্মান জানাক। তারা কি চায় না তাদের প্রথম ভোট পুলওয়ামায় মৃত জওয়ানদের সম্মান জানাক। । প্রধানমন্ত্রী হাত তুলে, তাদের উদ্দেশে হাত নাড়েন।

[আরও পড়ুন:দেশকে শক্তিশালী করতে মোদীর লক্ষ্য ১৮! লাতুরের সভা থেকে জানালেন আবেদন][আরও পড়ুন:দেশকে শক্তিশালী করতে মোদীর লক্ষ্য ১৮! লাতুরের সভা থেকে জানালেন আবেদন]

বিরোধীরা প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করেছেন সেনাবাহিনীর সাফল্যের কথা প্রধানমন্ত্রী তুলে ধরায়। বদলা হিসেবে বিজেপি বিরোধীদের দেশ বিরোধী বলে অভিযোগ তুলেছে।

[আরও পড়ুন:'পাকিস্তানের ভাষা বলছে কংগ্রেস', ভোটের পারদ চড়িয়ে চাঁচাছোলা মোদী][আরও পড়ুন:'পাকিস্তানের ভাষা বলছে কংগ্রেস', ভোটের পারদ চড়িয়ে চাঁচাছোলা মোদী]

লাতুরের সভায় প্রধানমন্ত্রী ১৮ বছর বয়সীদের উদ্দেশে বলেন, তোমরা এখন ১৮। তোমাদের উচিত দেশের জন্য ভোট দেওয়া। শক্তিশালী সরকার গঠনের জন্য ভোট দেওয়া। শক্তিশালী দেশ গঠনের জন্য ভোট দেওয়া।

[আরও পড়ুন: লালু প্রসাদের জেল ২৭.৫ বছরের জন্য! জেলে থেকেও ভোটে সক্রিয় কীভাবে জানাল সিবিআই][আরও পড়ুন: লালু প্রসাদের জেল ২৭.৫ বছরের জন্য! জেলে থেকেও ভোটে সক্রিয় কীভাবে জানাল সিবিআই]

English summary
Prime Minister Narendra Modi today encouraged first-time voters to choose the BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X