For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক পদ এক পেনশন এখনও লাগু করতে অসমর্থ সরকার, স্বাধীনতা দিবসের বক্তৃতায় মেনে নিলেন মোদী

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৫ আগস্ট : ভারতের ৬৯ তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত। স্বাধীনতা দিবস উপলক্ষে দ্বিতীয়বার লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন ও দেশের উদ্দেশে বক্তৃতা দেওয়ার জন্য প্রস্তুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই নিয়ে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করবেন। তাঁর বক্তৃতায় কী উঠে আসবে এবার তা জানতে মুখিয়ে রয়েছে গোটা ভারত।

(Live) স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তৃতা দেওয়ার জন্য প্রস্তুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সকাল ৯ টা ৮ মিনিট : নিজের বক্তব্য শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সকাল ৯ টা ৩ মিনিট : আমাদের সক্ষম ভারত বানাতে হবে। সম্বৃদ্ধ ভারত ও স্বচ্ছ ভারত বানাতে হবে। ২০২২ সালের মধ্যে আমাদের লক্ষ্যসাধন করতে হবে। যখন আমরা ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি পালন করব।

সকাল ৮ টা ৫৬ মিনিট : অনেক সরকার এসেছে অনেক সরকার গেছে। এক পদ এক পেনশন সব সরকারের সামনেই এসেছে। তারা সবাই ছোট ছোট প্রতিশ্রুতি দিয়েছেন। আমিও এখনও পর্যন্ত তৈরি করতে পারিনি। আমি আবারও আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই।

আলোচনা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে প্রায়। আমরা সমাধান সূত্র বের করার চেষ্টা করছি। আমি ইতিবাচক ফলের অপেক্ষায় রয়েছি।

তেরঙ্গার সামনে আজ আমি আবার কথা দিচ্ছি, এক পদ এক পেনশন-এর বকেয়া দাবিকে আমরা গ্রহণ করছি। আলোচনা চলছে। আশা করছি খুব শীঘ্রই আমরা সমাধানসূত্রে পৌঁছব।

এই সরকার এক পদ এক পেনশন নীতির সঙ্গে সহমত পোষণ করে। আমরা আলোচনার মাধ্যমে এগিয়ে চলেছি।

সকাল ৮ টা ৫৩ মিনিট : গরীব তরুণরা কী ইন্টারভিউ ছাড়া চাকরি পেতে পারে না? মেধার ভিত্তিতে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মেধার মাধ্যমে অনলাইনে চাকরি দেওয়ার চেষ্টা করা হচ্ছে গরীব তরণদের। যাতে ইন্টারভিউ ব্যবস্থায় কারচুপি বন্ধ করা যায়।

সকাল ৮ টা ৫০ মিনিট : স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া।

সকাল ৮ টা ৪৩ মিনিট : স্বাধীনতার এত বছর পরেও ১৮,৫০০ গ্রামে বিদ্যুতের আলো পৌঁছয়নি। আগামী ১০০০ দিনে এই ১৮,৫০০ গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার চেষ্টা করব।

সকাল ৮ টা ৪২ মিনিট : দেশের উন্নয়নে যতটা মাহাত্য যুবকদের ততটাই কিষানদেরও।

সকাল ৮ টা ৩৯ মিনিট : পূর্ব ভারতে ৪টি সার কারখানার পুরনুজ্জীবন করা হয়েছে। আমাদের দেশের পূর্বাঞ্চল যদি শক্তিশালী হয় তাহলে আমাদের দেশও শক্তিশালী হবে। গ্যাস পাইপলাইন বসানো এবং রেল নেটওয়ার্ক উন্নয়নে আমরা পদক্ষেপ নিচ্ছি।

সকাল ৮ টা ৩৭ মিনিট : কৃষি উৎপাদন বাড়াতে হবে আমাদের। জল বাঁচাও, শক্তি বাঁচাও, সারা বাঁচাও আমাদের লক্ষ্য হওয়া উচিত। কৃষকদের যত ইউরিয়া প্রয়োজন তত মিলবে।

সকাল ৮ টা ৩৫ মিনিট : সমস্ত জুলুম সহ্য করে ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

সকাল ৮ টা ৩৩ মিনিট : ৬৫০০ কোটি টাকার অঘোষিত আয় প্রকাশ্যে এসেছে।

সকাল ৮ টা ৩০ মিনিট : কিছু লোক আমাদের কালো টাকা বিরোধি আইনের জন্য চাপে রয়েছে। কখনও কখনও বড় অসুখ হলে এমন ওষুধের প্রয়োজন রয়েছে।

সকাল ৮ টা ২৮ মিনিট : অসুখ ভয়ঙ্কর হলে ইনজেকশন দিতে হয়। তার পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে। কিন্তু এভাবেই তা নিরাময় হবে, কালো টাকা আইন প্রসঙ্গে মন্তব্য প্রধানমন্ত্রীর।

সকাল ৮ টা ২৭ মিনিট : খুব অল্প সময়ের মধ্যে আমরা কালো টাকা ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ নিয়েছি। দায়িত্ব নেওয়ার সঙ্গেই আমরা শীর্ষ আদালতের নজরদারিতে একটি বিশেষ তদন্তকারি দল গঠন করেছি।

সকাল ৮ টা ২৫ মিনিট : ১৫ মাস হয়ে গিয়েছে, দিল্লিতে আপনারা যে সরকারকে বসিয়েছেন তাদের বিরুদ্ধে ১ পয়সারও দুর্নীতির অভিযোগ নেই।

সকাল ৮ টা ২১ মিনিট : আমি যদি এখন কয়লার কথা বলি তাহলে অনেকে তা রাজনৈতিক পণ্ডিতরা তা রাজনীতি হিসাবে দেখবে। টিম ইন্ডিয়ার সঙ্কল্প দেখুন সময় সীমার মধ্যে কয়লার নিলাম হল, মোটামুটি ৩ লক্ষ কোটি টাকা এথেকে এসেছে। এই ভারত স্বচ্ছতা চায়।

সকাল ৮ টা ১৯ মিনিট : আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি এলপিজি গ্যাসের ভরতুকি দানের প্রচার সফল হয়েছে। এখনও পর্যন্ত ২০ লক্ষ মানুষ নিজেদের এলপিজি ভরতুকি দান করেছে।

সকাল ৮ টা ১৬ মিনিট : কিন্তু কিছু মানুষ আছে যারা নিরাশায় ডুবে থাকতে ভালবাসে। অন্যকে এই বিষয়ে বলে যায়।

সকাল ৮ টা ১৪ মিনিট : ভ্রষ্টাচার দুর্নীতি শেষ করতে একটা সামগ্রিক অভিগমন প্রয়োজন।

সকাল ৮ টা ১২ মিনিট : ভ্রষ্টাচার এই দেশকে উই পোকার মতো আকড়ে ধরেছিল। যে ভ্রষ্টাচার করে সেও যেমন তা নিয়ে জ্ঞান দেয়, যে ভ্রষ্টাচারের শিকার হয় তারাও তা নিয়ে জ্ঞান দেয়।

সকাল ৮ টা ১০ মিনিট : আমাদের দেশে একটা ফ্যাশন হয়ে গিয়েছিল, সব বিষয়েই নতুন একটা করে কানুন তৈরি করা। যা সুশাসনের জন্য ঠিক নয়।

সকাল ৮ টা ৬ মিনিট : শ্রমিক ও দরিদ্রকে তাদের মর্যাদা দেওয়া আমাদের দায়িত্ব হওয়া উচিত। শ্রমেভ জয়তে যোজনা শ্রমিকদের প্রতি এই দৃষ্টিভঙ্গি বদলের দিকে একটা পদক্ষেপ।

সকাল ৮ টা ৫ মিনিট : শৌচাগার তৈরির অভিযানেও আমরা সাফল্য পেয়েছি। বিশেষ করে ভারতে মহিলাদের জন্য শৌচালয় তৈরির ক্ষেত্রে।

সকাল ৮ টা ১ মিনিট : স্বচ্ছভারত অভিযানের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডার হল প্রত্যেক পরিবারের ৫-১০-১৫ বছরের বালকেরা। যারা স্বতঃস্ফূর্থভাবে এই অভিযানে অংশগ্রহণ করেছে।

সকাল ৭ টা ৫৭ মিনিট : আমরা খুব ন্যুনতম অর্থের বিনিময়ে প্রধানমন্ত্রী বিমা যোজনা এবং অটল পেনশন যোজনা এনেছি। আমরা আমাদের কথা রেখেছি।

সকাল ৭ টা ৫৪ মিনিট : যদি উন্নয়নের পিরামিড শক্তিশালী হয়, এবং আর্থিক স্থায়িত্বের উপর দাঁড়িয়ে থাকে তাহলে, গরীবের ক্ষমতায়ণ হবে।

সকাল ৭ টা ৫০ মিনিট : ১৭ কোটি মানুষকে ব্যাঙ্ক পর্যন্ত নিয়ে য়াওয়াটা খুব কঠিন কাজ। আমি ব্যাঙ্ক কর্মচারিদের অভিনন্দন জানাই।

সকাল ৭ টা ৪৮ মিনিট : জিরো ব্যালান্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কথা বলা সত্ত্বেও দেশের দরিদ্রপা ২০ হাজার কোটি টাকা ব্যাঙ্কে জমা দিয়েছেন।

সকাল ৭ টা ৪৬ মিনিট : গরীবেপা দারিদ্রের আগে এগোতে চায়। তাই আমাদের সমস্ত প্রকল্প দরিদ্রদের জন্য।

সকাল ৭ টা ৪৫ মিনিট : গরীবের জন্য আগে ব্যাঙ্কের দরজা বন্ধ ছিল। আমরা বলেছিলাম ভেবেছিলাম করব, ভাবব, দেখব এমনটা নয়, করে দেখাব। আমরা সময়সীমার মধ্যে কাজ সম্পূর্ণ করেছি। ১৭ কোটি মানুষ প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় যুক্ত হয়েছে।

সকাল ৭ টা ৪৪ মিনিট : ১ বছরে টিম ইন্ডিয়া এক নতুন বিশ্বাসের সঙ্গে সামর্থের সঙ্গে সময়সীমার মধ্যে স্বপ্ন পূরণ করতে একজোট হয়েছে।

সকাল ৭ টা ৪৩ মিনিট : লোকতন্ত্রে জনভাগিদারি সবচেয়ে বড় পুঁজি, মন কি বাত হোক, বা ভারতবাসীর কাছে থেকে আসা লক্ষ লক্ষ চিঠি, কিংবা শহরের পাশাপাশি গ্রাম থেকে মানুষের পরামর্শ পাচ্ছি। এর ফলে বাড়ছে ভারতবাসীর জনভাগিদারি।

সকাল ৭ টা ৩৯ মিনিট : এই দেশ টিম ইন্ডিয়ার একজোট হওয়ার জন্যই এগিয়ে চলেছে। আর এই টিম ইন্ডিয়া হল ভারতের ১২৫ কোটি ভারতবাসী।

সকাল ৭ টা ৩৮ মিনিট : ভারতের ঐক্যই আমাদের পুঁজি। এই পুঁজিকে অক্ষত রাখতে হবে। যেন তাতে কোনও দাগ না লাগে।

সকাল ৭ টা ৩৬ মিনিট : আজকের সকাল কোনও আম সকাল নয়। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের সেলাম জানাই। বিশ্বের সবচেয়ে বড় লোকতন্ত্রের স্বতন্ত্র পর্বের সকাল।

সকাল ৭ টা ৩৪ মিনিট : ভারতের ৬৯ তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা বার্তা দিয়ে শুরু করলেন নরেন্দ্র মোদী।

সকাল ৭ টা ৩৩ মিনিট: বক্তৃতা শুরু করলেন নরেন্দ্র মোদী।

সকাল ৭ টা ৩০ মিনিট : ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সকাল ৭ টা ২২ মিনিট : লালকেল্লায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সকাল ৭ টা ১২ মিনিট :

সকাল ৭ টা ৮ মিনিট :

সকাল ৭ টা ১ মিনিট : স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে টুইট করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সকাল ৭ টা : স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লায় জমতে শুরু করেছে অতিথিদের ভিড়।

English summary
Narendra Modi's 2nd I-Day Speech from Red Ford
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X