For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে ফের কত শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, কী বলছে টাইমস গ্রুপের সমীক্ষা

টাইমস গ্রুপের সমীক্ষায় উঠে এসেছে, এখনই যদি নির্বাচন হয়, তাহলে দেশের প্রায় ৭১.৯ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকেই ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

  • |
Google Oneindia Bengali News

চার বছর শাসনের পরেও এখনও জনপ্রিয়তা অটুট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। টাইমস গ্রুপের সমীক্ষায় উঠে এসেছে, এখনই যদি নির্বাচন হয়, তাহলে দেশের প্রায় ৭১.৯ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকেই ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। ৮,৪৪,৬৪৬ জনকে নিয়ে সমীক্ষা চালানো হয়েছিল। এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ ( ৭১.৯ শতাংশ ) নরেন্দ্র মোদীর পক্ষেই মত দিয়েছেন। আর ৭৩.৩ শতাংশ মানুষ বলেছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ফের ক্ষমতায় আসার সম্ভাবনা।

 মোদীকে ফের কত শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, কী বলছে টাইমস গ্রুপের সমীক্ষা

প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকে পছন্দ ১১.৯৩ শতাংশ মানুষের। অন্যদের পছন্দ্র ১৬.১২ শতাংশ মানুষের।

মে-র ২৩-২৫-এর মধ্যে অনলাইনে এই সমীক্ষা চালানো হয়েছিল। ৯ টি ভাষায়, টাইমস গ্রুপের ৯ টি মিডিয়ার এই সমীক্ষা চালানো হয়।

সমীক্ষায় মোদীর ট্র্যাক রেকর্ড সম্পর্কেও জানতে চাওয়া হয়েছিল। তাতে দেখা যাচ্ছে ৪৭.৪ শতাংশ মানুষ বলছেন খুব ভাল, ২০.৬ শতাংশ মানুষ বলছেন ভাল, ১১.৩৮ শতাংশ মানুষ বলছেন অ্যাভারেজ, আর ২০.৫৫ মানুষ বলছেন খারাপ।

সমীক্ষায় কোন কোন কাজে মোদী সফল তাও জানতে চাওয়া হয়েছিল। ৩৩.৪২ শতাংশ মানুষ বলেছেন জিএসটি নিয়ে মোদী সফল, নোট বাতিলে সফল বলছেন ২১.৯ শতাংশ মানুষ, সার্জিক্যাল স্ট্রাইকে সফল বলছেন ১৯.৮৯ শতাংশ মানুষ আর জন ধন যোজনায় সফল বলছেন ৯.৭ শতাংশ মানুষ।

সমীক্ষায় কোন কোন কাজে মোদী ব্যর্থ তাও জানতে চাওয়া হয়েছিল। ২৮.৩ শতাংশ মানুষ বলেছেন কর্ম সংস্থান নিয়ে ব্যর্থ, নোট বাতিল ব্যর্থ বলছেন ২২.২০ শতাংশ মানুষ, কৃষকদের সমস্যা নিয়ে ব্যর্থ মোদী বলছেন ১২.৫৮ শতাংশ মানুষ, কাশ্মীর নীতিতে ব্যর্থ বলছেন ১৪.২৮ শতাংশ মানুষ।

মোদী সরকারের সময়ে কর্মসংস্থান নিয়েও সমীক্ষা চালানো হয়। সেখানে ৩৭.২৯ শতাংশ মানুষ বলছেন সন্তোষজনক, ২১.২৮ শতাংশ মানুষ বলছেন খুব ভাল, ৩৬.০৩ শতাংশ মানুষ বলছেন খারাপ। আর ৫.৪০ শতাংশ মানুষ এর কোনও উত্তর দেননি।

সংখ্যালঘুরা মোদী সরকারের সময়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা, তা নিয়েও সমীক্ষা চালানো হয়। সেখান ৩০.০১ শতাংশ মানুষ বলেছেন হ্যাঁ। ৫৯.৪১ শতাংশ মানুষ বলেছেন না। ১০.৫৮ শতাংশ মানুষ এর কোনও উত্তর দেননি।

বিদেশ নীতি নিয়ে সমীক্ষায় দেখা যাচ্ছে ৬২.৬৩ শতাংশ মানুষ বলছেন খুব ভাল, ১৭.৪৩ শতাংশ মানুষ বলছেন ভাল, ১৫.৮ ৪ শতাংশ মানুষ বলছেন খারাপ, ৪.১০ শতাংশ মানুষ এর কোনও উত্তর দেননি।

বিজেপির বিরুদ্ধে সংযুক্ত বিরোধীরা কতটা ফলপ্রসু হতে পারে, তা নিয়েও সমীক্ষা চালানো হয়। তাতে দেখা যাচ্ছে ৫৭.১২ শতাংশ মানুষ বলছেন না, ২৮.৯৬ শতাংশ মানুষ বলছেন হ্যাঁ, ১৩.৯২ শতাংশ মানুষ এক্ষেত্রে কোনও উত্তর দেননি।

English summary
Narendra Modi remains most popular PM candidate; 71.9% want Modi as PM again in 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X