For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিশন বাংলায় তৃণমূলকে হারানোর চ্যালেঞ্জ, তামিলনাড়ুর প্রচারে গিয়ে মোদীর গলায় নিমতার ঘটনা

Google Oneindia Bengali News

বাংলার দ্বিতীয় দফার নির্বাচনের আগে আজই প্রচারের শেষ দিন। এই আবহে রাজ্যে বিজেপি হেভিওয়াটদের প্রচুর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই আবহে সুদূর তামিলনাড়ুতে প্রচারে যাওয়া নরেন্দ্র মোদীর গলাতেও শোনা গেল বাংলার কথা। এদিন তামিলনাড়ুতে প্রচার সভায় মোদীর গলায় উঠে এল নিমতায় বিজেপি কর্মীর মায়ের মৃত্যুর ঘটনা।

নিমতার ঘটনায় তৃণমূলকে তোপ মোদীর

নিমতার ঘটনায় তৃণমূলকে তোপ মোদীর

এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, 'গতকাল একজন বয়স্ক মহিলা মারা যান পশ্চিমবঙ্গে। শোভা মজুমদার নামক সেই মহিলা তৃণমূল কংগ্রেসের হিংশার শিকার। তৃণমূল কংগ্রেস তাঁকে আক্রমণ করে কারণ তাঁর মতবাদ আলাদা ছিল। এভাবে দীর্ঘ সময় ধরে চলে আসছে। তবে কংগ্রেস কি কোনও দুঃখ প্রকাশ করেছে? জিএমকে বা বামপন্থীরা এই ঘটনার নিন্দা জানিয়েছে?'

রাজ্যপালের কাছে বিজেপির স্মারকলিপি জমা

রাজ্যপালের কাছে বিজেপির স্মারকলিপি জমা

এদিকে নিমতার বিজেপি কর্মীর মায়ের মৃত্য়ুর ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে স্মারকলিপি জমা দিলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল৷ তাঁর প্রশ্ন, বিজেপি করে বলে কি কারোর বাঁচার অধিকার নেই? ঘটনার তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি৷

কী ঘটেছিল নিমতায়?

কী ঘটেছিল নিমতায়?

গত ২৬ ফেব্রুয়ারি রাতে নিমতার বাসিন্দা গোপাল মজুমদার ও তাঁর ৮৫ বছরের বৃদ্ধা মা শোভা মজুমদারকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ বিজেপির। সোমবার সকালে শোভা মজুমদারের মৃত্যু হয়। এরপরেই রাজ্য়পালের সঙ্গে দেখা করে বিজেপি মহিলা মোর্চার একটি প্রতিনিধিদল৷ যার নেতৃত্বে ছিলেন অগ্নিমিত্রা৷

স্মারকলিপিতে কী লিখেছে বিজেপি?

স্মারকলিপিতে কী লিখেছে বিজেপি?

স্মারকলিপিতে অগ্নিমিত্রারা লিখেছেন , 'শোভা মজুমদারের মৃত্য়ুতে আমরা গভীরভাবে শোকাহত৷ তৃণমূলের গুন্ডাবিহীন তাঁর উপর অত্য়াচার করে খুন করেছে৷ তাঁকে মাটিতে ফেলে হামলা, মারধর করা হয়৷ এমনকি, তাঁকে মুখ খুলতেও নিষেধ করা হয়৷ মুখ খুললে পরিস্থিতি খারাপ হবে বলে হুমকি দেওয়া হয়৷'

'শোভাদেবীও বাংলার একজন মেয়ে ছিলেন'

'শোভাদেবীও বাংলার একজন মেয়ে ছিলেন'

তিনি আরও লিখেছেন, শোভাদেবীও বাংলার একজন মেয়ে ছিলেন৷ কিন্তু বাংলার মেয়েকেই মারধর করছে তৃণমূল কংগ্রেস৷ পুলিশে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি৷ এবিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ৷ পুরো বিষয়ে নিষ্ক্রিয় তারা৷ মৃত্য়ুর ঘটনা প্রকাশ হতেই একের পর এক টুইট করে রাজ্য় সরকার ও মমতা বন্দ্য়োপাধ্য়েয়ের বিরুদ্ধে তোপ দেগেছেন অমিত শাহ থেকে অমিত মালব্য়৷ যদিও পুরো ঘটনার কথা অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে৷ শোভা মজুমদারকে মারধরের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করেছিল ব্য়ারাকপুর পুলিশ৷ অভিযুক্তরা আদালতে আত্মসমর্পণ করে৷

প্রচারের শেষ দিনে নন্দীগ্রামে রোড শো-তে অমিত শাহ ও শুভেন্দু অধিকারী

English summary
Narendra Modi raised Nimta's incident in Tamil Nadu while campaigning for BJP there
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X