For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এ কত আসন পাবে বিজেপি, রাখঢাক না রেখে খোলাখুলিই জানিয়ে দিলেন মোদী

২০১৯-এ কারা ক্ষমতা দখল করতে পারে, কে কত আসন পেতে পারে, তা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন তাঁর ‘ভবিষ্যদ্বাণী’।

Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা নির্বাচন নিয়েই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে লড়াই। শাসক ও বিরোধীপক্ষ উভয়েই নেমে পড়েছেন ময়দানে। শুরু হয়ে গিয়েছে প্রচার-যুদ্ধ। ২০১৯-এ কারা ক্ষমতা দখল করতে পারে, কে কত আসন পেতে পারে, তা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন তাঁর 'ভবিষ্যদ্বাণী'।

২০১৯-এ কত আসন পাবে বিজেপি, খোলাখুলি জানালেন মোদী

২০১৯ লোকসভা নির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরে নরেন্দ্র মোদী বলেন, ভাবনার কোনও অবকাশ নেই। আমরা আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসব। ২০১৪ সালে যে আসন পেয়েছিলাম, এবার তার থেকেও বেশি আসন পাবো। সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে দিলেন কত আসন তাঁরা পেতে পারেন।

প্রধানমন্ত্রীর ব্যাখ্যা, মানুষ কেন্দ্রে একটা শক্তিশালী, সুদৃঢ় সরকার চায়। আর সেই সরকার দিতে পারে একমাত্র বিজেপি। তিনি প্রকারান্তরে বুঝিয়েই দেন ২০টিরও বেশি দল নিয়ে এনডিএ হলেও, সেই এনডিএ-র প্রধান শক্তি বিজেপি অনেক বেশি ক্ষমতা ধরে। সেখানে ইউপিএ-র প্রধান শক্তি কংগ্রেস অনেক কম শক্তিশালী। তাই মানুষ কংগ্রেসের থেকে বিজেপিকেও বেছে নেবে স্থায়ী সরকারের জন্য।

আর এই পরিপ্রেক্ষিতেই নরেন্দ্র মোদীর অভিমত, ২০১৪ সালে যে আসন পেয়েছিল বিজেপি তথা এনডিও, এবার তার থেকেও বেশি আসন পেয়ে ক্ষমতায় ফিরবেন তাঁরা। উল্লেখ্য, ২০১৪ সালে একাই ২৮২টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। এনডিএ পেয়েছিল ৩৩৬টি আসন। অর্থাৎ বিজেপি একাই একক সংখ্যাগরিষ্ঠ দল।

যদিও পরবর্তী উপনির্বাচনগুলিতে বিজেপি সম্মিলিত বিরোধী শক্তির কাছে বারবার হার মেনেছে। ১০টি আসন তারা হারিয়েছে বিগত দিনে। মোদী বলেন, তবু আমি নিশ্চিত ২০১৪-র সব রেকর্ড ভেঙে দেবে বিজেপি। এবার এককভাবে তিন শতাধিক আসন পাবে বিজেপি। তার কারণ আমরা কাজ করে দেখিয়েছি। আগামী দিনে কাজ করে দেখাতে পারার মতো শক্তি একমাত্র তারাই।

[আরও পড়ুন:পাপ করছে বিজেপি! বিভাজনের রাজনীতির প্রতিফল শীঘ্রই, অমিতকে শরণার্থী-খোঁচা ফিরহাদের ][আরও পড়ুন:পাপ করছে বিজেপি! বিভাজনের রাজনীতির প্রতিফল শীঘ্রই, অমিতকে শরণার্থী-খোঁচা ফিরহাদের ]

তিনি এদিন বিরোধীদের মহাজোটকে কটাক্ষ করে বলেন, একটা আদর্শহীন ছন্নছাড়া জোট ছাড়া কিছু নয়। ওই ধরনের জোটতে মহাগোটবন্ধন বলা যায় না। বরং ওটা পলিটিক্যালি অ্যাডভেঞ্চার ছাড়া কিছু নয়। ওইভাবে কখনও রাষ্ট্রের উন্নয়ন ঘটানো যায় না। সকলের জন্য, দেশের জন্য ভালো কিছু করা যায় না।

[আরও পড়ুন: বিজেপির শক্তিবৃদ্ধি, জেলা পরিষদের বিরোধী দলনেতার দলবল নিয়ে যোগ পদ্মশিবিরে][আরও পড়ুন: বিজেপির শক্তিবৃদ্ধি, জেলা পরিষদের বিরোধী দলনেতার দলবল নিয়ে যোগ পদ্মশিবিরে]

English summary
Prime Minister Narendra Modi predicts how much seats BJP can occupy in 2019. He clears BJP will win Loksabha Election again and will get more seats than 2014.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X