For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেটলির বাজেট 'জনমুখী', সার্টিফিকেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

অর্থমন্ত্রী অরুণ জেটলি -র বাজেট পেশের পরেই তাঁকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

অর্থমন্ত্রী অরুণ জেটলি -র বাজেট পেশের পরেই তাঁকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী -র সাফ কথা দেশের ১২৫ কোটি মানুষের উন্নয়নের কথা মাথায় রেখেই তৈরি এই বাজেট।

প্রধানমন্ত্রী জানিয়েছেন , '১২৫ কোটি ভারতীয়কে শক্তিশালী করেছে এই বাজেট। এটা সাধারণ মানুষদের জন্য বন্ধুত্বপূর্ণ পাশাপাশি ব্যবসায়ীদেরও দিকটাও মাথায় রাখা হয়েছ। আমাদের কৃষকরা রেকর্ড শস্য ও আনাজপত্র উৎপাদন করেছে। আমরা কৃষকদের আরও শক্তিশালী করতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছি। '

জেটলির বাজেট 'জনমুখী', সার্টিফিকেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

এবারের বাজেটের মূল লক্ষ্য ছিল বিভিন্ন 'জনকল্যাণমূলক প্রকল্প'। যাতে দেশের গরীব মানুষদের জীবনযাত্রার মানোন্নয়ন একইসঙ্গে দলিতদের উন্নয়ন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, 'আমাদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে সরাসরি লাভবান হবেন দলিত, দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ। যাঁরা সমাজের পিছনে পড়া মানুষ তাঁরা লাভবান হবেন এই বাজেট থেকে। '

জেটলির বাজেট 'জনমুখী', সার্টিফিকেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

এছাড়াও তিনি আরও জানিয়েছেন,'লম্বা সময় ধরে ক্ষুদ্র , মাঝারি ও মাইক্রো এন্টারপ্রাইজরা অনেক করের বোঝা বইত, এই বাজেটে আমরা কর্পোরেট ট্যাক্স কমিয়েছি। এখন তাঁদের ৩০ শতাংশের বদলে মাত্র ২৫ শতাংশ কর দিতে হবে। '

জেটলির বাজেট 'জনমুখী', সার্টিফিকেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

এদিকে দেশের কৃষকদের কথা মাথায় রেখে বিভিন্ন জায়গায় যে পণ্যটি বেশি উৎপাদন হয় তার অনুযায়ি বিভিন্ন স্টোরেজ হাউস প্রসেসিং ও বিপণনের ব্যবস্থা করা হবে।

প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনায় গ্রাম ও গ্রাম্য হাটের মধ্যে যোগসূত্র বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছ। তাহলে উচ্চশিক্ষা স্বাস্থ্য পরিষেবাতেও জোর দিয়েছেন অরুণ জেটলি জানিয়েছেন নরেন্দ্র মোদী।

প্রয়োজন, তখনই ভাল পারফরম্যান্স দেখতে চান সবাই। ফাইনালের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। খেলার দিকে আমাদের নজর থাকবে।'

[আরও পড়ুন: অরুণ জেটলির বাজেট নিয়ে কতটা সরগরম রাজনৈতিক মহল,কী বললেন নেতামন্ত্রীরা][আরও পড়ুন: অরুণ জেটলির বাজেট নিয়ে কতটা সরগরম রাজনৈতিক মহল,কী বললেন নেতামন্ত্রীরা]

English summary
Narendra Modi praises Arun Jaitley's Union Budget ,says this budget will cater every segment of population
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X