For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মানবসেবাতেই মিলবে ঈশ্বরের আশীর্বাদ'- স্বামীজির ভাবনায় সওয়াল প্রধানমন্ত্রী মোদীর

আজ থেকে ১২৫ বছর আগে শিকাগো ধর্ম মহাসভায় হিন্দু ধর্মকে এক উচ্চতায় প্রতিষ্ঠিত করেছিলেন স্বামী বিবেকানন্দ, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায় উঠে এল তার বর্তমান তাৎপর্য

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

আজ থেকে ১২৫ বছর আগে ভারত থেকে আমেরিকায় গিয়ে বিশ্বকে দেখিয়ে এসেছিলেন ভারত কী, এবং হিন্দু ধর্মের মাহাত্ম্য কোথায়। কলকাতার সিমলা পল্লী থেকে বছর তিরিশেকর এক যুবক স্বামী বিবেকানন্দ এক নতুন পৃথিবীর সন্ধান দিয়েছিলেন।

'মানবসেবাতেই মিলবে ঈশ্বরের আশীর্বাদ'- স্বামীজির ভাবনায় সওয়াল প্রধানমন্ত্রী মোদীর

নদীর মত সময়ের স্রোত পেরিয়ে এখন ১২৫ বছর পরেও স্বামীজি আজ একইরকম প্রাসঙ্গিক। চিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির বক্তৃতার ১২৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে এসে একথাই ফের একবার মনে করিয়ে দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

'মানবসেবাতেই মিলবে ঈশ্বরের আশীর্বাদ'- স্বামীজির ভাবনায় সওয়াল প্রধানমন্ত্রী মোদীর

দিল্লির বিজ্ঞান ভবনে এক সেমিনারে এদিন বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। মোদী এদিন বলেন, 'একটা ৯/১১ তে বিশ্বকে শান্তির বাণী শুনিয়ে নতুন এক ভারতের খোঁজ বিশ্বকে দিয়েছিলেন আমেরিকার মাটিতে। ' শুধু এটাতেই থামেননি নরেন্দ্র মোদী, তিনি আরও বলেছেন আরেকটা ৯/১১তে আমেরিকাতেই বিশ্ব সন্ত্রাস দেখেছিল পৃথিবী। তাঁর মতে ভারতের হাতে সেই ভান্ডার রয়েছে যাতে তারা বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে পারে।

পাশাপাশি তিনি আরও বলেন ,রামকৃষ্ণদেবের শিষ্য হিসেবে তিনি বিশ্বকে নতুন এক হিন্দু ধর্মের সন্ধান দেন। মোদী বলেছেন স্বামীজি চাইলে নিজের নামে মিশন তৈরি করতে পারতেন, কিন্তু তিনি তা না করে বিশ্বের সামনে নিজের গুরুকে তুলে ধরেন। এই সব ছোট ছোট ঘটনাই প্রমাণ করে কত বড় মানুষ ছিলেন তিনি।

শুধু তাই নয়, স্বামীজি যেসময় হিন্দু ধর্মের নতুন রূপ পৃথিবীর সামনে তুলে ধরেছেন সে সময় গোটা ভারত কুসংস্কারে ডুবে ছিল। ধর্মীয় গোঁড়ামির উর্ধ্বে উঠে স্বামীজি জোর দিয়েছিলেন মানব সেবায়। বলেছিলেন মানবসেবাতেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া সম্ভব। প্রধানমন্ত্রী মোদীজি বলেছেন, স্বামীজির এই ভাবনা আজও একইরকম প্রাসঙ্গিক। তিনি বলেছেন এই ভাবনাকে নিয়ে এখনও কার্যকর করে এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে।

বিশ্বের বিভিন্ন প্রান্তেই যখন ভারতীয়রা যান তখন স্বামীজি-রবীন্দ্রনাথের দেশের মানুষ হিসেবে তাঁরা সম্মান পান। শুধু এই সম্মান নিলেই চলবে না। তাঁদের আর্দশগুলো জীবনে কার্যকর করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদী।

English summary
Narendra Modi pays tribute to Swami Vivekananda on 125 th anniversary of Chicago speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X