For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস কোথা থেকে এই 'নমুনাটিকে' এনেছে : রাহুল প্রসঙ্গে বললেন মোদী

Google Oneindia Bengali News

কংগ্রেস কোথা থেকে এই 'নমুনাটিকে' নিয়ে এল : রাহুল প্রসঙ্গে বললেন মোদী
খেরালু, ভাটিন্ডা, ২৯ এপ্রিল: কংগ্রেস সহ সভাপতি ও বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থীর মধ্যে বাকযুদ্ধ অব্যাহত রয়েছে। রাহুল গান্ধীকে এবার 'নমুনা' বলে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। এমনকী গুজরাট সম্পর্কে রাহুলবাবার ধারণা খুব কম বলেও রসিকতার ছলে রাহুলকে আক্রমণ করেন মোদী। কংগ্রেস সহ সভাপতি তার প্রত্যুত্তরে অভিযোগ করেন, বিজেপি দুর্নীতি প্রসঙ্গে দুমুখো পন্থা নিচ্ছে এবং কিছু নির্দিষ্ট শিল্পপতিদের সাহায্য পাইয়ে দিচ্ছে।

সম্প্রতি গুজরাতে রাহুল জনসভা করেন। সেখানে তিনি বলেন, রাজ্যে ২৭০০০ কোটি শূণ্যপদ রয়েছে। এবং লোকায়ুক্ত গুজরাতে কার্যকর নয়। নইলে এতদিনে নরেন্দ্র মোদীর জেলে থাকার কথা। রাহুলের এই মন্তব্যের জেরে তাঁকে আগেই জনপ্রিয় কৌতুকশিল্পীর চেয়েও মজাদার বলে ব্যঙ্গ করেছিলেন মোদী। মিথ্যা তথ্য দেওয়ার জন্য রাহুলকে তীব্রভাষায় আক্রমণ করেন মোদী। তাঁর অভিযোগ, তিনি কখও চা বিক্রি করতেন কি না তা জানতে এখনও পর্যন্ত ১০০ জন গুপ্তচরকে তাঁর গ্রাম ভদনাগরে পাঠিয়েছে কংগ্রেস।

এদিন খেরুলা শহরে একটি জনসভায় বক্তব্য রাখতে উঠে নরেন্দ্র মোদী বলেন, "যদি মানসিক চাপ কাটাতে চান, তাহলে রাহুল গান্ধীর বক্তৃতা শুনুন। ওনার অঙ্কের হিসাবে গুজরাতে ২৭০০০ কোটি শূণ্যপদ আছে। এটা কী করে সম্ভব? গোটা গুজরাটেই তো মোট জনসংখ্যা মাত্র ৬ কোটি। কংগ্রেস কোথা থেকে এই ধরণের নমুনা এনেছে? প্রশ্ন মোদীর।"

যদিও নরেন্দ্র মোদীর আক্রমণের সরাসরি কোনও উত্তর না দিলেও সেই এক নিয়ম মাফিক গতে নরেন্দ্র মোদীর সমালোচনা ও বিজেপিকে আক্রমণ করে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী বলেন, "এনডিএ জমানায় মাত্র ২-৩ জন শিল্পপতিই লাভবান হয়েছেন। যাকে ওঁরা 'ইন্ডিয়া সাইনিং' আখ্যা দিয়েছেন। সরকার মালিকাধীন সংস্থাকে হাজার কোটি টাকার উপহার দেওয়া হয়েছে। বালকে, সরকার মালিকাধীন এই সংস্থা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বন্ধু তথা বিজেপি নেতা প্রমোদ মহাজনকে দেওয়া হয়েছিল" বলে মন্তব্য করেন রাহুল।

একইসঙ্গে রাহুল গান্ধীর অভিযোগ, নরেন্দ্র মোদী ৪৫০০০ একরের একটি জমি, প্রতি মিটার ১ টাকা দরে আদানি গোষ্ঠীকে দিয়েছে। মোদীর প্রশংসিত গুজরাত মডেলের সাফল্যকে খারিজ করে রাহুল বলেন, ২৬০০০ কোটি টাকার আর্থিক সুবিধা এক শিল্পপতিতে পাইয়ে দেন মোদী। একইসঙ্গে প্রায় ৩৫০০০ কোটি টাকার সুবিধা আদানি গোষ্ঠীকে পাইয়ে দিয়েছিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদী।

English summary
Narendra Modi on Rahul Gandhi: 'Where did Congress get this specimen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X