For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারা দেশে #Note Ban নিয়ে কী জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জেনে নিন

দেশবাসীর কাছে মোদীর দাবি, ৩০ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রকে সময় দিন। আমরা সমস্যার সমাধান না করতে পারলে যে কাঠগড়ায় আমাকে দাঁড় করাবেন, যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। এদিন আর কী বললেন মোদী তা জেনে নিন।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

পানাজি, ১৩ নভেম্বর : গোয়ায় এক সরকারি অনুষ্ঠান উপলক্ষে হাজির হয়ে সারা দেশে নোট বাতিল করা প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর একইসঙ্গে সরকারের সদিচ্ছা ব্যক্ত করার পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল ও কালো টাকার কারবারিদের একহাত নিলেন প্রধানমন্ত্রী। এদিন তিনি একেবারে সরাসরি দুর্নীতিপরায়ণ মুষ্টিমেয় শ্রেণিকে আক্রমণ করেছেন।

দেশবাসীর কাছে মোদীর দাবি, ৩০ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রকে সময় দিন। আমরা সমস্যার সমাধান না করতে পারলে যে কাঠগড়ায় আমাকে দাঁড় করাবেন, যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তবে দুর্নীতিবাজদের ছাড়ব না। কথা দিচ্ছি। এদিন আর কী কী বললেন প্রধানমন্ত্রী তা জেনে নিন সবিস্তারে।

সারা দেশে #Note Ban নিয়ে কী জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী

  • ৮ তারিখ রাত ৮টার সময়ে দেশের কোটি কোটি লোক শান্তিতে শুয়ে পড়েছিলেন। আর কয়েক লক্ষ লোক ঘুমের ওষুধ কিনতে গিয়েও পাননি।
  • আমি ৮ তারিখ কালো টাকা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছি।
  • কেউ কেউ নিজের খেয়ালে মজে রয়েছেন। তারা নিজেদের মতো করে পরিস্থিতি বিচার করছেন। আমার আগেই যদি এই পদক্ষেপ করা হতো তাহলে সমস্যা হতো না।
  • ২০১৪ সালে আপনারা দুর্নীতির বিরুদ্ধে আমাদের ভোট দিয়েছেন। আপনারাই কালো টাকার বিরুদ্ধে পদক্ষেপ করতে বলেছেন। তাহলে আমার কি উচিত ছিল না পদক্ষেপ করার?
  • এই সরকার ক্ষমতায় আসার পর সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে স্পেশাল তদন্তকারী দল তৈরি করি। তারা ৬ মাস পরপর সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেয়।
  • আমি প্রথম থেকেই কালো টাকার বিরুদ্ধে লড়ার কথা বলেছিলাম। দেশবাসীকে অন্ধকারে রেখে কোনও কাজ করিনি। বিভিন্ন দেশের সঙ্গে নতুন চুক্তি করে কালো টাকার উৎস সন্ধানের চেষ্টা করেছি। তাতে আমরা সফল।
  • আমরা আইন করেছি, বেনামী সম্পত্তি হলেই আমরা তা বাজেয়াপ্ত করব। এই সম্পত্তি দেশের, দেশের গরিবের। আমার সরকার গরিবের সাহায্য করবে, আমি শেষ পর্যন্ত তা করে যাব।
  • সোনার দোকানেও নগদে বিল ছাড়া লেনদেন চলছিল। এটা বন্ধ করার জন্য আমরা নিয়ম বানিয়েছি, ২ লক্ষ টাকার বেশি সোনার জিনিস কিনলে আপনাকে প্যান নম্বর দিতে হবে। দেশের প্রচুর সাংসদ আমাকে মুখে বলেছে অথবা চিঠি লিখেছে এই নিয়ম না করতে। এটা ৭০ বছরের রোগ, আমরা ১৭ মাসে সারিয়েছি।
  • আমি চেয়াসে বসার জন্য জন্মাইনি। আমি ঘর, পরিবার সবকিছু দেশের জন্য ছেড়েছি।
  • অনেকে রয়েছেন যারা বিপাকে পড়ে নিয়ম ভেঙেছেন। আমি তাদের বলেছিলাম কর দিয়ে পুরো টাকা সাদা করে নিতে। অনেকে করেছেন। ফলে ৬৭ হাজার কোটি টাকা সরকারের কোষে এসেছে। এছাড়া আয়কর হানা চালিয়ে ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকাও রাজকোষে জমা হয়েছে।
  • আমরা ২০ কোটি গরিব পরিবারকে রুপি কার্ড বা ডেবিট কার্ড দিয়েছি। জনধন যোজনা করে গরিবদের আর্থিক ছাতার তলায় আনার চেষ্টা করেছি। আমি ধীরে ধীরে আর্থিক অবস্থা শোধরানোর জন্য পদক্ষেপ করছিলাম। তখন লোকে বুঝতে পারেনি মোদী কি করতে চলেছে। এখন সকলে বুঝতে পারছেন।
  • আমি শূন্য টাকা দিয়ে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে বলেছিলাম। তবে গরিবরা ব্যাঙ্কে ৪৫ হাজার কোটি টাকা জমা করেছেন।
  • আমরা সিক্রেট অপারেশন করেছিলাম। ১০ মাস ধরে কাজ করছিলাম। একটি দল তৈরি করেছিলাম। খুবর গোপনে কাজ করেছি। জানতে পারলে অনেকে আখের গুছিয়ে নিতেন। আর ৮ নভেম্বর দেশকে সমস্ত কিছু জানিয়েছি।
  • সকলের অসুবিধা হচ্ছে জানি। তবে সকলে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। গত চারদিন ধরে সকলে পা ব্যথা করেও লাইনে দাঁড়িয়ে টাকা তুলছেন। সকলে বলছেন, দেশের ভালোর জন্য এটা তারা করবেন। সকলে খুশি মনে গর্বের সঙ্গে দেশের হয়ে কাজ করছেন।
  • আমি ব্যাঙ্কের সমস্ত কর্মচারীকে অভিনন্দন জানাচ্ছি। দেশের যুবকদের অভিনন্দন যারা ব্যাঙ্কের বাইরে স্বেচ্ছাসেবক সেজে নিজের সময় ও টাকা ব্যয় করে এই মহান উদ্যোগকে সফল করার চেষ্টা চালাচ্ছেন।
  • দেশে ভোট হলেও কারও নাম বাদ যায়, কেউ ভোট দিতে পারেন না। পুরো ভোট প্রক্রিয়া শেষ হতে ৯০ দিন লাগে। তবে আমি মাত্র ৫০ দিন চেয়েছি। ৩০ ডিসেম্বরের পর যদি দেখেন আমার কোনও ভুল হয়েছে, আমার কোনও অসৎ উদ্দেশ্য ছিল তাহলে দেশবাসী আমাকে যেখানে বলবেন, আমি সেখানে গিয়ে দাঁড়াব। যদি সবকিছু ঠিক না থাকে, তাহলে যে সাজা দেবে জনগণ তা মাথা পেতে নেব।
  • দেশের কোটি কোটি জনগণের ভবিষ্যতের প্রশ্ন এতে জড়িয়ে রয়েছে। সারা পৃথিবী এগিয়ে চলেছে। আমরা পিছিয়ে থাকলে যুবসমাজের সমস্যা সমাধান হবে না। আমি সকলের সমস্যা বুঝছি। তবে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় দিন। আমার বিশ্বাস রয়েছে আমরা পারব।
  • আপনারা ভাবতেও পারবেন না কাদের কাদের এই নোট বাতিলের ফলে সমস্য়া হচ্ছে। আগে গঙ্গায় কেউ চার আনা ফেলত না, এখন মানুষ নোট ফেলছে। বৃদ্ধ মায়েরা আমাদের আশীর্বাদ করছে। বলছে, ছেলে-বৌমারা ব্যাঙ্কে এসে আড়াই লাখ টাকা করে ফেলে যাচ্ছে।
  • আগে অনেকে ২জি কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি করে বেরিয়েছেন। আর এখন মাত্র ৪ হাজার টাকা বদলাতে ব্যাঙ্কে লাইনে দাঁড়াতে হচ্ছে।
  • সৎ মানুষদের কোনও সমস্যা হবে না। আমজনতার ৫০০ টাকার বা হাজার টাকার নোটের পুরো মূল্যই সকলে পাবেন। আর কেউ যদি ভাবেন যা হবে পরে দেখে নেব, তাহলে বলছি আমাকে দেখে রাখুন। যে নোট বাড়িতে রয়েছে সেগুলিকে কাগজের নোটই ভেবে রাখুন। সেগুলি নিয়ে কায়দা করতে গেলে আপনারা আরও সমস্যায় পড়বেন।
  • দেশে টাকা নিয়ে বেইমানি বন্ধ করতে আমার মাথায় অনেক প্রকল্প চলছে। এটা দেশের গরিব মানুষের কথা ভেবে করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের সঞ্চিত হাড়ভাঙা পরিশ্রম করা অর্থ তারা নিজেদের জন্য খরচ করবেন, এটাই আমি চাই।
  • দেশবাসী আমাকে ৫০ দিন সময় দিন, আমি কালো টাকা গচ্ছিতকারীদের বুঝে নেব। কাউকে ছাড়ব না। আপনারা ভরসা রাখতে পারেন।
English summary
Narendra Modi on #Note Ban : PM takes on opposition and black money holders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X