For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহেই অযোধ্যা যাবেন নরেন্দ্র মোদী! রামমন্দির ট্রাস্টের বৈঠকের পর জল্পনা তুঙ্গে

Google Oneindia Bengali News

করোনা আবহে দীর্ঘ আড়াই মাস বন্ধ ছিল মন্দির, মসজিদ সহ দেশের সব ধর্মস্থানের দরজা। এরপর আনলক-১ শুরু হতেই কয়েকদিন আগেই শুরু হয় অযোধ্যায় শুরু হয় রামমন্দিরের নির্মাণ প্রক্রিয়া। করোনা আবহেই অযোধ্যায় শুরু হয় এই কাজ। এরই মাঝে রাম মন্দির নির্মাণে ভূমিপূজার জন্য আগামী ৫ অগাস্ট অযোধ্যা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাম জন্মভূমিতে সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি রাম মন্দির ট্রাস্টের বৈঠকে জোরাল হয়েছে এমন জল্পনাই।

রামমন্দির ট্রাস্টের বৈঠক

রামমন্দির ট্রাস্টের বৈঠক

এদিন অযোধ্যার সার্কিট হাউসে ট্রাস্টের বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠকে উপস্থিত ছিলেন উত্তররপদেশের অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ কে অবস্থি ও অন্যান্যরা। বৈঠকে রাম মন্দির ট্রাস্টের মোট ১৫ সদস্য রয়েছেন। এদের মধ্যে ১২ সদস্য বৈঠকে সরাসরি যোগ দেবেন। বাকীরা থাকবে অনলাইনে। বৈঠকে থাকছেন ট্রাস্টের চেয়ারম্যান মহন্ত নিত্য গোপাল দাস, ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি, সাধারণ সম্পাদক সম্পত রাই।

অযোধ্যায় উপস্থিত ইঞ্জিনিয়ররা

অযোধ্যায় উপস্থিত ইঞ্জিনিয়ররা

ট্রাস্টের বৈঠক উপলক্ষ্যে অযোধ্যায় আগেই এসে উপস্থিত হয়েছিলেন রাম মন্দির নির্মাণ কমিটির প্রধান নৃপেন্দ্র মিশ্র। এসেছেন একদল ইঞ্জিনিয়ার। এই নৃপেন্দ্র মিশ্র একসময় ছিলেন প্রধানমন্ত্রী মুখ্য সচিব। প্রধানমন্ত্রীর পরামর্শে তিনি হয়তো মন্দির নির্মাণের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করতে পারেন।

করোনা বাধা কাটিয়ে নির্মাণকাজ

করোনা বাধা কাটিয়ে নির্মাণকাজ

করোনা বাধা কাটিয়ে অবশেষে ১০ জুন থেকে শুরু হয় অযোধ্যার রাম মন্দির নির্মাণ। নির্মাণের সাজে করোনা বিধি মেনে সীমিত সংখ্যক শ্রমিকের থাকার অনুমতি দেওয়া হয়েছিল। তবে সোমবার লাদাখ সীমান্তে ২০ জন জওয়ান শহিদ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে নির্মাণ কাজের জন্য। আপাতত কাজ স্থগিত রাখা হচ্ছে।

রাম দর্শন

রাম দর্শন

তবে নির্ণাণ কাজ বন্ধ থাকলেও খোলা থাকবে মন্দির। রাম মন্দির নির্মাণের জন্য রাম লাল্লার মূর্তি যে বিকল্প জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেখানে খোলা থাকবে মন্দির। তার দর্শন এবং পুজো করতে পারবেন ভক্তরা। মন্দির খোলা থাকবে সকাল ৮টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৬ টা।

English summary
Narendra Modi might visit Ayodhya amid Coronavirus on the occassion of Ram Janmabhoomi Bhumipujan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X