For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবারও দুটি আসন থেকেই লোকসভা ভোটে লড়বেন প্রধানমন্ত্রী মোদী! তবে কোন দুটি জানেন কি

আগামী লোকসভা নির্বাচনেও দুটি কেন্দ্র থেকেই সম্ভবত লড়াই করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

আগামী লোকসভা নির্বাচনেও দুটি কেন্দ্র থেকেই সম্ভবত লড়াই করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মোদী ২০১৪ সালে যে দুটি আসন থেকে লড়েছিলেন, সেই দুটি আসন থেকেই লড়াই করতে চলেছেন। অর্থাৎ বর্তমানে বারাণসী আসনের সাংসদ মোদী এর পাশাপাশি ভডোদরা আসন থেকেও এবার দাঁড়াচ্ছেন।

গুজরাত থেকে সংসদে

গুজরাত থেকে সংসদে

গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালেই প্রথমবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসনেই জেতেন ও কেন্দ্রে ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী হন।

ভদোদরায় জয়

ভদোদরায় জয়

ভদোদরা থেকে মোদী ২০১৪ সালে বিপুল ভোটে জেতেন। তিনি পান ৮.৫ লক্ষ ভোট। বিপক্ষ কংগ্রেসের প্রার্থী মধুসূদন মিস্ত্রি পান ২.৭৫ লক্ষ ভোট। তৃতীয় স্থানে থাকা আম আদমি পার্টি প্রার্থী সুনীল দিগম্বর কুলকার্নি পান মাত্র ১০ হাজার ভোট।

বারাণসীতে জয়ী

বারাণসীতে জয়ী

বারাণসীতে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লড়ে মোদী পান ৫.৮ লক্ষ ভোট। কেজরিওয়াল পান ২.১ লক্ষ ভোট। কংগ্রেস প্রার্থী পান মাত্র ৭৫ হাজার ভোট। বিএসপি পায় ৬০ হাজার ও এসপি পায় ৪৫ হাজার ভোট।

[আরও পড়ুন; ২০১৯ ভোটের আগে মুনমুনের সঙ্গে কফি খেতে চান বাবুল! পার্টিগত দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেলন বিজেপি সাংসদ ][আরও পড়ুন; ২০১৯ ভোটের আগে মুনমুনের সঙ্গে কফি খেতে চান বাবুল! পার্টিগত দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেলন বিজেপি সাংসদ ]

ভদোদরায় জয় বিজেপিরই

ভদোদরায় জয় বিজেপিরই

দুটি কেন্দ্রে জেতায় একটি কেন্দ্র ছেড়ে দিতে হয় মোদীকে। তিনি বারাণসী ধরে রেখে ভদোদরা ছেড়ে দেন। সেখান থেকে উপনির্বাচনে বিজেপি প্রার্থী রঞ্জনবেন ধনঞ্জয় জিতে সাংসদ হন।

[আরও পড়ুন: ইভিএম নিয়ে ২১ দলের আর্জি সুপ্রিম কোর্টে, কমিশনকে কী নির্দেশ আদালতের][আরও পড়ুন: ইভিএম নিয়ে ২১ দলের আর্জি সুপ্রিম কোর্টে, কমিশনকে কী নির্দেশ আদালতের]

English summary
Narendra Modi may contest Lok Sabha Elections 2019 from Varanasi and Vadodara both
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X