For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫ জুনের পর মন্ত্রীসভা সম্প্রসারণের সম্ভাবনা, ২৫ জন নতুন মুখ নিতে পারেন মোদী

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী
নয়াদিল্লি, ২৯ মে: ১৫ জুনের পর মন্ত্রীসভার সম্প্রসারণ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও ২৫ জনকে মন্ত্রী করার কথা ভাবা হচ্ছে। তবে তারা কারা, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

এই মুহূর্তে নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় রয়েছেন ৪৫ জন। আরও ২৫ জন মন্ত্রী হলে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৭০ জন। শোনা যাচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হবে তাঁরই আস্থাভাজন কাউকে। এখন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই দায়িত্ব সামলাচ্ছেন। গতকালই অরুণ জেটলি বলেছিলেন, নতুন প্রতিরক্ষামন্ত্রী নিযুক্ত হলেই তিনি দায়িত্ব ছেড়ে দেবেন। তার পর বৃহস্পতিবারই মন্ত্রীসভা সম্প্রসারণের খবর জানা গেল।

বিজেপি ছাড়াও বাকি দুই শরিক তেলুগু দেশম পার্টি (টিডিপি) ও শিবসেনার কিছু সাংসদ মন্ত্রিত্ব পাবেন। অধিকাংশই অবশ্য রাষ্ট্রমন্ত্রী হবেন। প্রথম দফায় মন্ত্রিত্ব বণ্টনের পর বিজেপি-র সঙ্গে মন কষাকষি হয়েছিল শিবসেনার। কারণ শিবসেনার অনন্ত গীতেকে ভারী শিল্পের দায়িত্ব দেওয়ায় তিনি বেঁকে বসেন। শেষে নরেন্দ্র মোদী ফোন করেন উদ্ধব ঠাকরেকে। শিবসেনা সুপ্রিমো নিজে কথা বলেন অনন্ত গীতের সঙ্গে। আর তার পরই আবার সুর নরম করেন এই বিক্ষুব্ধ মন্ত্রী।

নরেন্দ্র মোদী বলেছেন, কাজই হবে মন্ত্রিত্ব ধরে রাখার একমাত্র মাপকাঠি। বোঝা যাচ্ছে, কেউ কাজ না করলে পরবর্তী সময়ে তাঁকে মন্ত্রীসভা ছেঁটে ফেলতে পারেন তিনি। বৃহস্পতিবার মন্ত্রীদের ১০০ দিনের কাজের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তিনি। বলেছেন, ১০০ দিন পর কাজের মূল্যায়ন করবেন।

এদিন ঠিক সকাল দশটায় নিজের অফিসে চলে আসেন নরেন্দ্র মোদী। প্রথমে কিছু ফাইলে চোখ বুলোন। তার পর সচিবদের নিয়ে বৈঠক করেন। কাজের ব্যাপারে পরামর্শ দেন। বলেছেন, কারও কোনও অসুবিধা হলে যেন সরাসরি তাঁর সঙ্গে এসে কথা বলেন।

English summary
Narendra Modi likely to expand his cabinet after June 15, may induct 25 new ministers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X