For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্ম পরিবর্তন রোধে আসছে বিল! আরও একটা ঐতিহাসিক পদক্ষেপের প্রহর গোনা শুরু

ফের আরও একটি ঐতিহাসিক পদক্ষের নিতে চলেছে কেন্দ্রের মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার ধর্ম পরিবর্তন রুখতে এবার বিল আনতে পারে।

Google Oneindia Bengali News

ফের আরও একটি ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রের মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার ধর্ম পরিবর্তন রুখতে এবার বিল আনতে পারে। সেই সম্ভাবনা রয়েছে সংসদের পরবর্তী অধিবেশনেই। বিশেষ সূত্রে জানা গিয়েছে, মোদী সরকার ইতিমধ্যে এই বিল আনার প্রস্তুতি শুরু করে দিয়েছে।

ধর্মীয় রূপান্তর রোধে বিল

ধর্মীয় রূপান্তর রোধে বিল

নতুন যে বিল আনার ভাবনা রয়েছে, তার মধ্যে ধর্মীয় রূপান্তর রোধ বিল নিয়েই পরিকল্পনা চলছে রীতিমতো। সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত হওয়ার অল্প সময়ের মধ্যেই সরকার জম্মু ও কাশ্মীরের পুনর্গঠন বিল পাস করেছে, যা রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল- জম্মু-কাশ্মীর ও লাদাখে রূপান্তরিত করেছে।

সংসদের ইতিহাসে অন্যতম সেরা

সংসদের ইতিহাসে অন্যতম সেরা

এছাড়়াও মুসলিম মহিলাদের অধিকার সংরক্ষণ বিল আনা হয়েছে। যে বিলে ট্রিপল তালাককে অপরাধ হিসেবে গণ্য করা হবে। উভয় বিল লোকসভা ও রাজ্যসভায় পাস হয়েছে এবং আইনে পরিণত হয়েছে রাষ্ট্রপতির অনুমোদন দ্বারা। সংসদের দুই কক্ষের অধ্যক্ষ যথাক্রমে ওম বিড়লা এবং এম ভেঙ্কাইয়া নাইডু বলেন যে সাম্প্রতিক অধিবেশনটি সংসদের ইতিহাসে অন্যতম সেরা।

লোকসভার ‘সোনার অধিবেশন'

লোকসভার ‘সোনার অধিবেশন'

ওম বিড়লা এবারের অধিবেশনকে লোকসভার ‘সোনার অধিবেশন' আখ্যা দিয়ে বলেন, এবার ৩৫টি বিল পাস হয়েছে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রলাদ যোশীর মতে, সংসদের এই অধিবেশন চলাকালীন ৯৯% সরকারী ব্যবসা সম্পন্ন হয়। এবার পরবর্তী অধিবেশনের জন্য চমক আনতে চলেছে মোদী সরকার।

English summary
Narendra Modi-led NDA government can bring a bill to prevent the conversion of religion. This will be more aggressive step of Modi government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X