For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের কি নোট বাতিলের পথে মোদী সরকার, ২০০০ টাকার নোট নিয়ে কেন্দ্রের পদক্ষেপে জল্পনা

গত দুবছরে দেশে ২০০০ টাকার নোট (currency) ছাপানো হয়নি। এদিন এমনটাই জানানো হয়েছে লোকসভায়। এক প্রশ্নের উত্তরে নরেন্দ্র মোদী (narendra modi) সরকারের অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ২০১৮-র ৩০ মার্

  • |
Google Oneindia Bengali News

গত দুবছরে দেশে ২০০০ টাকার নোট (currency) ছাপানো হয়নি। এদিন এমনটাই জানানো হয়েছে লোকসভায়। এক প্রশ্নের উত্তরে নরেন্দ্র মোদী (narendra modi) সরকারের অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ২০১৮-র ৩০ মার্চ দেশে ২০০০ টাকার নোট ছিল ৩৩৬২ মিলিয়ন। যা ছিল সেই সময় মোট নোটের ৩.২৭ শতাংশ এবং ব্যবহারের ৩৭.২৬ শতাংশ।

বাড়িতে পৌঁছে যাবে রেশন, হবে হাজার হাজার চাকরি, ভোটের মুখে প্রতিশ্রুতির বন্যা মমতারবাড়িতে পৌঁছে যাবে রেশন, হবে হাজার হাজার চাকরি, ভোটের মুখে প্রতিশ্রুতির বন্যা মমতার

দেশে কমছে ২০০০ টাকা নোট

দেশে কমছে ২০০০ টাকা নোট

ছাপানো বন্ধ হয়ে যাওয়ায় ২০২১-এর ২৬ ফেব্রুয়ারির নিরিখে আগের তুলনায় দেশে ২০০০ টাকার নোটের সংখ্যা কমেছে। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী এখন দেশে ২৪৯৯ মিলিয়ন ২০০০ টাকার নোট রয়েছে। যা মোট নোটের ২.০১ শতাংশ এবং ব্যবহারের ১৭.৭৮ শতাংশ।

ছাপানোর সিদ্ধান্ত নির্ভর করে কেন্দ্রের ওপরে

ছাপানোর সিদ্ধান্ত নির্ভর করে কেন্দ্রের ওপরে

কোনও একটি নির্দিষ্টমানের নোট ছাপানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। তবে সেব্যাপারে তারা রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করে নেয়। সাধারণ মানুষের মধ্যে চাহিদার কথা ভেবেই এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গত ২০১৯-২০ এবং ২০২০-২১ সালে ২০০০ টাকার নোট ছাপানোর ব্যাপারে কোনও নির্দেশ পাওয়া যায়নি কেন্দ্রের তরফে। ফলে কেন্দ্র কী ভবিষ্যতে এই ২০০০ টাকার নোট বাতিল করতে পারে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

আগেই ছাপানো কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক

আগেই ছাপানো কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক

২০১৯-এর রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল ২০১৬-১৭ সালে ৩, ৫৪২.৯৯১ মিলিয়ন ২০০০ টাকার নোট ছাপানো হয়েছিল। যদিও ২০১৭-২৮ সালে সংখ্যাটা নেমে আসে ১১১.৫০৭-এ। ২০১৮-১৯ সালে ছাপানো হয়েছিল ৪৯.৬৯০ মিলিয়ন ২০০০ টাকার নোট। কালো টাকার ওপরে রাশ টানতেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর।

২০১৬-র নভেম্বরে দেশে চালু হয় ২০০০ টাকার নোট

২০১৬-র নভেম্বরে দেশে চালু হয় ২০০০ টাকার নোট

২০১৬ সালের নভেম্বর সেই সময়ে চালু ৫০০ ও ১০০০ টাকার নোট তুলে নেওয়ার পরে ২০০০ টাকার নোট চালু করা হয়েছিল। সেই সময়ে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, কালো টাকা এবং জাল টাকার ওপর রাশ টানতে এই সিদ্ধান্ত। বাজার এই সময় ২০০০ টাকার নোট ছাড়াও ১০, ২০, ৫০, ১০০, ৫০০ টাকার নোট চালু রয়েছে।

English summary
Narendra Modi led Central Govt says Rs 2000 currency notes have not been printed in last two years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X