For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪০ লক্ষ মানুষের বসবাস স্থানকে বৈধতার দেওয়ার মাধ্যমে দিল্লি নির্বাচনের দামামা বাজালেন মোদী

৪০ লক্ষ মানুষের বসবাস স্থানকে বৈধতার দেওয়ার মাধ্যমে দিল্লি নির্বাচনের দামামা বাজালেন মোদী

Google Oneindia Bengali News

২০২০ সালে অনুষ্ঠিত হতে চলেছে দিল্লি বিধানসভা নির্বাচন। আর তার আগ আজকে দিল্লির রামলীলা ময়দান থেকে সেই নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের এই সভা থেকে দিল্লির অনুমোদন না পাওয়া ১৭০০ কলোনির প্রায় ৪০ লক্ষ মানুষকে তাদের বাসস্থানের বৈধতা দেওয়ার মাধ্যমে দিল্লি নির্বাচনী প্রচারের দামামা বাজালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১৭০০ কলোনিকে বৈধতা

১৭০০ কলোনিকে বৈধতা

আজকে দিল্লির কলোনিগুলিতে বসবাসরত ৪০ লক্ষ মানুষকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, 'যখন জীবন থেকে অনিশ্চয়তা দূর হয়ে যায় তখন মানুষ কত খুশি হয় তা আমি আপনাদের চোখে মুখে দেখতে পাচ্ছি। দি্ললির ৪০ লক্ষ মানুষ আজ নিজেদের নামে থাকার স্থান পাবে। নিজের জমি, নিজের বাড়ি পাবেন। এখন থেকে এই সবকিছুর উপর আপনার সম্পূর্ণ অধিকার পেলেন। আপনাদের আমি অভিনন্দন জানাচ্ছি। এই রামলীলা ময়দান অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থেকেছে। এই ময়দানেই আজ দিল্লির সব কোণা থেকে আপনারা এসে আমাদের আশীর্বাদ দিতে আসায় আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি।'

কলোনি ইস্যুতে বিরোধীদের তোপ

কলোনি ইস্যুতে বিরোধীদের তোপ

কলোনি ইস্যুতে বিরোধীদের তোপ দেগে মোদী বলেন, 'দিল্লির এই লোকদের এতদিন যারা এই আনন্দ থেকে বঞ্চিত রেখেছিল তারা আজ একটু দেখুক রামলীলা ময়দানে এসে। এত দিন ধরে সবাই মিথ্যা আস্বাসন দিয়ে আপনাদের ভুল বুঝিয়েছে। আমরা এবাই এই সমস্যার স্থায়ী সমাধান করছি। আমরা এই বছর মার্চে এই কাজ শুরু করি। আর অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করি। আর শীতকালীন অধিবেশনে সংসদের দুই কক্ষেই আমরা এই সংক্রান্ত বিল পাশ করিয়েছি। দিল্লিতে ১৭০০-র বেশি কলোনির সীমা চিহ্নিত করেছি। আমরা কাজ আটকে রাখার পক্ষে নই। আমরা কাজ এগিয়ে নিয়ে যাওয়াতে বিশ্বাসী।'

আম আদমি পার্টিকে আক্রমণ

আম আদমি পার্টিকে আক্রমণ

মোদি আম আদমি পার্টিকে আক্রমণ করে বলেন, 'আমি যখন আপনাদের জন্য কাজ করছিলাম তখন এরা উল্টে বাধা সৃষ্টি করছিল। কিন্তু ওরা ভুলে গিয়েছিল যে আমার নাম 'মোদী'। দিল্লির সব থেকে ভালো এলাকাগুলিতে আমাদের বিরোধীরা ২০০০-র বেশি বাংলো তাদের বন্ধু ও সহযোগীদের দিয়েছে। আর এত বছর ধরে আপনাদের এই কাজটা সম্পন্ন করতে পারলেন না। আমার জন্য এই দেশের ভিআইপি সাধারণ মানুষ। আমি চাই যে দিল্লির লোক ভালো ভাবে থাকতে পারে ও পরিবহণ ব্যবস্থা আরও ভালো হোক সেই দিকে নজর দিয়েই কেন্দ্র কাজ করে গিয়েছে।'

দিল্লির জন্য কেন্দ্রের প্রকল্পের খতিয়ান

দিল্লির জন্য কেন্দ্রের প্রকল্পের খতিয়ান

পাশাপাশি দিল্লির জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্পের খতিয়ান দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'আগামী বছরের মধ্যে দিল্লি মেট্রের ৭০ কিলেমিটার পথের কাজ করতে বদ্ধপরিকর বিজেপি। আমরা ফেজ ফোর নিয়েও কাজ করছি। তবে রাজ্য সরকার এই নিয়ে ভাবতে রাজি নয়। দিল্লির দূষণ কমাতে আমরা অনবরত কাজ করে যাচ্ছি। আমরা কয়েকশ সিএনজি স্টেশন বসিয়েছি। ইটভাটাগুলিকেও নতুন প্রযুক্তি দিয়েছি যাতে কম হয় দূষণের এই সমস্যা। বর্তমান দিল্লি সরকার মানুষের জলের সমস্যা মেটাতে ব্যর্থ। পাশাপাশি ওরা এই বিষয়ে মিথ্যা কথা বলছে, আপনাদেরকেও মিথ্যাবাদী বলছে।'

মোদী ছাড়াও দিল্লির সাংসদরা উপস্থিত ছিলেন

মোদী ছাড়াও দিল্লির সাংসদরা উপস্থিত ছিলেন

আজ মোদী ছাড়াও রামলীলা ময়দানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর, দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি, সাংসদ হংসরাজ হংস, গৌতম গম্ভীর সহ অনেকে। মনোজ তিওয়ারি আজ বলেন, 'একা নরেন্দ্র মোদী পার্থের মতো দাঁড়িয়ে রয়েছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে। সেখানে বিরোধীরা নরেন্দ্র মোদীকে আটকাতে দেশের জনগণকে ভুল বোঝাচ্ছে।'

'বিকাশ বনাম অরাজকতার লড়াই'

'বিকাশ বনাম অরাজকতার লড়াই'

এছাড়া প্রকাশ জাভড়েকর কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, 'এটা বিকাশ বনাম অরাজকতার লড়াই। এটা রাষ্ট্রবাদ বনাম দেশের টুকরো হতে দেখতা চাওয়াদের লড়াই। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কার সঙ্গে থাকতে চান। ২৬ জানুয়ারি ভারতীয় সেনার প্যারেড আটকাতে চাওয়া সরকার না কী আমাদের সরকার।'

English summary
narendra modi kickstarts delhi election campaign in ramleela maidan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X