For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিনি মনমোহন নন, মন্ত্রীদের ১০টি কড়া নির্দেশ দিয়ে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Google Oneindia Bengali News

তিনি মনমোহন নন, মন্ত্রীদের ১০টি কড়া নির্দেশ দিয়ে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নয়াদিল্লি, ২৯ মে : সুদক্ষ নেতার হওয়ার সঙ্গে তিনি যে কড়া প্রধানমন্ত্রী তা দুদিনের মাথাতেই মন্ত্রীদের বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী। তিনি যে তাঁর পূর্বসূরী মনমোহন সিংয়ের মতো নরম মনোভাবাপন্ন প্রধান নন এবং তাঁর নেতৃত্ব কাজ করতে গেলে যে অনুশাসন প্রয়োজন সে বার্তা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন মোদীর মন্ত্রিসভা। মন্ত্রীত্বের বাইরে নিজের অধিকার ফলানো যে কখনও বরদাস্ত করবে না সরকার সেকথা জানিয়ে ইতিমধ্যে একটা কঠোর নির্দেশনামা জারি করেছেন মোদী।

সূত্রের খবর অনুযায়ী, তাঁর মন্ত্রিসভাকে যে ১০টি বিষয়ে প্রাধান্য দিতে হবে তার তালিকা দিয়েথেন মোদী। এই তালিকায় রয়েছে,

১) সময়াবদ্ধ পরিস্থিতির লক্ষ্য নিয়ে নীতি বাস্তবায়ন
২) সরকারি নীতির স্থিতাবস্থা
৩) অর্থনীতির বিষয় প্রাধান্য দেওয়া
৪) পরিকাঠামো এবং বিনিয়োগে সংস্কার আনা
৫) আন্তঃমন্ত্রক বিষয় নিতে আলোচনার জন্য ব্যবস্থা প্রণয়ন
৬) গণমুখী ব্যবস্থা সরকারি পদক্ষেপের একটি হাতিয়ার হতে হবে
৭) শিক্ষা, স্বাস্থ্য,জল, বিদ্যুৎ ও রাস্তা- এই পাঁচ বিষয়ে প্রাধান্য দেওয়া
৮) স্বচ্ছতা বজায় রাখা এবং বৈদ্যুতিন পদ্ধতিতে নিলাম এর জন্য প্রচার চালাতে হবে
৯) আমলাতন্দ্রের মধ্যে আস্থা তৈরি করা
১০) উদ্ভাবনী চিন্তাকে স্বাগত জানান এবং সবাইকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়া।

সূত্রের খবর অনুযায়ী, মোদী আপাতত এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো উন্নয়নের জন্য তিনি কাজ করবেন। সেক্ষেত্রে রাজ্যগুলির তোলা নান ইস্যুগুলি সংবেদনশীলকা ও প্রাধান্যের সঙ্গে দেখতে হবে।

কর্মী নিয়োগের ক্ষেত্রে মন্ত্রীদের সজাগ থাকার উপদেশ দিয়েছেন মোদী। বিশেষ করে যাতে কেউ নিজের কোনও আত্মীয়স্বজনকে নিয়োগ না করেন সে বিষয়ে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ প্রধানমন্ত্রী অত্যন্ত সাবলীলভাবেই বুঝিয়ে দিতে চাইছেন তাঁর রাজত্বে বংশপরম্পরা বা আত্মীয়তা রক্ষার প্রথা চলবে না।

এমনকী সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করার বিষয়েও মন্ত্রীদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রকের কোনও ইস্যু ছাড়া অন্য কোনও বিষয়ে কোনও অবাঞ্ছিত মন্তব্য যেন কোনও মন্ত্রী না করেন সে বিষয়েও জানিয়েছেন মোদী।

ইউপিএ ২ সরকারের ভুল থেকেই শিক্ষা নিয়ে নিজের ক্ষেত্রে তা শুধরে নিতে চাইছেন নয়া প্রধানমন্ত্রী। কোনও বড় দুর্নীতিতে যাতে মন্ত্রীরা জড়িয়ে না পড়েন সে বিষয়ে অত্যন্ত সতর্ক মোদী সরকার।

English summary
Unlike Manmohan Singh, Narendra Modi issues strict 10 guidelines for his ministers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X