For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী ভারতের পক্ষে ভাল, বলছেন প্রাক্তন এই রাষ্ট্রপ্রধান, বিস্তারিত জেনে নিন

নরেন্দ্র মোদী ভারতের পক্ষে ভাল। কিন্তু পাকিস্তানের পক্ষে খারাপ। এমনটাই মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান পারভেজ মুশারফ।

  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদী ভারতের পক্ষে ভাল। কিন্তু পাকিস্তানের পক্ষে খারাপ। এমনটাই মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান পারভেজ মুশারফ।

মোদী ভারতের পক্ষে ভাল, বলছেন প্রাক্তন এই রাষ্ট্রপ্রধান

ভারতের জন্য খুব ভাল কাজ করছেন মোদী। কিন্তু পাকিস্তানের জন্য তিনি ভাল নন। পাকিস্তানের হিসেবে বলতে গেলে, মোদী খুব আগ্রাসী এবং যুদ্ধ প্রিয়। এমনই মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান পারভেজ মুশারফ।

পাকিস্তানের এই জেনারেল কারগিল যুদ্ধকে সমর্থন করেছেন। দুদেশের মধ্যেকার সেই যুদ্ধের সময়ে পাকিস্তানের সেনাপ্রধান ছিলেন মুশারফ। ভারতকে জবাব দেওয়ার জন্য কারগিল যুদ্ধের প্রয়োজন ছিল। বলেছেন মুশারফ। আমেরিকা হস্তক্ষেপ না করলে এই যুদ্ধ বন্ধ করা হত না। সেনাপ্রধান হিসেবে তিনি ঠিক কাজই করেছিলেন। দাবি করেছেন মুশারফ।

হাফিজ সঈদ এবং লস্করের মতো সংগঠনের প্রশংসা করেছে মুশারফ। তিনি বলেন, লস্করের মতো সংগঠন আমেরিকা এবং ভারতের কাছে জঙ্গি হতে পারে, কিন্তু পাকিস্তানের কাছে তা নয়। মুশারফের মতে, কাশ্মীরে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা মানুষরা মুজাহিদিন, তারা জঙ্গি নয়।

মোদী ভারতের পক্ষে ভাল, বলছেন প্রাক্তন এই রাষ্ট্রপ্রধান

পাকিস্তানকে আর্থিক সাহায্য নিয়ে ডোনাল্ড ট্রাম্পের টুইট প্রসঙ্গে মুশারফ বলেন, তাঁর শাসনকালে আমেরিকায় ১০ বিলিয়ন ডলারের সাহায্যের মধ্যে ৫ বিলিয়ন ডলার, জঙ্গিদের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ ঘোষণার পিছনে ব্যয় করা হয়েছিল।

মুশারফ জানিয়েছেন, আমেরিকা তাদের ওপর থেকে সাহায্যের হাত সরিয়ে নেওয়াতেই, চিনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে পাকিস্তান। ট্যাঙ্ক-সহ যুদ্ধের সামগ্রী নেওয়া হচ্ছে চিন থেকেই।

চিনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে মুশারফ বলেন, চিন হল পাকিস্তানের প্রয়োজনের বন্ধু। ঠিক যেমন সম্পর্ক ভারত ও আমেরিকার। একইসঙ্গে মুশারফের দাবি, তাঁর সময়কালে যে কয়েকজন আমেরিকার প্রসিডেন্ট ছিলেন, সবার সঙ্গেই ভাল সম্পর্ক চিল তাঁর। ভারতের কোনও নেতার সঙ্গে আমেরিকার প্রেসিডেন্টের সেই সম্পর্ক ছিল না।

কাশ্মীর প্রসঙ্গে মুশারফ বলেন, কাশ্মীর নিয়ে অচলাবস্থা কাটাতে তিনি একবারই চেষ্টা করেছিলেন। বিষয়টি নিয়ে আগ্রায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বৈঠকের কথাও উল্লেখ করেছেন তিনি।

English summary
Narendra Modi is good for India but bad for Pakistan, says former pakistan President and army chief Gen Parvez Musharraf
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X