For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মুসলিমদের কাছে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে সবচেয়ে গ্রহণযোগ্য মোদীই', দাবি এই সংখ্যালঘু নেতার

'নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে মুসলিমদের সবচেয়ে কাছের মানুষ।' এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন।

  • |
Google Oneindia Bengali News

'নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে মুসলিমদের সবচেয়ে কাছের মানুষ।' আগামী বছর লোকসভা ভোটে সংখ্যালঘু জনতা মোদীকেই চাইছে। নানা প্রান্তে এমন খবর ছড়ানোর চেষ্টা চলছে যে তিনি সংখ্যালঘুদের বিরোধী। তবে এমনটা একেবারেই নয়। তিনি মুসলমান সমাজের মধ্য থেকে ভয়কে দূরে সরাতে পেরেছেন। এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন।

মুসলিমদের সবচেয়ে কাছের মানুষ মোদীই, দাবি এই সংখ্যালঘু নেতার

তাঁর দাবি, মোদীর উপরে মুসলিমদের আস্থা আগের চেয়ে বেড়েছে। বিশেষ করে মহিলারা মোদীকে বেশি করে ভরসা করছেন। বাকী দলগুলি যেখানে জনতাকে ভোটব্যাঙ্ক হিসাবে দেখে এসেছে সেখানে মোদী মানুষকে মর্যাদা দিয়েছেন।

দেশের মোট ১৩০ কোটি জনসংখ্যার মধ্যে ১৪ শতাংশ মানুষ মুসলমান। উত্তরপ্রদেশ, অসম, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল ও কাশ্মীরের জনসংখ্যার একটা বড় অংশ মুসলমান এবং সেখানকার সরকারের ওঠানামায় তাঁদের বড় হাত থাকে।

মুসলিমদের সবচেয়ে কাছের মানুষ মোদীই, দাবি এই সংখ্যালঘু নেতার

শাহনওয়াজের দাবি, দেশে মুসলমানদের দারিদ্রতা ও পিছিয়ে পড়ার জন্য কংগ্রেস সরকার দায়ী। মোদী সরকার এসে তাদের ন্যায় করার চেষ্টা করছে। ২০১৪ সালে বহু মানুষ মোদীর নাম নিয়ে ভয় দেখিয়েছে। তবে এখন মানুষ বুঝতে পারছে যে এই মানুষটাই দিন-রাত তাদের জন্য খেটে চলেছেন।

[আরও পড়ুন:ছত্তিশগড়ে মাও অধ্যুষিত এলাকায় ভোটে নামছে ৫০টি ড্রোন, হাজার স্যাটেলাইট ট্র্যাকার ][আরও পড়ুন:ছত্তিশগড়ে মাও অধ্যুষিত এলাকায় ভোটে নামছে ৫০টি ড্রোন, হাজার স্যাটেলাইট ট্র্যাকার ]

বিজেপি নেতার দাবি, নরেন্দ্র মোদী ও অমিত শাহের ওপরে মুসলমানদের ভরসা রয়েছে। ২০১৯ সালে আরও বেশি করে তাঁরা বিজেপিকে ভোট দেবে। এমনকী আসন্ন ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশের নির্বাচনেও মানুষ ভোট দিয়ে বিজেপিকে জেতাবে বলেও শাহনওয়াজ মনে করছেন।

[আরও পড়ুন:বিশ্বে দীপাবলির আলো ছড়ানোর বার্তা মোদীর, জাপানে প্রবাসীদের প্রশংসায় সাফল্যের খতিয়ান][আরও পড়ুন:বিশ্বে দীপাবলির আলো ছড়ানোর বার্তা মোদীর, জাপানে প্রবাসীদের প্রশংসায় সাফল্যের খতিয়ান]

[আরও পড়ুন: শরিকদের জন্য 'বলিদান'! মহাজোটে রাজ্যে ২০-২০ ফর্মুলা চায় রাহুলের দল][আরও পড়ুন: শরিকদের জন্য 'বলিদান'! মহাজোটে রাজ্যে ২০-২০ ফর্মুলা চায় রাহুলের দল]

English summary
Narendra Modi is favourite PM of Muslims for 2019 elections, claims Shahnawaz Hussain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X