For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রী মোদীকে 'অ্যানাকোন্ডা সাপ' বলে আক্রমণ অন্ধ্রের মন্ত্রীর

সংসদীয় রাজনীতিকে আরও একধাপ নিচে নিয়ে যাওয়ার অপচেষ্টা করলেন অন্ধ্রপ্রদেশের অর্থমন্ত্রী ইয়ানামালা রাম কৃষ্ণুড়ু।

  • |
Google Oneindia Bengali News

সংসদীয় রাজনীতিকে আরও একধাপ নিচে নিয়ে যাওয়ার অপচেষ্টা করলেন অন্ধ্রপ্রদেশের অর্থমন্ত্রী ইয়ানামালা রাম কৃষ্ণুড়ু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অ্যানাকোন্ডা সাপের সঙ্গে তুলনা করে বিতর্ক বাঁধালেন তিনি।

প্রধানমন্ত্রী মোদীকে অ্যানাকোন্ডা সাপ বলে আক্রমণ অন্ধ্রের মন্ত্রীর

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে গলাধঃকরণ করছেন প্রধানমন্ত্রী মোদী। এই বলে তাঁকে অ্যানাকোন্ডা সাপের সঙ্গে তুলনা করেছেন তিনি। সিবিআই, আরবিআইয়ের মতো প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রী কুক্ষীগত করার চেষ্টা করেছেন।

অ্যানাকোন্ডা সাপটিকে পৃথিবীর সবচেয়ে বড় আকারের বলে অভিহিত করা হয়। দক্ষিণ আমেরিকার জলা-জঙ্গলে এর দেখা মেলে। বিষহীন এই সাপ শিকারকে গিলে খায়। সেই সাপকেই প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করেছেন অন্ধ্রের এই মন্ত্রী।

ঘটনা হল, এই কৃষ্ণুড়ুর বিরুদ্ধেই সরকারি টাকায় সিঙ্গাপুরে চিকিৎসা করানোর অভিযোগ ওঠে। যাতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছিল। চাপে পড়ে সামান্য টাকা তিনি ফেরত দিয়েছেন। অথচ অন্ধ্রপ্রদেশের টিডিপি সরকার টাকা নেই বলে কেন্দ্রকে ক্রমাগত আক্রমণ করে চলেছে। এন চন্দ্রবাবু নাইড়ু এনডিএ জোট ছেড়ে বেরিয়ে তেলাঙ্গানা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়ছেন।

কৃষ্ণুড়ুর আগে কংগ্রেস নেতা তথা তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুরও প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করতে গিয়ে তাঁকে বিছের সঙ্গে তুলনা করে তুমুল বিতর্ক তৈরি করেছিলেন। এর আগে মহারাষ্ট্রের এক কংগ্রেস নেতা মোদীকে ডেঙ্গুর মশা বলে কুরুচিকর আক্রমণ শানিয়েছিলেন।

[আরও পড়ুন:২০১৯ লোকসভায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী নাও হতে পারেন রাহুল গান্ধী, ইঙ্গিত কংগ্রেস নেতার][আরও পড়ুন:২০১৯ লোকসভায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী নাও হতে পারেন রাহুল গান্ধী, ইঙ্গিত কংগ্রেস নেতার]

English summary
Narendra Modi is an anaconda, Andhra minister Yanamala Rama Krishnudu attacks PM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X