For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র নয়, সারেন্ডার মোদী; ফের লাদাখে ভারত-চিন সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ রাহুল গান্ধীর

Google Oneindia Bengali News

বিগত একমাস ধরে চলছে লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি। তবে এরই মধ্যে ফের লাদাখ সীমান্ত নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে তোপ দাগেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লাদাখ সীমান্তে চিনা সেনার বাড়বাড়ান্ত নিয়ে প্রথম থেকেই কেন্দ্রকে কোণঠাসা করার পন্থা নিয়েছেন রাহুল গান্ধী।

নরেন্দ্র মোদী নয়, আসলে ওনার নাম সারেন্ডার মোদী

নরেন্দ্র মোদী নয়, আসলে ওনার নাম সারেন্ডার মোদী

এদিন একটি বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীকে আক্রমণ শানান রাহুল। তিনি লেখেন, নরেন্দ্র মোদী নয়, আসলে ওনার নাম সারেন্ডার মোদী। প্রসঙ্গত, এর আগেও প্রধানমন্ত্রীকে তোপ দেগে কাগুল বলেছিলেন, চিনের হাতে ভারতীয় এলাকা সমর্পণ করেছেন প্রধানমন্ত্রী।

লাদাখ ইস্যুতে শুধু কংগ্রেসই বেসুরো

লাদাখ ইস্যুতে শুধু কংগ্রেসই বেসুরো

এর আগে মোদী ছাড়াও অমিত শাহ, রাজনাথ সিংয়ের বিরুদ্ধে চিন পরিস্থিতি নিয়ে পরপর তোপ দেগেছেন রাহুল। ইতিমধ্যেই চিনা সেনার হামলায় শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। এর জেরে ক্ষোভ ছড়িয়েছে দেশজুড়ে। বিরোধী সব দলগুলিও আক্রমণ করেছে কেন্দ্রীয় সরকারকে। এই অবস্থাতেই বৃহস্পতিবার লাদাখ ইস্যুতে সর্বদলীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সব বিরোধী দলই কেন্দ্রের সঙ্গে থাকার কথা বলে। শুধু কংগ্রেসই বেসুরো গায়।

ঠিক কোন অঞ্চলে ভারতীয় জওয়ানদের হত্যা করল চিন ?

ঠিক কোন অঞ্চলে ভারতীয় জওয়ানদের হত্যা করল চিন ?

শনিবার এনিয়ে রাহুল টুইট করে লেখেন, 'প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী চিনা সেনা ভারতীয় সীমান্তে প্রবেশ করেনি এবং আমাদের কোনও পোস্টও দখল হয়নি। সেক্ষেত্রে যদি অঞ্চলটি চিনের হয় তাহলে আমাদের জওয়ানদের কেন প্রাণ দিতে হল? ঠিক কোন অঞ্চলে তাঁদের হত্যা করল চিন সেনা।'

এর আগেও একাধিকবার কেন্দ্রকে তোপ দেগেছেন রাহুল

এর আগেও একাধিকবার কেন্দ্রকে তোপ দেগেছেন রাহুল

এর আগে সেনা জওয়ানদের শহিদ হওয়ার ঘটনায় কেন্দ্রকে তোপ দেগে রাহুল টুইট করে লিখেছিলেন, 'চিন ভারতের নিরস্ত্র সেনাদের হত্যা করে গুরুতর অপরাধ করেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, এই বীরদের অস্ত্র ছাড়া কেন এইরকম বিপজ্জনক জায়গায় পাঠানো হয়েছিল ? কে পাঠিয়ছিল ? কেনই বা পাঠিয়েছিল ? এর জন্য কে দায়ি ?' অবশ্য রাহুলের এই আক্রমণকে ভোতা করে বিদেশমন্ত্রী জয়শঙ্কর সংঘর্ষবিরতি চুক্তির প্রসঙ্গটি মনে করিয়ে দেন কংগ্রেস নেতাকে।

ফের কাশ্মীরে পাকিস্তানের শেলিং! বালাকোটে হামলার জেরে ফের বাড়ছে বড় নাশকতার আশঙ্কাফের কাশ্মীরে পাকিস্তানের শেলিং! বালাকোটে হামলার জেরে ফের বাড়ছে বড় নাশকতার আশঙ্কা

English summary
Narendra Modi Is actually Surender Modi, Tweets Rahul Gandhi about India China Face off In Ladakh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X