For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য রমজানে দোয়া করবেন মহিলারা, কিন্তু কেন

সোমবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নমো অ্যাপের মাধ্যমে উজ্জলা যোজনার সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেছেন।

Google Oneindia Bengali News

সোমবার 'নমো' অ্যাপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ২০১৬ সালের ১ মে উত্তরপ্রদেশের বালিয়াতে প্রধানমন্ত্রীর মোদী এই যোজনা চালু করেছিলেন। গ্রামীন এলাকার মহিলা ও শিশুদের স্বাস্থ্যের সুরক্ষার লক্ষ্যে একটি পরিচ্ছন্ন রান্নার জ্বালানি হিসেবে এলপিজি সরবরাহ করা হয় এই যোজনায়।

নরেন্দ্র মোদীর জন্য রমজানে দোয়া করবেন মহিলারা

এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে এদিন দেশের ৬০০ টিরও বেশি কেন্দ্রে অন্তত তিনজন করে উজ্জ্বলা সুবিধাভোগী উপস্থিত ছিলেন। এদিন প্রশ্নোত্তর পর্বের শুরুতেই মোদী দাবি করেন, ভারতের ৬৯ শতাংশ গ্রামে ১০০ শতাংশ এলপিজি পৌঁছে গিয়েছে। আরও ৮১ শতাংশ গ্রামে ৭৫ শতাংশ এলপিজি সংযোগ রয়েছে। মোদী আরও বলেন, 'উজ্জ্বলা প্রকল্প দরীদ্র, প্রান্তিক, দলিত, উপজাতি সম্প্রদায়ের জীবনকে শক্তিশালী করেছে। এই উদ্যোগটি সামাজিক ক্ষমতায়নে মূখ্য ভূমিকা পালন করছে। ভারত জুড়ে এলপিজি পঞ্চায়েত অনুষ্ঠিত হচ্ছে। সেখানে উজ্জ্বলা যোজনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি আলোচনা করা হচ্ছে।'

উড়িষ্যা থেকে ময়ূরভঞ্জের সুচিস্মিতা কাবাতা বলেন, উজ্জ্বলা তার জীবন পাল্টে দিয়েছে। তিনি জানান, উজ্জ্বলা যোজনার কারণে তাঁর রান্নার কাজে দ্রুততা এসেছে। ফলে তিনি এখন সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারছেন। তিনি আরও বলেন যে আগে বর্ষাকালে শুকনো জ্বালানী পাওয়া সমস্যার ছিল। এখন তা মিটে গেছে। অনেক নতুন নতুন পদ রান্নাও করছেন তিনি। ছত্তিশগড় থেকে এক মহিলা প্রধানমন্ত্রীকে বলেন, 2016 সালে তিনি এলপিজি সংযোগ পান। তিনিও দাবি করেছেন তার সমগ্র পরিবারের জীবনের মান উন্নত হয়েছে। বিশেষ করে সুখী তার সন্তানরা।

অনন্তনাগের মহিলাদের একটি গ্রুপের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী মোদী তাঁর ছোটবেলার একটি গল্প শেয়ার করেন। এখন রমজান মাস চলছে। মোদী জানান, 'ছোটবেলায় আমার অনেক মুসলমান প্রতিবেশী ছিল। আমার অনেক বন্ধু ছিল মুসলমান। রমজানের সময় মনে পড়ে, মহিলাদের খুব সকালে উঠে উনুন জ্বালতে হত। কিন্তু উজ্জ্বলা যোজনা আসায় তাদের সেই ছবিটাও পাল্টে গেছে।' অর্জুমান নামের ওই গ্রুপের এক মহিলা, প্রধানমন্ত্রীকে জানান উজ্জ্বলা পরিকল্পনা তাদের আরো সেলাইয়ের মতো অন্যান্য কাজ করার জন্য সময় করে দিয়েছে। তিনি বলেন, 'উজ্জ্বলা যোজনার জন্য বিশেষ করে রমজানের সময় জীবনযাত্রা অনেক সহজ হয়ে গেছে।' এর জন্য তিনি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'রমজান মাসে আমরা প্রতিদিন কোরান পড়ি। আমরা আপনার জন্য রোজ প্রার্থনা করবো। আশা করি আপনিই আমাদের প্রধানমন্ত্রী থাকবেন।'

গ্রামীণ ভারতে মহিলাদের ক্ষমতায়নের কথা মাথায় রেখে এই এলপিজি সংযোগ দেওয়া হয় পরিবারেপ মহিলাদের নামে। প্রকল্পটির বাস্তবায়নের জন্য ৮০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথমে সারা দেশে ৫ কোটি এলপিজি সংযোগ দেওয়ার লক্ষ্য ছিল কেন্দ্রের। এবছরের গোড়ায় তা বাড়িয়ে ৮ লক্ষ করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় চার কোটি (৩,৯৮,৭৭,৭২৩) এলপিজি সংযোগ দেওয়া হয়েছে এই প্রকল্পের অধীনে, যার মধ্যে ৮০ লক্ষই হয়েছে গত পাঁচ মাসে।

English summary
On Monday, Prime minister Narendra Modi interacted with Ujjwala Yojana beneficiaries through NaMo App.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X