For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২২ সালের মধ্যে আয় দ্বিগুন করবেন, দেশের কৃষকদের সঙ্গে আলাপচারিতায় আর কি প্রতিশ্রুতি দিলেন মোদী

বুধবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নমো অ্যাপের মাধ্যমে দেশের ৬০০টি জেলার কৃষকদের সঙ্গে কথা বলেছেন।

Google Oneindia Bengali News

বুধবার সকালে নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কর্ণাটক, উত্তরপ্রদেশ, সিকিম, ওড়িষা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ-সহ দেশের নানা প্রান্তের কৃষকদের সঙ্গে কথা কথা বলেন। তিনি জানান, ২০২২ সালের মধ্য কৃষকদের আয় দ্বিগুণ করার কৃষি খাতে বাজেট দ্বিগুন বাড়িয়ে ২.১২ লক্ষ কোটি টাকা করা হয়েছে।

২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুন করবেন মোদী

এদিন কৃযকদের সঙ্গে আলাপচারিতায় মোদী বলেন, '২০২২ সালের মধ্যে আমাদের কর্মঠ কৃষকদের আয় দ্বিগুণ করা সুনিশ্চিত করতে আমরা চেষ্টা চালাচ্ছি। তাদের যখন যা প্রয়োজন হবে আমরা যথাযথ সহায়তা দেব। ভারতবর্ষের চাষিদের উপর আমাদের আস্থা আছে।'

এদিন সারা দেশের প্রায় ৬০০ টিরও বেশি জেলার কৃষকদের সঙ্গে প্রধানমন্ত্রী, 'নরেন্দ্র মোদি অ্যাপ'-এর মাধ্যমে এক ইন্টারেক্টিভ সেশনে মিলিত হন। সেশন চলাকালীন, মোদী কৃষি খাতের উন্নয়নে তাঁর সরকারের প্রধান পরিকল্পনাগুলি তুলে ধরেন। মোদী বলেন, 'কৃষি আয় বৃদ্ধি চারটি প্রধান ক্ষেত্র হল - উৎপাদনের খরচ কমানো, ফসলের ন্যায্য মূল্যের ব্যবস্থা করা, উৎপাদনকে পচনের হাত থেকে রক্ষা করা, এবং বিকল্প আয়ের উৎস তৈরি করা।'

সেই সঙ্গে তিনি দাবি করেন গত তিন বছরে কৃষি ক্ষেত্রে রেকর্ড আয় বৃদ্ধি ঘটেছে। তিনি বলেন, 'শুধু খাদ্যশস্যের ক্ষেত্রেই নয়, দুধ, ফল ও সব্জি উৎপাদনেও রেকর্ড পরিমাণ বৃদ্ধি হয়েছে। বেড়েছে মৎসচাষও। বীজ বপনের সময় বপন হয়ে গেলে এবং ফসল কাটার সময় - চাষের প্রতিটি পর্যায়ে আমরা কৃষকদের সহায়তা দিতে চেষ্টা করছি।' তিনি জানান, এই লক্ষ্যেই তাঁর সরকার কৃষি নীতি নিয়েছে।

মোদীর সঙ্গে কথা হয় উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম -এর মতো অনেক রাজ্যের কৃষকেরই। উত্তরপ্রদেশের রাজিন্দর সিং বলেন, তিনি গত ২০ বছর ধরে চাষ করছেন। কিন্তু মাত্র গত তিন বছরেই সেচ নিয়ে তিনি কিছু পরামর্শ পেয়েছেন, যা তাঁর চাষের কাজে খুব সাহায্য করছে। বাদবাকি কৃষকদের বক্তব্যও একই রকম ছিল। সবাই মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে আবার নির্বাচিত করতে চেয়েছেন।

মোদির সরকারের চার বছর পুর্তি উপলক্ষ্যে মোদী তাঁর সরকারের চালু করা প্রকল্পগুলির প্রচার করছেন। এর জন্য তিনি বিভিন্ন প্রকল্পের সঙ্গে সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে সরাসরি ইন্টারঅ্যাকটিভ সেশন করছেন নমো অ্যাপের মাধ্যমে। ইতিমধ্যে ডিজিটাল ইন্ডিয়া, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী জনঔষধী যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাপ্রাপ্তদের সঙ্গে কথা বলেছেন। এদিন ছিল এই ইন্টারেক্টিভ সেশন সিরিজের ষষ্ঠ অধিবেশন, যেখানে দেশের কৃষকদের সঙ্গে সরাসরি যুক্ত হন তিনি। তবে বিরোধীদের দাবি, মোদী কৃষকদের জন্য এত উদ্যোগী হলে মধ্যপ্রদেশ-সহ দেশের বিভিন্ন প্রান্তে এত কৃষককে আত্মহত্যা করতে হত না। আর কৃষকদের বক্তব্য নিয়ে তারা বলছেন, যেভাবে সবাই মিলে মোদীার প্রশংসা করেছেন, তাতেই বোঝা যায় সবটাই সাজানো।

English summary
On Wednesday, Prime minister Narendra Modi interacted with farmers of 600 districts of through NaMo App.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X