For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজধানীর বুকে নিডোর মৃত্যু জাতীয় লজ্জা, ইম্ফলে জনসভায় বললেন মোদী

Google Oneindia Bengali News

রাজধানীর বুকে নিডোর মৃত্যু জাতীয় লজ্জা, ইম্ফলে জনসভায় বললেন মোদী
ইম্ফল, ৮ ফেব্রুয়ারি : কলকাতার সফল জনসভার পর এবার ইম্ফলে বক্তব্য রাখছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষিত হওয়ার পর এই প্রথম উত্তর পূর্ব ভারতে কোনও জনসভা করলেন মোদী। কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্যেই মঞ্চে পৌছলেন মোদী।

দুপুর ১২.৩৯ মিনিট : বক্তব্য শেষ করলেন নরেন্দ্র মোদী।

দুপুর ১২.৩৭ মিনিট : সুদিন আসতে বেশি দেরি নেই।

দুপুর ১২.৩৪ মিনিট : একজন আমায় বললেন এখানকার মানুষ এতবড় জনসভা দেখেননি। আপনাদের এই হারে সমাগমই বলে দিচ্ছে ২০১৪-র হাওয়া কোন দিকে।

দুপুর ১২.৩১ মিনিট : ৫৩ নম্বর জাতীয় সড়কের কোনও উন্নতি হয়নি।

দুপুর ১২.২৬ মিনিট : মণিপুরের তরুণ ও মহিলাদের ক্ষমতায়ণের জন্য কিছুই করেনি সরকার।

সকাল ১২.২২ মিনিট : এখানকার মানুষ ইংরাজি জানে। টেকনলজি নিয়ে সচেতন। তবে কেন উত্তরপূর্ভ ভারতে আইটি হাব হবে না?

সকাল ১২.১৭ মিনিট : মণিপুরে জাতীয় নিরাপত্তার সাথে আপোস করেছেন কেন্দ্রীয় ও মণিপুর সরকার।

সকাল ১২.১৫ মিনিট : এক একটা পয়সা খরচের সব দায় নেবে বিজেপি সরকার। হিসাব দিতেও রাজি।
সকাল ১২.০৮ মিনিট : মণিপুরের কংগ্রেস সরকার মাদকচক্র আটকাতে পারেনি। দিল্লির ইউপি-এ সরকারের মতোই এখানকার সরকার দুর্নীতিগ্রস্ত।

সকাল ১২.০৭ মিনিট : আমি উত্তরপূর্ব ভারতকে অষ্টলক্ষ্মী মনে করি।

সকাল ১২.০৫ মিনিট : নিডোর মৃত্যু প্রশাসনিক গাফিলতির জন্যই হয়েছে। রাজধানীর বুকে নিডোর মৃত্যু জাতীয় লজ্জা।

সকাল ১২.০৪ মিনিট : রাজনৈতিক নেতাদের দৃষ্টিভঙ্গির কারণে উত্তর-পূর্বের উন্নয়ন পিছিয়ে পড়েছে। উত্তরপূর্বে প্রচুর সম্পদ থাকা সত্তেও সেই কারণেই সাফল্য পায়নি।

সকাল ১২.০১ মিনিট : প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর ইম্ফল নিয়ে গুরুত্বপূর্ পদক্ষেপের উপর দৃষ্টি আকর্ষণ করলেন মোদী।

সকাল ১১.৫৪ মিনিট : স্বাধীনতার সময় থেকে উপেক্ষিত হয়ে আসছে উত্তরপূর্ব ভারত।

সকাল ১১.৫২ মিনিট : বক্তব্য শুরু করলেন মোদী। স্থানীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে পোষাক পড়েছেন মোদী।

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/q51S12e7yas?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

English summary
Nido Taniam's death a national shame, Modi says in Imphal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X