For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের সবথেকে প্রশংসিত ভারতীয় মোদী, জগৎসভায় প্রধানমন্ত্রীর মুকুটে নয়া পালক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের সবচেয়ে প্রশংসিত ভারতীয়। ইউকে-ভিত্তিক ইন্টারনেট মার্কেটের গবেষণা ও তথ্য বিশ্লেষক সংস্থার এক জরিপে এমনই তথ্য উঠে এসেছে সম্প্রতি।

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের সবচেয়ে প্রশংসিত ভারতীয়। ইউকে-ভিত্তিক ইন্টারনেট মার্কেটের গবেষণা ও তথ্য বিশ্লেষক সংস্থার এক জরিপে এমনই তথ্য উঠে এসেছে সম্প্রতি। ইউ গভ নামক ওয়েবসাইটটি জানিয়েছে, নরেন্দ্র মোদি ভারতের সবচেয়ে প্রশংসিত মানুষ এবং বিশ্বের সপ্তম সর্বাধিক প্রশংসিত ব্যক্তিত্ব।

দেশে প্রথম, বিশ্বে সপ্তম

দেশে প্রথম, বিশ্বে সপ্তম

অনলাইন ভোটের বিচারে এক সমীক্ষায় বিশ্বের সবচেয়ে প্রশংসিত পুরুষ এবং নারীকে বেছে নেওয়া হয়। সেই ভোটেই ভারতের মধ্যে প্রধানমন্ত্রী মোদী রয়েছেন তালিকার সর্বোচ্চ স্থানে। আর বিশ্বের মধ্যে তাঁর স্থান সপ্তমে।

নয়া পালক মোদীর মুকুটে

নয়া পালক মোদীর মুকুটে

উল্লেখ্য, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়ে আসার পরই তাঁর মুকুটে আরও একটি পালক লাগল। ২০১৮ সালে তিনি ফোর্বসের বিচারে বিশ্বের নবম বিশ্বস্ত ব্যক্তির সম্মান পেয়েছিলেন। আর ইন্টারনেট মার্কেটিংয়ের সমীক্ষায় তিনি হলেন ভারতের মধ্যে প্রথম।

মোদী ছাড়াও ভারতের যারা

মোদী ছাড়াও ভারতের যারা

একইসঙ্গে সমীক্ষায় উঠে এসেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও বলিউড খ্যাত অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সলমন খান রয়েছেন প্রথম ২০-তে। অমিতাভ বচ্চনের স্থান ১২ নম্বর স্থানে। শাহরুখ খান রয়েছেন ১৬তম স্থানে, সলমন খান ১৮তম স্থানে পরয়েছেন সেরা পুরুষদের তালিকায়।

আরও যাঁরা তালিকায়

আরও যাঁরা তালিকায়

এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা, আমেরিকান ব্যবসায়ী মাইক্রোসফ্ট প্রতিষ্ঠাতা বিল গেটস, ক্রিকেট কিংবদন্তী শচীন তেন্ডুলকার এবং ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিও এই তালিকায় উপস্থিত রয়েছেন।

বিশ্বের প্রথম ও দ্বিতীয়

বিশ্বের প্রথম ও দ্বিতীয়

বিল গেটস এই বছর বিশ্বের সবচেয়ে প্রশংসিত ব্যক্তি হয়েছেন। প্রাক্তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। মার্কিন প্রেসিডেন্ট পদে না থাকলেও তাঁর জনপ্রিয়তা যে এখনও শিখরে, তার প্রমাণ মিলেছে এই অনলাইন ভোটাভুটিতে।

মহিলাদের প্রথম ওবামা

মহিলাদের প্রথম ওবামা

মিশেল ওবামা এখন বিশ্বের সবচেয়ে প্রশংসিত মহিলা। তিনি অ্যাঞ্জেলিনা জোলির স্থান নিয়েছেন। মিশেল ওবামা অ্যাঞ্জেলিনা জোলিকে সরিয়ে প্রথম স্থান দখল করেন। অ্যাঞ্জোলিনা জোলি নেমে যান দ্বিতীয় স্থানে।

English summary
As per world survey Prime Minister Narendra Modi has named as the world's most admired Indian. UK-based internet market research and data analysis firm YouGov do this survey.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X