For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের রাজ্যে জাইডাসের করোনা ভ্যাকসিনের অগ্রগতি দেখে কী বললেন প্রধানমন্ত্রী মোদী?

Google Oneindia Bengali News

করোনা ভ্যাকসিন তৈরির কাজ খতিয়ে দেখতে আজ দেশের তিন শহরে পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ইতিমধ্যেই আহমেদাবাদের জাইডাস ক্যাডিলা সংস্থার কার্যালয়ে ভাইরাস তৈরির কাজ খতিয়ে দেখেছেন তিনি। সেখানে প্রায় ১ ঘণ্টা ছিলেন প্রধানমন্ত্রী৷ খতিয়ে দেখেন ভ্যাকসিন তৈরির কাজ৷ সূত্রের খবর, এরপর জাইডাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেন৷

সকালে দিল্লি থেকে জা়ইডাসে পৌঁছান মোদী

সকালে দিল্লি থেকে জা়ইডাসে পৌঁছান মোদী

আহমেদাবাদের ২০ কিলোমিটার দূরে ছাঙ্গোদার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় জাইডাস ক্যাডিলা রিসার্চ সেন্টার। এদিন সকালে দিল্লি থেকে জা়ইডাসে পৌঁছান মোদী৷ সেখানে পিপিই কিট ভ্যাকসিন তৈরির কাজ খতিয়ে দেখেন৷ সংস্থার এগজ়িকিউটিভ ও প্রোমোটারদের সঙ্গে কথা বলেন। ভ্যাকসিন তৈরির সামগ্রিক কাজ খতিয়ে দেখার পর সেখান থেকে তিনি হায়দরাবাদের উদ্দেশে উড়ে যান।

কাজ খতিয়ে দেখেন মোদী

কাজ খতিয়ে দেখেন মোদী

আহমেদাবাদের সফর শেষে জাইডাসের কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী৷ টুইটারে লেখেন, 'জাইডাস ক্যাডিলার ডিএনএ নির্ভর ভ্যাকসিনের কাজ খতিয়ে দেখতে আহমেদাবাদের জাইডাস বায়োটেক পার্ক পরিদর্শন করলাম। ওই টিমের কাজ প্রশংসাযোগ্য। ভারত সরকার তাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।'

কোভিড ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ

কোভিড ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ

অগাস্ট মাসে আহমেদাবাদের জাইডাস কোম্পানির তরফে জানানো হয়েছিল, কোভিড ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ হয়েছে। এখন তারা দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে প্রবেশ করেছে। আহমেদাবাদের পর তিনি হায়দরাবাদের ভারত বায়োটেকে যান৷ ভ্যাকসিনের ফেজ ৩-এর ট্রায়াল চলছে ভারত বায়োটেকে৷ এরপরে তিনি যাবেন পুনের সেরাম ইস্টিটিউটে৷

English summary
Narendra Modi happy after reviewing Ahmedabad's Zydus Cadila's Corona Vaccine research work
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X