For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সতীদাহ প্রথা বিলোপ হলে তিল তালাক কেন হবে না'! স্বাধীনতা দিবসের ভাষণে ঝাঁঝালো মোদী

'সতীদাহ প্রথা বিলোপ হলে তিল তালাক কেন হবে না'!

  • |
Google Oneindia Bengali News

দেশের ৭৩ তম স্বাধীনতা দিবস পালনের গর্ব নিয়ে এদিন চোখ খুলেছে ভারত। এদিন সকাল থেকেই রাজধানী দিল্লিতে একাধিক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে। সকালে লালকেল্লায় পৌঁছে জাতীয় পতাকাল উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথা মেনে জাতীয় সঙ্গীত শুরু হয়। যে গানে আজও শিহরিত হন দুনিয়ার যেকোনও কোণে অবস্থিত যেকোনও ভারতবাসী! লালকেল্লায় এরকপরই নিজের ভাষণে একাধিক ইস্যুতে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গ ওঠে তিন তালাক বিলের।

২০১৩-১৪ সালের প্রসঙ্গ

২০১৩-১৪ সালের প্রসঙ্গ

মোদী এদিন নিজের ভাষণে বলেন, ২০১৩- ১৪ সালে যখন নির্বাচন হয় , তখন দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে তাঁকে। সেই সময় তিনি অনুভব করেন যে দেশে একটা হতাশা ভিতর ভিতর দানা বাঁধছে। সকলের মুখেই সেই সময় ছিল একটা হতাশা। যা ২০১৪ সালের লোকসভা নির্বাচনের পর কেটে যায়। হতাশা কাটিয়ে মানুষের মনে এখন উচ্ছ্বাস, উদ্দীপনা রয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।

তিল তালাক নিয়ে বক্তব্য় মোদীর


মোদী এদিন লালকেল্লায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তাঁর ভাষণে দাবি করেন, তাঁর সরকার আসার পর তিল তালাক প্রথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, মুসলিম মহিলারা প্রচণ্ড ভয়ে ছিলেন। এর আগে বিভিন্ন ইসলামিক দেশ এই 'কুপ্রথা'কে বন্ধ করেছে। তবে ভারতের এই প্রথাকে বন্ধ করতে একটু বেশি সময় লেগে গিয়েছে।

 সতীদাহ বন্ধ হলে, কেন তিল তালাক বন্ধ হবে না?

সতীদাহ বন্ধ হলে, কেন তিল তালাক বন্ধ হবে না?

এদিন, নিজের বক্তব্য়ে মোদী বলেন, যদি সতীদাহ , বালিকা বিবাহ, পণের মতো প্রথা বন্ধ হয় এদেশে, তাহলে কেন তিন তালাকের মতো প্রথা বন্ধ হবে না? এই সমস্ত প্রশ্ন তুলে এদিন তিন তালাক নিয়ে সরকারের কড়া অবস্থানকে ব্য়াখ্যা করেন।

[আরও পড়ুন:সারা দেশে পালিত ৭৩তম স্বাধীনতা দিবস, দেখুন ছবি একনজরে]

English summary
Narendra Modi hails Triple Talaq Bill, on Independence day Speech.PM says, Remember how scared Muslim women were, those who suffered due to practice of Triple Talaq, but we ended that. When Islamic nations can ban it then why can't we? When we can ban Sati, when we can take strong steps against female infanticide, child marriage, then why not this?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X