For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'তিন তালাক' ইস্যুতে অধ্যাদেশের রাস্তায় হাঁটতে চলেছে মোদী সরকার

আগেই তাৎক্ষণিত তিন তালাকাকে অপরাধ মূলক কার্য কলাপ ঘোষণা করে বিল এনেছে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের বাধাতে সেই বিল সংসদে পেশ করা যায়নি।

Google Oneindia Bengali News

আগেই তাৎক্ষণিত তিন তালাকাকে অপরাধ মূলক কার্য কলাপ ঘোষণা করে বিল এনেছে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের বাধাতে সেই বিল সংসদে পেশ করা যায়নি। আর সেজন্য এবার বিলটিকে অধ্যাদেশ (অর্ডিন্যান্স) হিসাবে ঘোষণা করে লাগু করার রাস্তায় হাঁটতে চাইছে মোদী সরকার। জানা যাচ্ছে, খুব শিঘ্রই এবিষয়ে অর্ডিন্যান্স জারি করতে চলেছে কেন্দ্র।

তিন তালাক ইস্যুতে অধ্যাদেশের রাস্তায় হাঁটতে মরিয়া মোদী সরকার

[আরও পড়ুন: টিকিট না থাকলেও মহিলা যাত্রীকে ট্রেন থেকে নামানো যাবে না! জানুন বিস্তারিত ][আরও পড়ুন: টিকিট না থাকলেও মহিলা যাত্রীকে ট্রেন থেকে নামানো যাবে না! জানুন বিস্তারিত ]

খুব চটজলজি তিল তালাককে অপরাধ ঘোষণা করতে তৎপর মোদী প্রশাসন। এখনও পর্য়ন্ত এই এই বিল নিয়ে সংসদে রাজ্যসভা সায় দেয়নি। যদিও বহু মাস আগেই লোকসভাতে পাশ হয়ে গিয়েছে তিল তালাক বিল। জানা যাচ্ছে , মোদী মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে চিল তালাক নিয়ে আলোচনা হবে। আর সেখানেই এই বিলকে অর্ডিন্যান্স রূপে কার্যকর করা হবে। এই অর্ডিন্য়ান্সে মুসলিম মহিলা সুরক্ষা অধিকার সংক্রান্ত নিয়মগুলি লাগু থাকবে। গতবছরই য়া লোকসভাতে পাশ হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, গত বছর অগাস্ট মাসেই তাৎক্ষণিক তিন তালাককে বেআইনি ঘোষণা করে সুপ্রিম কোর্ট। তারপরেও শতাধিক তাত্ক্ষণিক তালাকের অভিযোগ উঠেছে দেশ জুড়ে। শীর্ষ আদালতের রায়ের পর ৬৭টি তাত্ক্ষণিক তিন তালাকের মামলা দায়ের হয়েছে বিভিন্ন আদালতে। এইসব অভিযোগের অধিকাংশই উত্তরপ্রদেশে ঘটেছে। পরবর্তীকালে বিষয়টি খতিয়ে দেকতে মোদী মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রীকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠিত হয়। পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার তিল তালাক বিল নিয়ে আসে।

English summary
Narendra Modi government may take ordinance route to criminalise triple talaq: Reports.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X