For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ বাড়ল, বিনামূল্যের রেশন নিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করা হচ্ছিল করোনা লকডাউন থেকে। তার মেয়াদ আরও ছ-মাস বাড়ানো হল। শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করা হচ্ছিল করোনা লকডাউন থেকে। তার মেয়াদ আরও ছ-মাস বাড়ানো হল। শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে ৮০ হাজার কোটি টাকা। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাস বাড়ানো হয়েছে বিনামূল্যের রেশনের মেয়াদ।

পিএম গরিব কল্যাণ যোজনার মেয়াদ বাড়ল, বিনামূল্যে রেশন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গরিব কল্যাণ যোজনার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর। দেশজুড়ে প্রথম কোভিড-১৯ লকডাউন কার্যকর হওয়ার পরে ২০২০ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা ঘোষণা করা হয়েছিল। স্কিমটি ২০২২-এর ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল।

এই প্রকল্পের অধীনে সরকার ৮০ কোটিরও বেশি সুবিধাভোগীকে বিনামূল্যে পাঁচ কিলোগ্রাম খাদ্যশস্য সরবরাহ করে। যারা জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় রয়েছে, তারা এই সুবিধা পেয়ে আসছেন। প্রাথমিকভাবে, এই স্কিমটি ২০২০ সালের এপ্রিল-জুন মাসের সময়ের জন্য চালু করা হয়েছিল। তবে সারা দেশে করোনা বৃদ্ধির কারণে এটি ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।

গত বছরের নভেম্বরে কেন্দ্রীয় মন্ত্রিসভা আবার এই প্রকল্পের মেয়াদ আরও চার মাসের জন্য বাড়িয়েছিল। এই স্কিমের অধীনে বিনামূল্যের রেশন দোকানের মাধ্যমে কার্ডধারীদের সরবরাহ করা হয় ভর্তুকিযুক্ত খাদ্যশস্য। প্রতিবেদন অনুসারে, গত দুই বছরে এই প্রকল্পের অধীনে ইতিমধ্যেই প্রায় ২.৬ লক্ষ কোটি টাকা ব্যয় করা হয়েছে এবং এটি আরও ছয় মাস বাড়ানোর ফলে আরও ৮০ হাজার কোটি টাকা ব্যয় হবে।

"সমাজের দরিদ্র শ্রেণিদের প্রতি সংবেদনশীল থাকতে কেন্দ্রীয় মন্ত্রিসভা পিএম-জিকেওয়াই স্কিমকে আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে। অর্থাৎ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ষষ্ঠ পর্যায়ে মেয়াদ বাড়ল বলে একটি অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে। এই প্রকল্পে সরকারের মোট ব্যয় হবে ৩.৪০ লক্ষ কোটি টাকা। তাও বিবৃতিতে যোগ করা হয়েছে৷

বিবৃতিতে আরও বলা হয়েছে, যদিও করোনা মহামারী উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং অর্থনৈতিক কার্যক্রম গতিশীল হয়েছে, তথাপি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ বৃদ্ধি করা হল। করোনা থেকে যখন দেশ মুক্তি পেতে চলেছে, পুনরুদ্ধারের এই সময়ে কোনও দরিদ্র পরিবার যাতে পর্যাপ্ত খাবার পায়, তা নিশ্চিত করতেই প্রকল্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল।

মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়ার পরপরই খাদ্যমন্ত্রী পীযূষ গোয়াল টুইট করে জানান, প্রকল্পের সম্প্রসারণ দরিদ্রদের প্রতি মোদী সরকারের সংবেদনশীলতাই প্রকাশ করে। অতিরিক্ত বিনামূল্যের শস্যগুলি প্রতি কেজি ২-৩ টাকা উচ্চ ভর্তুকি হারে এনএফএসএ-র অধীনে প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

English summary
Narendra Modi government extends PM Garib Kalyan Anna Yojana by six months more according to Cabinet Decisions.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X