For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি কর্মীদের জন্য বিশেষ ‘অফার’! পুজো আসছে, সময় নষ্ট না করে আবেদন করুন

কিছুদিন আগেই সরকারি কর্মীদের বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। দিয়েছে মহার্ঘভাতা বৃদ্ধির আশ্বাসও। এবার পুজোর আগে মহা অফার সরকারি কর্মীদের জন্য।

Google Oneindia Bengali News

কিছুদিন আগেই সরকারি কর্মীদের বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। দিয়েছে মহার্ঘভাতা বৃদ্ধির আশ্বাসও। এবার পুজোর আগে মহা অফার সরকারি কর্মীদের জন্য। এবার মোদী সরকার বিদেশ ভ্রমণের সুযোগ দিচ্ছে। আর্থিক সমস্যায় সাধ থাকলেও যাদের সাধ্যে কুলোচ্ছে না, তাঁদের কাছে বিদেশযাত্রার দরজা খুলে গেল এবার।

সরকারি কর্মীদের জন্য বিশেষ ‘অফার’ পুজোর আগে

পুজো আসছে। এরই মধ্যে সরকারি সাহায্যে বিদেশ যাওয়ার সুযোগ চলে এল সরকারি কর্মীদের সামনে। কেন্দ্রীয় সরকারি কর্মী হলেই মোদী সরকার বিদেশ যাত্রার জন্য ভর্তুকি দেওয়ার কথা জানিয়েছে। মধ্য এশিয়ার পাঁচটি দেশে সরকারি ভর্তুকিতে ভ্রমণের সুযোগ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কম খরচে সরকারি কর্মীরা যেতে পারবেন উজবেকিস্তান, কাজাখাস্তান, তুর্কমেনিস্তান, কিরঘিজস্তান ও তাজিকিস্তানে।

কেন্দ্রীয় সরকার এই পাঁচ দেশের ভ্রমণকে লিভ-ট্র্যাভেল-ওকেশনের অধীনে আনতে চলেছে। এই এলটিসির অধীনে আবেদন করলেই মিলবে ভ্রমণ সংক্রান্ত সবরকম সাহায্য। ছুটি তো মিলবেই, সেইসঙ্গে মিলবে টিকিটের মূল্য। এই পাঁচ দেশে যেতে চাইলে বিনামূল্য টিকিট পাবেন কেন্দ্রীয় কর্মীরা। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে সুবিধা নিতে পারবেন ৪৮ লক্ষাধিক সরকারি কর্মী।

এশিয়ার এই পাঁচটি দেশের সঙ্গে সু-সম্পর্ক স্থাপনের সদিচ্ছা নিয়েই এই বিশেষ অফারের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এই দেশগুলির সঙ্গে সু-সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হচ্ছে। ভারতের খুব কাছে অবস্থিত, অথচ সে অর্থে সু-সম্পর্ক নেই দেশগুলির সঙ্গে, তাই ভ্রমণের সুযোগ তৈরি করে যোগাযোগ বাড়ানো হচ্ছে।

এদিকে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ সমালোচিতও হয়েছে। বিশেষ করে সরকারি কর্মীদের পিছনে এত খরচের বিষয়ে আপত্তি তোলা হয়েছে। বুদ্ধিজীবীমহলের একাংশের মত, যে দেশে খাদ্যের অভাব রয়েছে এখনও, সেই দেশের পক্ষে এ ধরনের বিলাসিতা মানায় না। সরকারি কর্মীদের পিছনে এই বিপুল খরচ না করে কোনও জনমুখী প্রকল্প নেওয়া যেত ওই টাকায়। তাঁদের কথায়, লোকসভা ভোটের দিকে চেয়েই এইসব পরিকল্পনা নেওয়া হচ্ছে।

English summary
Narendra Modi government decides to give allowances to employees for foreign tour. Before government assured to increase salary of employees and they also increases dearness allowances.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X