For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধাক্কা খেয়েও আশার আলো দেখতে পাচ্ছেন মোদী! উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তা প্রধানমন্ত্রীর

Google Oneindia Bengali News

নয়া কৃষি আইনে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ দেওয়ার মধ্য়েই, আজ 'প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা' প্রকল্পের পাঁচ বছর পূর্ণ হল৷ সেই উপলক্ষে এই প্রকল্পের সুবিধা পাওয়া সব কৃষকদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সঙ্গে এও জানালেন ফসল বিমা যোজনার আওতায় প্রচুর কৃষক এসেছেন৷

কোটি কোটি কৃষক এর ফলে উপকৃত হয়েছেন

কোটি কোটি কৃষক এর ফলে উপকৃত হয়েছেন

পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী মোদী দাবি করেন, ফসল উৎপাদনের ক্ষেত্রে ঝুঁকি কমেছে এবং কোটি কোটি কৃষক এর ফলে উপকৃত হয়েছেন৷ পাশাপাশি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় কৃষকরা কতটা উপকৃত হচ্ছেন, তা প্রধানমন্ত্রী মোদীর 'নমো অ্য়াপে'র মাধ্য়মে জানাতে বললেন তিনি৷

কী বলেন প্রধানমন্ত্রী মোদী?

কী বলেন প্রধানমন্ত্রী মোদী?

এদিন টুইট করে প্রধানমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কীভাবে কৃষকদের অধিকারকে কার্যকর করছে? এবং এই বিমা পেতে কতটা স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে? এই সব নিয়ে নমো অ্য়াপের মাধ্য়মে আপনাদের মতামত জানান৷' রাজনৈতিক মহলের মতে, মোদীর এই টুইট কার্যত কৃষি আইন নিয়ে চলা বিতর্কের বিরুদ্ধে প্রচারের কৌশল৷ আর তাই নয়া কৃষি আইনে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর, এবার কৃষকদের মন পেতে অন্য় রাস্তা বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী৷

মোদী সরকারকে নিশানা করেন রাহুল গান্ধী

মোদী সরকারকে নিশানা করেন রাহুল গান্ধী

উল্লেখ্য, গতকালই নয়া কৃষি বিল নিয়ে আবারও মোদী সরকারকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছিলেন, কৃষকদের বিভ্রান্ত করার বৃথা চেষ্টা চালাচ্ছে সরকার৷ আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা নয়া তিনটি কৃষি আইন বাতিল ছাড়া অন্য় কিছুতে সন্তুষ্ট হবে না৷ আর তারপরেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এভাবেই সরব হলেন রাহুল৷

কৃষকদের বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে সরকার

কৃষকদের বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে সরকার

রাহুল তাঁর টুইটে লেখেন, 'কৃষকদের বিভ্রান্ত করার ব্য়র্থ চেষ্টা চালাচ্ছে সরকার৷ কৃষকরা তাদের উদ্দেশ্য় সম্পর্কে অবগত রয়েছে এবং তাঁদের দাবিও স্পষ্ট৷ কৃষি বিরোধী আইন প্রত্য়াহার৷' গতকালই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নয়া কৃষি আইন নিয়ে আলোচনা করে সমাধান সূত্র বের করতে একটি কমিটি গঠনের করা হবে৷ তবে, কৃষক সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট কমিটি গঠন করলেও, তারা কমিটির সঙ্গে আলোচনায় যাবে না৷

English summary
Narendra Modi gives positive message as PM Fasal Bima Yojana completes 5 years amid SC set back
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X