For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পার্টির জন্য নয়, জনগণের কল্যাণে সংসদে আলোচনা চান মোদী, বার্তা বিরোধীদের

পাঁচ রাজ্যে ভোটের ফলাফল প্রকাশের দিনেই শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশনে। সেই অধিবেশনের উদ্বোধনী দিনে সংসদে উপস্থিত হয়ে সংসদ সদস্যদের জনগণের কল্যাণে কাজ করার বার্তা দিলেন নরেন্দ্র মোদী

  • |
Google Oneindia Bengali News

পাঁচ রাজ্যে ভোটের ফলাফল প্রকাশের দিনেই শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশনে। সেই অধিবেশনের উদ্বোধনী দিনে সংসদে উপস্থিত হয়ে সংসদ সদস্যদের জনগণের কল্যাণে কাজ করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর উপদেশ, আমি আশা করি সাংসদরা জনগণের কল্যাণে জনগণের জন্য সংসদে আলোচনা করবে, নিজেদের জন্য বা তাদের দলগুলোর জন্য নয়।

পার্টির জন্য নয়, জনগণের কল্যাণে সংসদে আলোচনা চান মোদী, বার্তা বিরোধীদের

উল্লেখ্য, পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে একাধিক বিষয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের ইস্তফা, সিবিআইয়ের গর্জন এবং রাফায়েল চুক্তি বিতর্ক নিয়ে এবার উত্তাল হতে পারে সংসদ। আবার শিবসেনার মতো দলগুলি অয়োধ্যায় রাম মন্দির নিয়ে সরব হবে।

[আরও পড়ুন: তেলাঙ্গানা নির্বাচনে টিআরএস-এর তুরুপের তাস কী ছিল! কোন গেমপ্ল্যানে মসনদের পথে কেসিআর-এর দল][আরও পড়ুন: তেলাঙ্গানা নির্বাচনে টিআরএস-এর তুরুপের তাস কী ছিল! কোন গেমপ্ল্যানে মসনদের পথে কেসিআর-এর দল]

প্রধানমন্ত্রী বলেন, এই অধিবেশন গুরুত্বপূর্ণ, জনসাধারণের গুরুত্বের অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে। আমি বিশ্বাস করি যে সংসদীয় সকল সদস্য এই মনোভাবকে সম্মান করবে এবং এগিয়ে নিয়ে যাবে আলোচনা। জনসাধারণের জন্য উদ্যোগ নেওয়া সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। তিনি আরও বলেন, মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা নিয়ে আলোচনা থেমে থাকা উচিত নয়। আমি আশা করি আমরা নির্ধারিত সময়ের চেয়ে বেশি কাজ করব।

[আরও পড়ুন:সেমিফাইনালেই স্পষ্ট হল ২০১৯-এর ফাইনালের ফল, মমতার টুইটে মোদী হটানোর বার্তা][আরও পড়ুন:সেমিফাইনালেই স্পষ্ট হল ২০১৯-এর ফাইনালের ফল, মমতার টুইটে মোদী হটানোর বার্তা]

সোমবার একটি সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেন, সংসদে জাতীয় গুরুত্বের বিষয় নিয়ে আলোচনা করার জন্য সরকার প্রস্তুত ছিল এবং বিরোধী দলগুলি নিশ্চিতভাবেই সুষ্ঠুভাবে কাজ করবে বলে বিশ্বাস করি। ওইদিন বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) ও সমাজবাদী পার্টি (এসপি) ব্যতীত এক ডজন বিরোধীদলকে নিয়ে ২০১৯-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এনডিএকে হারানোর জন্য মহাজোট গঠনের লক্ষ্যে নিয়ে আলাদাভাবে বৈঠক করেছে। বিরোধী দলগুলোর মধ্যে সেই ঐক্য সংসদেও প্রতিফলিত হতে পারে।

[আরও পড়ুন:কংগ্রেস মুক্ত হল উত্তর-পূর্ব ভারত, শেষ দুর্গ মিজোরামও খোয়াল রাহুলের দল ][আরও পড়ুন:কংগ্রেস মুক্ত হল উত্তর-পূর্ব ভারত, শেষ দুর্গ মিজোরামও খোয়াল রাহুলের দল ]

English summary
Narendra Modi gives message to opponent discussion for public welfare. He hopes lawmakers will spend time on public welfare, not their parties
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X