For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'Rozgar Mela'- এর মাধ্যমে ৭১ হাজার যুব'র হাতে appointment letter তুলে দিলেন মোদী

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! আর সেই নির্বাচনের আগেই কর্মসংস্থান ইস্যুতে একেবারে কোমর বেঁধে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ শুক্রবার ভিডিও কনাফারেন্সের মাধ্যমে রোজগার মেলাতে (Rozgar Mela) অংশ নেন

  • |
Google Oneindia Bengali News

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! আর সেই নির্বাচনের আগেই কর্মসংস্থান ইস্যুতে একেবারে কোমর বেঁধে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ শুক্রবার ভিডিও কনাফারেন্সের মাধ্যমে রোজগার মেলাতে (Rozgar Mela) অংশ নেন তিনি। আর সেখানে সরকারি বিভাগ এবং বিভিন্ন ক্ষেত্রে প্রায় ৭১ হাজার কর্মচারীর হাতে appointment letter তুলে দিলেন নরেন্দ্র মোদী।

আর সেখানেই তিনি বলেন, রোজগার মেলা আমাদের সুশাসনের একটি পরিচয় তৈরি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, প্রতিশ্রুতি পূরণে আমাদের অঙ্গীকারের একটি প্রমাণ বলেও মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী।

একাধিক সরকারি ক্ষেত্রে দেওয়া হল নিয়োগপত্র

একাধিক সরকারি ক্ষেত্রে দেওয়া হল নিয়োগপত্র

জানা জাচ্ছে, appointment letter পেয়েছেন এমন যুবারা বিভিন্ন সরকারি বিভাগে যেমন জুনিয়ার অফিসার, লোকো পাইলট, টেকনিশয়ন, কনস্টেবল, গ্রামীণ ডাক সেবক সহ একাধিক পদে নিয়োগ করা হবে। এছাড়াও নার্স-ডাক্তার সহ একাধিক যুবদের অন্যান্য ক্ষেত্রেও চাকরি সুযোগ করে দিয়েছে। তবে appointment letter তুলে দেওয়ার আগে বিভিন্ন চাকরি প্রার্থীদের সঙ্গে আলাপচারিতা সারেন প্রধানমন্ত্রী। কীভাবে সংঘর্ষ করে একটা জায়গাতে আসা এই সমস্ত বিষয়ে বিস্তারিত চর্চা হয় এদিনের এই অনুষ্ঠানে।

দেশজুড়ে ব্যাপক ভাবে পরিকাঠামো তৈরি হয়েছে।

দেশজুড়ে ব্যাপক ভাবে পরিকাঠামো তৈরি হয়েছে।

এছাড়াও এদিন একাধিক বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, গত ৮ বছরে গোটা দেশজুড়ে ব্যাপক ভাবে পরিকাঠামো তৈরি হয়েছে। আর এর ফলেই লক্ষাধিক চাকরির পদ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। আর তা সম্ভাবনার রাস্তা খুলে দিয়েছে। শুধু তাই নয়, ভয়ঙ্কর গতিতে এগোচ্ছে ভারত। আর সেই কারণে কর্মসংস্থানের বাজার ক্রমশ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী।

সরকার নিরন্তন কাজ করে যাচ্ছে

সরকার নিরন্তন কাজ করে যাচ্ছে

প্রধানমন্ত্রী বলেন, নিয়োগ প্রক্রিয়াতে একটা বড় বদল এসেছে দেশজুড়ে। আর তা সবাই অনুভুব করেছে বলে এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় পরিষেবাগুলির নিয়োগ প্রক্রিয়া আগের চেয়ে আরও দক্ষ এবং সময়বদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আর এই বিষয়ে আমাদের স্রকার নিরন্তন কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন মোদী। আর এই সমস্ত ক্ষেত্রে সরকারের কাজই ফুটে উঠছে বলে মন্তব্য করেছেন তিনি। কেন্দ্রীয় সরকার, এনডিএ এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে লাগাতার রোজগার মেলার আয়োজন করা হচ্ছে বলেও এদিন জানান প্রধানমন্ত্রী। প্রতিনিয়ত এই কর্মসংস্থান মেলাগুলো এখন আমাদের সরকারের পরিচয়ে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রোজগার মেলার আয়োজন করা হয়।

রোজগার মেলার আয়োজন করা হয়।

এর আগেও কয়েক দফাতে রোজগার মেলার আয়োজন করা হয়। কয়েক হাজার চাকরি প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেন মোদী সরকার। বলে রাখা প্রয়োজন, কর্মসংস্থান ইস্যুতে বারবার বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছে মোদী সরকার। এই অবস্থায় এই ধরণের মেলার আয়োজন করে চাকরি দেওয়া বিজেপি সরকারের কৌশলি সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে।

English summary
Narendra Modi gives appointment letter to 71,000 youth in Rozgar Mela
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X