For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য ২০১৯-এর নির্বাচন! সরকারের ৪ বছর পূর্তিতে এই রাজ্য থেকে প্রচার শুরু মোদীর

মোদী সরকারের ৪ বছর পূর্তি। সেই দিনটিকে সামনে রেখেই মন্ত্রিসভার সহকর্মীদের সরকারের সাফল্য নিয়ে সারা দেশে প্রচারের প্রস্তুতি।

  • |
Google Oneindia Bengali News

মোদী সরকারের ৪ বছর পূর্তি। সেই দিনটিকে সামনে রেখেই মন্ত্রিসভার সহকর্মীদের সরকারের সাফল্য নিয়ে সারা দেশে প্রচারের প্রস্তুতি। ২০১৯-এর লোকসভা এবং কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এনডিএ সরকারের সাফল্যগুলিকে তুলে ধরতে চায় সরকার।

লক্ষ্য ২০১৯-এর নির্বাচন! সরকারের ৪ বছর পূর্তিতে এই রাজ্য থেকে প্রচার শুরু মোদীর

চার বছর আগে ২০১৪-র ২৬ মে শপথ নিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার। সেই দিনেই সরাসরি মানুষের সামনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ মে ওড়িশার কটকে সভা রয়েছে তাঁর।

বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের চার বছরের পূর্তির ট্যাগ লাইন হল, 'মনজিল আ রহি হ্যায় পাস, দেশ কা বাধতা যাতা বিশ্বাস, সাফ নিয়ত, সহি বিকাশ'। যার সংক্ষেপ করলে দাঁড়ায়, 'সাফ নিয়ত, সহি বিকাশ'।

কেন্দ্রের তরফে বিরোধীদের অভিযোগের জবাব দেওয়া হবে ঘটনা ও পরিসংখ্যান দিয়ে। তুলে ধরা হবে, গরিবের পাশে থাকতে যে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেগুলিকে।

প্রধানমন্ত্রীর অফিসের তরফে ক্যাবিনেট মন্ত্রীরদের জন্য সূচি তৈরি করা হচ্ছে। যাঁরা রাজ্যে রাজ্যে গিয়ে চার বছরে সাধারণের জন্য যে সব প্রকল্পগুলি নেওয়া হয়েছে এবং যা উপকারে এসেছে, সেগুলি জনসংযোগের সময় তুলে ধরবেন। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিসগড়ের ভোটকে সামনে রেখে এবং ২০১৯-এর সাধারণ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগের লক্ষ্য রাখা হচ্ছে।

এর আগের বছরগুলিতে সরকারের বর্ষপূর্তির প্রচার রাখা হত দিন পনেরোর জন্য। কিন্তু সরকারের চতুর্থ বর্ষ পূর্তির প্রচার রাখা হচ্ছে আগামী কয়েকমাসের জন্য।

গরিবের হাতে ক্ষমতা এবং গ্রামীণ ভারতের দিকে লক্ষ্য রেখেই এগোতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিজেপির এমপিদেরও তাদের কেন্দ্রে নিয়ে প্রচারের সূচি রাখা হচ্ছে। সরকারের তরফে বের করা হতে পারে পুস্তিকাও।

মোদী সরকারের তরফে প্রচারে যে বিষয়গুলি তুলে ধরা হতে পারে, তার মধ্যে রয়েছে, স্মার্ট সিটি ও তাদের উন্নয়ন, নদী পরিষ্কার রাখতে নামামি গঙ্গা, কর্মসংস্থান, বিদেশি বিনিয়োগের মতো বিষয়। এছাড়াও তালিকায় থাকতে পারে, সড়ক নির্মাণ, পরিকাঠামো উন্নয়ন, মুদ্রা স্কিম, উজ্জ্বলা স্কিমের মতো সফর প্রকল্পও।

English summary
Narendra Modi to get into election mode from 26th May
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X