For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাদোদরায় মোদী, আদবানী গান্ধীনগর থেকেই

Google Oneindia Bengali News

ভাদোদরায় মোদী, আদবানী গান্ধীনগর থেকেই
নয়াদিল্লি, ২০ মার্চ : সব জল্পনার অবসান। শেষে গুজরাতের গান্ধীনগর থেকেই দাঁড়াচ্ছেন বিজেপির বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আদবানী। একইসঙ্গে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর দ্বিতীয় কেন্দ্রের নামও ঘোষণা করল বিজেপি। বারাণসীর পাশাপাশি ভাদোদরা থেকেও দাঁড়াবেন মোদী।

বিজেপির পঞ্চম তালিকাটি সম্পূর্ণ পড়ার জন্য এখানে ক্লিক করুন

বুধবার সন্ধ্যায় লোকসভা নির্বাচনের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। এই তালিকায় মোট ৬৭ জন প্রার্থীর তালিকা দেওয়া হয়েছে। সেখানে মোদী-আডবানীর পাশাপাশি হেমা মালিনীর কেন্দ্রও ঘোষণা করা হয়েছে। মথুরা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এদিন বৈঠকে উপস্থিত ছিলেন না আদবানী। খবর গান্ধীনগর থেকে ফের নির্বাচনে লড়তে ইচ্ছুক ছিলেন না আডবানী। রাজনাথ সিংযের কাছে ভোপাল থেকে লড়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিটি তাঁর অনুরোধ খারিজ করে দিয়েছে। এমনকী মোদী নিজে ফোন করেও আডবানীকে গান্ধীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুরোধ করেন বলে খবর।

পুরনো কেন্দ্র গান্ধীনগর নয়, আদবানী চেয়েছিলেন ভোপাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে

যদিও কেন্দ্রীয় নির্বাচন কমিটির এই সিদ্ধান্তে খুশি নয় লালকৃষ্ণ আদবানী। তিনি ভোপাল কেন্দ্র থেকে নির্বাচন লড়ার বিষযে অনড়। সূত্রের খবর অনুযায়ী, এবিষয়ে লালকৃষ্ণ আদবানীর সঙ্গে কথা বলতে বৃহস্পতিবার সকালে তাঁর বাড়িতে যান নরেন্দ্র মোদী। গান্ধীনগর কেন্দ্র থেকে লড়ার বিষয়ে রাজি করাতেই সকাল সকাল তাঁর বাড়িতে মোদী হাজির হন।

এদিকে প্রশ্ন উঠছে দুই কেন্দ্র থেকে মোদীর লড়াইয়ে নামা নিয়েও। এনিয়ে মোদীকে কটাক্ষ করতে ছা়ড়েনি কংগ্রেস। কংগ্রেস নেতৃত্বের দাবী, নিজের জয়ের বিষয়ে নিশ্চিত নয় মোদী। তাই একটা নিরাপদ কেন্দ্র বেছেও স্বস্তি পাচ্ছেন না তিনি। তাই দ্বিতীয় নিরাপদ কেন্দ্রটিও দেওয়া হল মোদীকে। এর থেকেই বোঝা যায়, দেশে মোদী হাওয়া চলছে বলে বিজেপি যে প্রচারে নেমেছে তা নিয়ে দলের মধ্যেই শঙ্কা রয়েছে। তাই মোদীকে দুটি কেন্দ্র থেকে লড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

কংগ্রেসকে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। বিজেপির দাবি, ক্ষমতায় আসতে গেলে উত্তরপ্রদেশের কেন্দ্রগুলি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তা জানেন নরেন্দ্র মোদী। সেই কারণেই উত্তরপ্রদেশের একটি কেন্দ্র থেকে নিজে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের বিজেপি নেতা-কর্মীদের মনোবাল বাড়াতে চাইছেন তিনি। এদিকে গুজরাট বিজেপিও চাইছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং যার কাঁধে ভর করে গুজরাটের এই উন্নয়ন, সে নিজে গুজরাতের একটি কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করুন। সেই কারণেই বারাণসীর পাশাপাশি ভাদোদরা থেকেও মোদীকে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

যদিও বিজেপির এই ব্যাখ্যাকে আমল দিতে নারাজ কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি।

English summary
BJP's 5th list: Narendra Modi from Vadodra and L K Advani from Gandhinagar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X