For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেকারত্বের সমস্যা ঘোচাতে মোদী ২.০ -র নতুন রোডম্যাপ! তৈরি 'ক্যাবিনেট প্যানেল'

মোদীর জমানাতেই ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব দেখা গিয়েছে। এই রিপোর্ট খোদ কেন্দ্রেরই । এরপরই নড়েচড়ে বসেছে মোদী সরকার ২.০।

  • |
Google Oneindia Bengali News

মোদীর জমানাতেই ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব দেখা গিয়েছে। এই রিপোর্ট খোদ কেন্দ্রেরই । এরপরই নড়েচড়ে বসেছে মোদী সরকার ২.০। নতুন সরকার এবার দেশে অর্থলগ্নি আর বিনিয়োগ বাড়িয়ে , ১৩০ কোটির দেশেরে বেকারত্ব সমস্যা লাঘব করার বিষয়ে সচেষ্ট হয়েছে।

 মোদীর গেমপ্ল্যান

মোদীর গেমপ্ল্যান


অর্থলগ্নি দেশে বাড়িয়ে তুলতে ও আরও চাকরির সুযোগ বাড়াতে মোদী সরকার দুটি উচ্চ পর্যায়ের ক্যাবিনেট প্যানেল তৈরি করে দিয়েছে। আর্থিক লগ্নির দিকটি এই দুটি প্যানেল দেখতে থাকবে।

 বাজেটের আগে বড় চাল

বাজেটের আগে বড় চাল

সামনেই মোদী ২.০ মন্ত্রিসভার বাজেট। আর তার ঠিক একমাস আগে, এভাবেই ঘুঁটি সাজিয়ে চলেছে মোদী মন্ত্রিসভা। আগামী ৫ জুলাই সংসদে বাজেট অধিবেশন। তার আগে অর্থলগ্নির বিষয়টির ওপর জোর দিতে চাইছে সরকার।

মোট ৮ টি কমিটি

মোট ৮ টি কমিটি

বেকারত্ব ঘোচাতে এমন প্যানেল গঠন আগে দেখা যায়নি। মোট ৮ টি কমিটি গঠন করা হয়েছে। এগুলি হল , আর্থিক বিষয়ক, স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক, বিনিয়োগ ও বৃদ্ধি বিষয়ক, চাকরি বিষয়ক ইত্যাদি। এদিকে, আর্থিক লগ্নি বিষয়ক প্যানেলের প্রধান হিসাবে তার তত্ত্বাবধান করবেন স্বয়ং প্রধানমন্ত্রী ।

 আর্থিকলগ্নির প্যানেলে কোন কোন মন্ত্রীরা?

আর্থিকলগ্নির প্যানেলে কোন কোন মন্ত্রীরা?


আর্থিক লগ্নি টানতে যে প্যানেল গঠিত হয়েছে,তার মধ্যে রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বাণিজ্য বিষয়কমন্ত্রী পীযূষ গোয়ল। রয়েছেন নীতিন গড়করিও। সবমিলিয়ে বাজেটের আগে এই প্যানেল নিয়ে আশার আলো দেখছে মোদী সরকার।

English summary
Narendra Modi forms Cabinet panels to look into unemployment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X