For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এর সুর বেঁধে দিলেন মোদী, উঠল নতুন স্লোগান- ‘অজেয় ভারত, অটল বিজেপি’

২০১৯ মহাযুদ্ধ-জয়ের লক্ষ্য স্থির করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় কর্মসমিতির বৈঠকের শেষ দিনে মোদীর বক্তব্যে উঠে এলে কংগ্রেস থেকে শুরু করে মহাজোট প্রসঙ্গ।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ মহাযুদ্ধ-জয়ের লক্ষ্য স্থির করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় কর্মসমিতির বৈঠকের শেষ দিনে মোদীর বক্তব্যে উঠে এলে কংগ্রেস থেকে শুরু করে মহাজোট প্রসঙ্গ। ২০১৯-এর লড়াইয়ে তাঁদের প্রতিপক্ষ কে, কোন পথে সেই শক্তিকে পরাস্ত করা সম্ভব- সব সুর এক বক্তৃতায় বেঁধে দিলেন নরেন্দ্র মোদী। স্লোগান তুললেন- 'অজেয় ভারত, অটল বিজেপি'।

২০১৯-এর সুর বেঁধে দিলেন মোদী, উঠল নতুন স্লোগান- ‘অজেয় ভারত, অটল বিজেপি’

দুদিনের বৈঠকে উপস্থিত থেকে অঙ্ক কষেছেন মোদী। তারপর একেবারে শেষ বক্তা হিসেবে মঞ্চে উঠে দক্ষ অধিনায়কের মতোই জয়ের পথ নির্দিষ্ট করে দিলেন তিনি। কোন মন্ত্রে আসবে সেই বহু আকাঙ্খিত জয়, তাও স্পষ্ট করে দিলেন 'সবকা সাথ সবকা বিকাশে'র স্লোগান তোলা প্রধানমন্ত্রী। অমিত শাহ দাবি করেছিলেন আগামী ৫০ বছর তাঁদের হাতেই থাকবে দেশ চালনার ভার। আর মোদী সেই ভবিষ্যৎ বাণীর দিকে না গিয়ে বললেন, তুলনা করুন কংগ্রেসের ৪৮ বছরের সঙ্গে আমাদের ৪৮ মাসের। তাহলে নিজেরাই বুঝতে পারবেন দেশ কোন দিকে এগিয়েছে।

২০১৯-এর সুর বেঁধে দিলেন মোদী, উঠল নতুন স্লোগান- ‘অজেয় ভারত, অটল বিজেপি’

[আরও পড়ুন: জেল থেকে ছাড়া পেতে চলেছেন রাজীবের হত্যাকারীরা! রাজ্যপালকে বার্তা দিল তামিলনাড়ু সরকার][আরও পড়ুন: জেল থেকে ছাড়া পেতে চলেছেন রাজীবের হত্যাকারীরা! রাজ্যপালকে বার্তা দিল তামিলনাড়ু সরকার]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, বিরোধীদের নেতা নেই, নীতি নেই, নেই রণনীতিও। কংগ্রেস গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। আর ছোট ছোট দলকে নিয়ে যে মহাজোট গড়া হচ্ছে, তা হল নীতিহীনদের জোট। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাঞ্জলি দেন মোদী। তিনি বলেন, ভারতের আকাশে অটল-সূর্য অস্ত গিয়েছে। তাঁর স্মরণেই ২০১৯-এর স্লোগান- 'অজেয় ভারত, অটল বিজেপি'। এই মন্ত্রেই আসবে বহু আকাঙ্খিত জয়। হবে ২০১৯-এর লক্ষ্যপূরণ।

[আরও পড়ুন:হয়ে যাক ৪৮ বনাম ৪৮-এর যুদ্ধ! গ্রহণযোগ্যতা হারানো কংগ্রেসকে চ্যালেঞ্জ বিজেপির][আরও পড়ুন:হয়ে যাক ৪৮ বনাম ৪৮-এর যুদ্ধ! গ্রহণযোগ্যতা হারানো কংগ্রেসকে চ্যালেঞ্জ বিজেপির]

[আরও পড়ুন: নেতা নেই, নীতি নেই বিরোধীদের,'অজেয় মোদী'মন্ত্রে নতুন ভারত গড়ার ডাক বিজেপির][আরও পড়ুন: নেতা নেই, নীতি নেই বিরোধীদের,'অজেয় মোদী'মন্ত্রে নতুন ভারত গড়ার ডাক বিজেপির]

English summary
Narendra Modi fixes the target to win 2019 Loksabha Election. He gives slogan remembering Atal Bihari Vajpeyee for 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X