For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের ‘ন্যায়’ শুধুই ভোটের চমক, ‘অন্যায়ে’র শিখ দাঙ্গার কী হবে, প্রশ্ন মোদীর

কংগ্রেস যে ‘ন্যায়ে’র কথা বলছে, তা শুধু ভোটের চমক, কাজের নয়। কারণ কংগ্রেস কখনও ন্যায় দিতে পারেনি, এবার ন্যায় দেবে বিজেপিই।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস যে 'ন্যায়ে'র কথা বলছে, তা শুধু ভোটের চমক, কাজের নয়। কারণ কংগ্রেস কখনও ন্যায় দিতে পারেনি, এবার ন্যায় দেবে বিজেপিই। শনিবার তামিলনাড়ুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর নির্বাচনী জনসভা থেকে এভাবেই সরব হলেন রাহুলর গান্ধীর দেয় প্রতিশ্রুতির প্রতিবাদে। তিনি প্রশ্ন তোলেন, কংগ্রেস কি এখনও ১৯৮৪ সালের শিখ দাঙ্গায় ন্যায় দিতে পেরেছে?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, শুধু শিখ দাঙ্গাই নয়, দলিতদের উপর নির্যাতন এবং ভোপাল গ্যাস ট্র্যাজেডির কোনও বিচার পাননি মানুষ। এতদিন কংগ্রেস কোনও ন্যায় দিতে পারেনি। এখন ন্যায় প্র্কল্প এনে দেশকে ন্যায় দেওয়ার অঙ্গীকার করছে। বলছেন, এবার ন্যায় পাবে মানুষ।

রাহুলের ‘ন্যায়’ ভোটের চমক, ‘অন্যায়ে’র সাজা নিয়ে প্রশ্ন মোদীর

মোদী বলেন, ৬০ বছর ধরে শুধু অন্যায় করে গিয়েছে কংগ্রেস। কোনও ন্যায় দিতে পারেনি, দেশের মানুষ শুধুই অবিচারের শিকার হয়েছে কংগ্রেসি শাসনে। আমি কংগ্রেস দলকে জিজ্ঞেস করতে চাই যারা ১৯৮৪ সালের শিখ দাঙ্গার শিকার, তাদের প্রতি কী ন্যায় করবে কংগ্রেস।

কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী দুদিন আগেই সভা করে গিয়েছিলেন। তারপর একই ময়দানে নির্বাচনী সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দাবি করেন, কংগ্রেস ও দুর্নীতি পরস্পরের বন্ধু ছিল। কখনও কখনও ভুল করে, তারা সত্য কথা বলতে শুরু করে। কিন্তু সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারে না।

প্রধানমন্ত্রী বলেন, বহু কুখ্যাত ঘটনা কংগ্রেস শাসনের সময় ঘটেছিল। যদি রাহুল গান্ধী বিজেপির হিন্দুত্ব লাইনকে লক্ষ্যবস্তু করার জন্য তামিল গর্ব এবং দ্রাবিড় উত্তরাধিকারকে আহ্বান জানান, তাহলে মোদিও তৈরি তার মোকাবিলায়। তিনি তামিলনাড়ুর আধ্যাত্মিকতা, এআইএডএমকে নেতা এম জি রামচন্দ্রন, জে জয়ললিতা এবং শ্রীলঙ্কান তামিলদের কল্যাণের কথা বলেন।

মোদি বলেন, আমি মহান এমজিআর এবং জয়ললিতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। ভারতের এই দুই আইকন দেশকে গর্বিত করেছে। তাঁরা গরিবদের জন্য কাজ করেছেন। তাঁদের সামাজিক কল্যাণ প্রকল্পের দ্বারা লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্যতা থেকে মুক্ত হয়েছে।

English summary
Narendra Modi criticizes Rahul Gandhi on his ‘NYAY’ project. He questions about Shikh Riot in campaign of Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X