For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী যদি এতই খারাপ, তবে হারাতে মহাজোট কেন, তীব্র কটাক্ষ ‘মজবুর’ বিরোধীদের

আসন্ন লোকসভা নির্বাচনের আগে জোটের মোকাবিলায় এবার আসরে নামলেন স্বয়ং প্রধানমন্ত্রী। তিনি একদিন আগেই ‘মজবুর জোট, মজবুত বিজেপি’ স্লোগানে একহাত নিয়েছিলেন বিরোধীদের।

Google Oneindia Bengali News

আসন্ন লোকসভা নির্বাচনের আগে জোটের মোকাবিলায় এবার আসরে নামলেন স্বয়ং প্রধানমন্ত্রী। তিনি একদিন আগেই 'মজবুর জোট, মজবুত বিজেপি' স্লোগানে একহাত নিয়েছিলেন বিরোধীদের। এবার বিরোধী জোটকে সরাসরিক কটাক্ষ করলেন। মোদী নিজেই ঢাল হয়ে দাঁড়িয়ে প্রশ্ন তুললেন, মোদী যদি এতই খারাপ তাহলে মোদীকে হারাতে জোট কেন?

‘মোদী যদি এতই খারাপ, তবে হারাতে মহাজোট কেন’

এতদিন বিজেপি জোটকে উপেক্ষা করে আসছিল, এবার মোদীর এই মন্তব্যে জোট আরও গুরুত্ব পেয়ে গেল। বিশেষ করে উত্তরপ্রদেশে সপা-বসপার জোট হয়ে যাওয়ায় যে প্রবল চাপে পড়ে গেলেন মোদী তা স্পষ্ট হয়ে গেল তাঁর মন্তব্যে। উল্লেখ্য, উত্তরপ্রদেশে বুয়া-ভাতিজার জোট ঘোষণার অদ্যাবধি পরেই মায়বাতী দাবি করেছিলেন, এই জোট মোদী-শাহর ঘুম উড়িয়ে দেবে।

২৪ ঘণ্টা যেতে না যেতেই সেই কথা যে বৃথা নয়, তার প্রমাণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতদিন এই জোটকে সুবিধাবাদী তথা মজবুর জোট বলে কটাক্ষ করছিলেন, এবার তিনি জোটকে কটাক্ষ করতে গিয়ে গুরুত্ব দিয়ে বসলেন। তিনি বলেন, আমাদের বিরোধীরা বড্ড বেশি বিভ্রান্ত।

তাঁর কথায়, মোদী যদি খারাপ তাহলে তাঁকে হারাতে জোট গড়ার কী আছে, এমনি এমনিই মোদী হারবে। মোদী খারাপ, সরকার কাজ করছে না, এসব বলেই চলেছে, আবার মোদীকে হারাতে সুবিধাবাদী জোট করছে। যারা কিছুদিন আগে পর্যন্ত শত্রু ছিল, তারা এখন মোদীকে হারাতে একজোট হচ্ছে। তিনি বলেন, মোদী খারাপ যখন হাত মেলানোর কী আছে। মোদী তো খারাপ, তাঁকে কেউ পছন্দ করে না, সে তো ভোটই পাবে না তাহলে। বিরোধীদের কথায়, জোট ভাঙতেই মোদী এসব বলছেন। মোদীজি আসলে ভয় পেয়ে গিয়েছেন।

English summary
Narendra Modi criticizes opposition alliance in Loksabha Election 2019. He says why big alliance to defeat Modi if Modi is very bad?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X