For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এ 'নেশন ফার্স্ট' বনাম 'ফ্যামিলি ফার্স্ট'! ভোট-প্রচারে কংগ্রেসকে খোঁচা মোদীর

দেশ আগে না পরিবার? কর্ণাটকের নির্বাচনী জনসভায় গিয়ে ফের নরেন্দ্র মোদী পরিবারতন্ত্রের বোমা ছাড়লেন একযোগে কংগ্রেস ও জেডিএসের দিকে।

Google Oneindia Bengali News

দেশ আগে না পরিবার? কর্ণাটকের নির্বাচনী জনসভায় গিয়ে ফের নরেন্দ্র মোদী পরিবারতন্ত্রের বোমা ছাড়লেন একযোগে কংগ্রেস ও জেডিএসের দিকে। সর্বাত্মক আক্রমণে তিনি বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে এবার আদতে লড়াই নেশন ফার্স্ট বনাম ফ্যামিলি ফার্স্টের। কংগ্রেস ও জেডিএসকে এদিন একযোগে পরিবারতন্ত্রের খোঁচা দেন নরেন্দ্র মোদী।

২০১৯-এ নেশন ফার্স্ট বনাম ফ্যামিলি ফার্স্ট! ‘২0 শতাংশ কমিশনের সরকার’ খোঁচা মোদীর

এদিন কর্ণাটকের কংগ্রেস সরকারকে '২0 শতাংশ কমিশনের সরকার' বলে তোপ দাগেন নরেন্দ্র মোদী। জোটের। কংগ্রেস ও জেডিএস জোটের একটাই মিশন, তা হল কমিশন। এই জোটকে "একমাত্র মিশন কমিশন" দুর্নীতি বলে তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, কর্ণাটকের বিগত সিদ্দারামাইয়া সরকার ছিল ১০ শতাংশ কমিশনের সরকার। কুমারস্বামীর সরকার ২০ শতাংশ কমিশনের।

প্রধানমন্ত্রী এদিন প্রশ্ন ছোড়েন, এই লোকসভায় আপনারা কার পক্ষে। আপনাদের কাছে জাতি প্রথম, নাকি প্রথম পরিবার? সেই সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরই। তিনি কর্ণাটক থেকে দেশবাসীর সামনে এই প্রশ্নই উত্থাপন করেন।

[আরও পড়ুন: ২০১৯-এ সিঁদুরে মেঘ অপেক্ষা করছে বিজেপির জন্য, ফাঁস আরএসএসের গোপন রিপোর্ট][আরও পড়ুন: ২০১৯-এ সিঁদুরে মেঘ অপেক্ষা করছে বিজেপির জন্য, ফাঁস আরএসএসের গোপন রিপোর্ট]

প্রধানমন্ত্রী মোদী বলেন, সারা দেশে তাঁর সরকার প্রত্যাবর্তনের হাওয়া উঠেছে। সেই হাওয়াই ঝড় হয়ে উড়িয়ে দেবে সমস্ত বিরোধী দলকে। বিরোধীদের অনৈতিক জোট উড়ে যাবে মোদী হাওয়ার কাছে। তার প্রধান কারণ বিরোধীদের কাছে মোদী হটাও ছাড়া কোনও ইস্যু নেই। প্রথম পর্যায়ের নির্বাচনে বিরোধীরা সাফ হয়ে গিয়েছে বলেই অভিমত মোদীর।

[আরও পড়ুন: 'বাংলায় আছি মানে যেন পাকিস্তানে আছি', বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক লকেট][আরও পড়ুন: 'বাংলায় আছি মানে যেন পাকিস্তানে আছি', বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক লকেট]

এদিন মোদী বলেন, ফের এক বার বিজেপি সরকার আসছে। এই বিশাল জনতাই সেই অনুমোদন দিয়েছে। তাই বলছি ফের একবার মোদি সরকার। প্রধানমন্ত্রী তার বক্তৃতার শেষে, সমাজের প্রতিটি স্তরের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেকে চৌকিদার বলে তুলে ধরেন। কিনি একজন ইমানদার চৌকিদার বলে জানান।

English summary
Narendra Modi criticizes Congress and JDS government in Karnataka. He says the Lok Sabha Election of 2019 in fight between nation first versus family first,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X