For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জুডাস'-এর সঙ্গে তুলনা বিজয়নের, কেরলের বামদুর্গে পদ্ম ফোটাতে ঝোড়ো ব্যাটিং মোদীর

Google Oneindia Bengali News

মেট্রোম্যান ই শ্রীধরণের হয়ে প্রচার করতে এদিন কেরলে গিয়েছিলেন বিজেপির সব থেকে বড় নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেখানে গিয়েই পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন ক্ষমতাসীন বামজোটকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেন মোদী। এদিন নরেন্দ্র মোদী বলেন, 'যীশু খ্রিষ্টের সঙ্গে জুডাস যেভাবে একটি রুপোর টুকড়োর জন্য বিশ্বাসঘাতকতা করেছে, ঠিক সেভাবেই এই সরকার কয়েক টুকড়ো সোনার জন্য কেরলের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।'

বাম-কংগ্রেসের ম্যাচ ফিক্সিং

বাম-কংগ্রেসের ম্যাচ ফিক্সিং

এদিন নরেন্দ্র মোদী বলেন, 'বহু বছর ধরে এই বিষয়টাকে গোপনীয় রাখার চেষ্টা হয়েছিল যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এবং সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ আদতে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। এই প্রথমবার ভোটাররা প্রশ্ন তুলছেন যে এই ম্যাচ ফিক্সিং কেন? পাঁচ বছর ধরে একটি দল লুঠ চালায়, পরের পাঁচ বছর অন্য দল লুঠ চালায়।'

ই শ্রীধরণের প্রশংসায় মোদী

ই শ্রীধরণের প্রশংসায় মোদী

এদিন প্রধানমন্ত্রী অভিযোগ করেন, 'দুটি দলই নিজেদের মতো করে টাকা তোলার পন্থা রয়েছে। কংগ্রেস তো সূর্যের রশ্মিকেও রেয়াত করে না।' উল্লেখ্য কেরলের পালাক্কড়ে বিজেপি প্রার্থী করেছে ই শ্রীধরণকে। ৮৮ বছর বয়সী এই ইঞ্জিনিয়রকেই সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরেছে বিজেপি। যদিও এটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি।

'কেরলের উন্নতির জন্য নিজেকে সমর্পণ করে দিয়েছেন মেট্রোম্যান'

'কেরলের উন্নতির জন্য নিজেকে সমর্পণ করে দিয়েছেন মেট্রোম্যান'

এদিন ই শ্রীধরণের প্রশংসায় নরেন্দ্র মোদী বলেন,'ভারতকে আধুনিক বানানোর লক্ষ্যে দুর্দান্ত কাজ করেছেন মেট্রোম্যান ই শ্রীধরণ। সমাজের সব স্তরের মানুষ ই শ্রীধরণকে সম্মান করেন, ভালোবাসেন। তিনি কেরলের উন্নতির জন্য নিজেকে সমর্পণ করে দিয়েছেন। কেরলের সত্যিকারের সন্তানের মতোই তিনি এই রাজ্যের স্বার্থে সব সময় দাঁড়িয়ে থেকেছেন।'

কেরলকে এগিয়ে নিয়ে যেতে চায় বিজেপি

কেরলকে এগিয়ে নিয়ে যেতে চায় বিজেপি

এদিন প্রধানমন্ত্রী বলেছেন, 'বিজেপি সব সময় চায় কেরলকে এগিয়ে নিয়ে যেতে। রাজ্যের যুবক, পেশাদাররা বিজেপিকে সমর্থন করেছেন। শুধে কেরলেই নয়, সারা ভারতেই একই পরিস্থিতি। সরকার কৃষকদের উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তবে কেরলে ইউডিএফ এবং এলডিএফ-এর বারে বারে রাস্তা অবরোধের কারণে উন্নয়ন শ্লথ হয়ে পড়েছে। কৃষকদের জন্য ন্যুনতম সহায়ক মূল্যের ঘোষণা করা হয়েছে। রাজ্যে দ্রুত উন্নয়ন হবে।'

প্রচারের শেষ দিনে নন্দীগ্রামে রোড শো-তে অমিত শাহ ও শুভেন্দু অধিকারী

English summary
Narendra Modi compared Pinarai Vijayan to Judas in Kerala while campaigning for E Sreedharan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X