For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেন্নাই সফরে এসে তামিল ভাষা ও দক্ষিণের সংস্কৃতি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদী

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার ‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেন্নাই সফরে গিয়ে বিশেষ জায়গা হিসাবে তামিলনাড়ুর প্রশংসা করা পাশাপাশি তামিল ভাষাকে চিরন্তন এবং এর সংস্কৃতিকে বিশ্বব্যাপী বলে প্রশংসা করেছেন। নতুন সম্পূর্ণ হওয়া প্রজেক্টের উদ্বোধন এবং রাস্তা, রেলওয়ে ও আবাসন সেক্টরের নতুন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের পর মোদী তাঁর ভাষণে তামিলের প্রশংসায় জাতীয়তাবাদী কবি সুব্রহ্মণ্যম ভারতীর জনপ্রিয় শ্লোক উদ্ধৃত করেন এবং জানান যে প্রত্যেক ক্ষেত্রেই তামিলনাড়ুর কেউ না কেউ পারদর্শী ছিলেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই ভাষা বিতর্কে সরগরম হয়ে উঠেছিল গোটা দেশ। সেই সময় দক্ষিণের এই রাজ্যের বহু রাজনৈতিকবিদ থেকে ফিল্মস্টার হিন্দি ভাষার বিপক্ষে গিয়ে কথাও বলেছেন। তাঁদের মতে, কেন্দ্র সরকার হিন্দি ভাষাকে চাপিয়ে দিচ্ছে রাষ্ট্রভাষার তকমা দিয়ে।

তামিল ভাষা ও দক্ষিণের সংস্কৃতি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদী


নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে এসে বলেন, '‌তামিল ভাষা ও সংস্কৃতিকে জনপ্রিয় করতে সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এই বছরের জানুয়ারিতে, চেন্নাইতে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিলের নতুন ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছিল। নতুন ক্যাম্পাস সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের অর্থায়নে তৈরি হয়েছে।’‌ মোদী এও বলেন, '‌জাতীয় শিক্ষা নীতি (‌এনইপি)‌ ভারতীয় ভাষাগুলির প্রচারকে বিশেষ গুরুত্ব দেয়। জাতীয় শিক্ষা নীতির কারণে স্থানীয় ভাষায় কারিগরি ও মেডিক্যাল কোর্স করা যায়। এটি তামিলনাড়ুর তরুণদের উপকৃত করবে।’‌

নরেন্দ্র মোদী এর পাশাপাশি দক্ষিণের এই রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়েও কথা বলেন। তিনি বলেন, '‌দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এবং চেন্নাই বন্দরকে অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে, শহরে মাল্টি–মডেল লজিস্টিক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আমাদের সরকার দেশের অন্যান্য অংশে এই ধরনের পার্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ’‌। শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। তিনি এদিন বলেন, '‌কঠিন সময় পার করছে শ্রীলঙ্কা। আমি নিশ্চিত আপনারা সবাই এটা নিয়ে চিন্তিত। শ্রীলঙ্কার ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসাবে, ভারত এই দেশটিকে আর্থিক সহায়তা, খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছে।’‌

এদিন মোদী জানিয়েছেন যে নেরালুরু থেকে ধর্মপুরী এবং মীনসুরুত্তি থেকে চিদাম্বরম রেলওয়ের অনুমোদনের অনেক সুবিধা পাবে এই রাজ্য। মোদী খুশি যে পাঁচটি রেলস্টেশন পুনর্নির্মাণ করা হচ্ছে। ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখে এই আধুনিকায়ন ও উন্নয়ন করা হচ্ছে। এছাড়াও বেঙ্গালুরু–চেন্নাই এক্সপ্রেসওয়ে দু’‌টি প্রধান বৃদ্ধির কেন্দ্রকে সংযুক্ত করবে। চেন্নাই বন্দর থেকে মাদুরভোয়ালকে সংযোগকারী চার লেনের এলিভেটেড রাস্তা চেন্নাই বন্দরকে আরও দক্ষ করে তুলবে এবং শহরের যানজট কমিয়ে দেবে বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদী।

 লক্ষ্য ২০২৪-এর লোকসভা! বিরোধীদের কাত করতে ২০২৬-র পদ্ধতি অনুসরণ, বুথকে শক্তিশালী করতে পরিকল্পনা বিজেপির লক্ষ্য ২০২৪-এর লোকসভা! বিরোধীদের কাত করতে ২০২৬-র পদ্ধতি অনুসরণ, বুথকে শক্তিশালী করতে পরিকল্পনা বিজেপির

English summary
During his visit to Chennai, Prime Minister Narendra Modi praised the Tamil language
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X