For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমের খেলো ইন্ডিয়া অনুষ্ঠানের উদ্বোধন কর্মসূচী বাতিল করলেন নরেন্দ্র মোদী

অসমের খেলো ইন্ডিয়া অনুষ্ঠানের উদ্বোধন কর্মসূচী বাতিল করলেন নরেন্দ্র মোদী

Google Oneindia Bengali News

অসমে নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভ–প্রতিবাদের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুয়াহাটিতে তাঁর অনুষ্ঠান বাতিল করলেন। জানা গিয়েছে, ১০ জানুয়ারি গুয়াহাটিতে খেলো ইন্ডিয়া ইউথ গেমস ২০২০–এর উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু অসম জুড়ে যে ধরনের অশান্তির সৃষ্টি হয়েছে, তার জন্য প্রধানমন্ত্রীকে অসমের কর্মসূচী বাতিল করতে হয়েছে। খেলো ইন্ডিয়া গেমসের সিইও অবিনাশ যোশী বলেন, '‌আমরা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু এখনও পর্যন্ত কোনও নিশ্চিত খবর আসেনি। কিন্তু আমরা জানতে পেরেছি যে তিনি এই অনুষ্ঠানে আসবেন না।’‌

অসমের খেলো ইন্ডিয়া অনুষ্ঠানের উদ্বোধন কর্মসূচী বাতিল করলেন নরেন্দ্র মোদী


সিএএ নিয়ে অসমের বিভিন্ন অংশে বিক্ষোভ প্রদর্শন করা আসু জানিয়েছে যে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দিলে বিশাল আন্দোলন শুরু হবে অসমে। এর আগেও এই বিক্ষোভের কারণে বাতিল করা হয় ভারত–জাপান সামিটও। যা ১৫ থেকে ১৭ ডিসেম্বর গুয়াহাটিতে হওয়ার কথা ছিল। এই সামিটে মোদী ও জাপানের শিনজো আবের বৈঠক হওয়ার কথা ছিল। প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পাশ হওয়ার পর থেকেই গোটা অসম জুড়ে চলছে বিক্ষোভ–প্রতিবাদ। এই ঘটনায়া চারজন বিক্ষোভকারী পুলিশের গুলিতে মারা গিয়েছে। ২০১৮ সালে খেলো ইন্ডিয়া গেমসের সূচনা হয়। তৃতীয় বছরের এই গেমস ১০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে।

'আজমল গ্যাং'কে ভয় পাচ্ছে বিজেপি, প্রভাবশালী মন্ত্রীর কথায় চাঞ্চল্য'আজমল গ্যাং'কে ভয় পাচ্ছে বিজেপি, প্রভাবশালী মন্ত্রীর কথায় চাঞ্চল্য

English summary
All Assam Students’ Union (AASU), a students' body which has been leading protests against CAA in multiple places in Assam has warned of huge demonstrations if the PM attends the event,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X