For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এ হার অনিবার্য মোদীর! মমতা-রাহুলে নয়, পতন ‘টু ইয়ার এফেক্ট থিয়োরি’তে

২০১৯-এও কি কাকতালীয়ভাবে ঘটতে চলেছে সেই একই ঘটনার পুনরাবৃত্তি! এবারও কি ‘টু ইয়ার এফেক্ট থিয়োরি’তে পতন অনিবার্য কেন্দ্রের সরকারের!

Google Oneindia Bengali News

২০১৯-এও কি কাকতালীয়ভাবে ঘটতে চলেছে সেই একই ঘটনার পুনরাবৃত্তি! এবারও কি 'টু ইয়ার এফেক্ট থিয়োরি'তে পতন অনিবার্য কেন্দ্রের সরকারের! পরিবেশ-পরিস্থিতি কিন্তু তা-ই ইঙ্গিত করছে। ইন্দিরা গান্ধী থেকে মনমোহন সিং, ইন্দ্রকুমার গুজরাল থেকে অটলবিহারী বাজপেয়ী সরকারের পতন হয়েছিল যে থিয়োরিতে, মোদী সরকারেরও পতন সেই পথেই হতে পারে।

২০১৯-এ হার অনিবার্য মোদীর! মমতা-রাহুলে নয়, পতন ‘টু ইয়ার এফেক্ট থিয়োরি’তে

এ ঘটনা একেবারেই কাকতালীয়। কিন্তু বারেবারেই ঘটেছে। আর বারেবারেই পতন ডেকে এনেছে কেন্দ্রীয় সরকারের। হয়তো জাতীয় রাজনীতির অঙ্কে এই ঘটনার সঙ্গে কেন্দ্রীয় সরকারের পতনের কোনও সম্পর্ক নেই, তবু বারবার মিলে গিয়েছে এই তথ্য। আর সেই সত্য হল লালুপ্রসাদ যাদবের জেলযাত্রা। যতবারই লালু জেলে গিয়েছেন, তার দুবছরের মধ্যে কেন্দ্রের সরকারের পতন হয়েছে। এই তথ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।

কেউ বাদ যাননি লালুপ্রসাদ যাদবের জেলযাত্রার 'টু-ইয়ার এফেক্ট থিয়োরি' থেকে। ইন্দিরা গান্ধী, ইন্দ্রকুমার গুজরাল, অটলবিহারী বাজপেয়ী, মনমোহন সিংদের পতন হয়েছে লালুপ্রসাদের জেল যাত্রার ঠিক দু-বছর পরই। এই 'টু-ইয়ার এফেক্ট থিয়োরি' এবারও কি প্রযোজ্য হবে? আর এই থিয়োরিতেই পতনের পথ প্রশস্থ হবে নরেন্দ্র মোদী সরকারের? সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে জোর আলোচনা।

উল্লেখ্য ১৯৭৫ সালে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যে সরকার বিরোধী আন্দোলন হয়েছিল, তারই জেরে জেলে যেতে হয়েছিল অবিভক্ত জনতা দলের যুব নেতা লালুপ্রসাদ যাদবকে। আর তার দু'বছর পরই ১৯৭৭ সালের ভোটে হেরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী সরকারের পতনে ভারতের বুকে প্রথম অ-কংগ্রেসি সরকারের প্রতিষ্ঠা হয়েছিল।

২০১৯-এ হার অনিবার্য মোদীর! মমতা-রাহুলে নয়, পতন ‘টু ইয়ার এফেক্ট থিয়োরি’তে

তারপর ১৯৯৬ সালে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জেলে যেতে হল বিহারের মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে। তার দুবছর পরই ইন্দ্রকুমার গুজরাল সরকারের পতন ঘটে। প্রথম বিজেপি সরকারে আসে দিল্লির মসনদে। এরপর ২০০২ সালে ফের গ্রেফতার হন লালুপ্রসাদ যাদব। অটলবিহারী বাজপেয়ী সরকারেরও পতন ঘটে ঠিক তার দুবছর পরেই।

আর সর্বশেষবার অর্থাৎ মনমোহন সিং সরকারেরও পতন ঘটে লালুপ্রসাদ যাদবের জেলযাত্রার ঠিক দুবছর পর। ২০১২ সালে জেলে যান আরজেডি প্রধান। আর ২০১৪ সালে ইউপিএ-টু সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং কুর্সি হারান। কেন্দ্র পুনঃপ্রতিষ্ঠা হয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের। কিন্তু কাকতালীয়ভাবে মোদী সরকারও সেই 'টু ইয়ার এফেক্ট থিয়োরি'র ফাঁদে। ২০১৭-তে ফের জেলযাত্রা হয়েছে লালুপ্রসাদের। তাই এখন প্রশ্ন, ২০১৯-এও না 'টু ইয়ার এফেক্ট থিয়োরি'তে পতন হয় মোদী সরকারের!

English summary
Narendra Modi can be defeated in 2019 by coincidence in 'two Year Effect Theory'. It is happening again and again that central government falls after two years of Laluprasad Yadav’s prison
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X