For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রী হিসাবে রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী! প্রথম অকংগ্রেসী হিসাবে তৈরি করলেন কোন অনন্য নজির?

Google Oneindia Bengali News

আজ প্রধানমন্ত্রী হিসাবে এক অনন্য রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। দেশের সবচেয়ে বেশি দিন ধরে প্রধানমন্ত্রীর কুর্সিতে থাকাদের তালিকায় এদিন চতুর্থ স্থানে উঠে এলেন তিনি। শুধু তাই নয়। অটল বিহারী বাজপেয়িকে পিছনে ফেলে অকংগ্রেসিদের মধ্যে এই তালিকার শীর্ষে উঠে এলেন মোদী।

স্বাধীনতা নয়, জুটেছিল পরাধীনতা! ১৪ অগাস্ট কালো দিবস পালন করবেন বালোচ-সিন্ধি-কাশ্মীরিরা স্বাধীনতা নয়, জুটেছিল পরাধীনতা! ১৪ অগাস্ট কালো দিবস পালন করবেন বালোচ-সিন্ধি-কাশ্মীরিরা

তালিকায় মোদীর উপর আছেন কাঁরা?

তালিকায় মোদীর উপর আছেন কাঁরা?

জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং, এই তিনজনের পর এখন সর্বকালীন তালিকাতে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন মোদী। দ্বিতীয়বার শপথ নেন ২০১৯ সালের ৩০ মে।

অকংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় মোদী

অকংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় মোদী

দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসের আগে দু'দিন আগে অকংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মোদী। তালিকায় মোদীর উপরে রয়েছেন জওহরলাল নেহরু। তিনি ক্ষমতায় ছিলেন ১৭ বছর। তাঁর মেয়ে ইন্দিরা গান্ধী দু'দফায় প্রধানমন্ত্রী ছিলেন মোট ১১ বছর। মনমোহন সিংও দু'দফায় প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর কার্যকালের মেয়াদ ১০ বছর।

অকংগ্রেসি হিসাবে মেয়াদ শেষ করা দ্বিতীয় প্রধানমন্ত্রী মোদী

অকংগ্রেসি হিসাবে মেয়াদ শেষ করা দ্বিতীয় প্রধানমন্ত্রী মোদী

অকংগ্রেসি প্রধানমন্ত্রীদের অনেকেই পুরো মেয়াদে ক্ষমতায় থাকতে পারেননি। জনতা পার্টির প্রধানমন্ত্রী হিসাবে মোরারজি দেশাই ক্ষমতায় ছিলেন ১৯৭৭ সালের ২৪ মার্চ থেকে ১৯৭৯ সালের ২৮ জুলাই পর্যন্ত। চরণ সিং, বিশ্বনাথপ্রতাপ সিং, চন্দ্রশেখর, এইচ ডি দেবগৌড়া ইন্দ্রকুমার গুজরালরাও তাঁদের মেয়াদকাল পূরণ করতে পারেননি।

এদিন কর ব্যবস্থার সংস্কারের ঘোষণা করেন মোদী

এদিন কর ব্যবস্থার সংস্কারের ঘোষণা করেন মোদী

এদিন স্বাধীনতা দিবসের আগে সৎ করদাতাদের সম্মান জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন কর ব্যবস্থার সংস্কারের। যাঁরা সঠিক সময় কর প্রদান করে দেশের অগ্রগতিতে সাহায্য করেন তাঁদের জন্য কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ, 'সৎ করদাতাদের সম্মান, স্বচ্ছ কর ব্যবস্থা'। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

English summary
Narendra Modi Becomes 4th longest-serving PM in India's history today and longest outside Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X